ETV Bharat / state

Suvendu Adhikari: ডিসেম্বরেই ডায়মন্ড হারবারে বিজয় সমাবেশ করবেন, কেন বললেন শুভেন্দু

শনিবার দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে (Diamond Harbour) সভা করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ সেই সভা থেকে তিনি জানান, ডিসেম্বরেই ডায়মন্ড হারবারে বিজয় সমাবেশ করবেন ৷ কেন বললেন এই কথা, উঠছে প্রশ্ন ৷

author img

By

Published : Dec 3, 2022, 6:29 PM IST

why seuvendu adhikari said that bjp will do victory rally in diamond harbour in december
Suvendu Adhikari: ডিসেম্বরেই ডায়মন্ড হারবারে বিজয় সমাবেশ করবেন, কেন বললেন শুভেন্দু

ডায়মন্ড হারবার (দক্ষিণ 24 পরগনা), 3 ডিসেম্বর: অভিষেকের গড় ৷ দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারকে (Diamond Harbour) এখন এভাবেই চেনে রাজ্য রাজনীতি ৷ কারণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সেখানকার সাংসদ ৷ শনিবার অভিষেকের সেই গড়ে দাঁড়িয়ে ফের ডিসেম্বর ডেটলাইনের কথা উঠে এল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মুখে ৷ একই সঙ্গে একাধিক ইস্যুতে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ৷

প্রসঙ্গত, এদিনই পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শুভেন্দুর বাড়ির অদূরেই সেই সভা হয় ৷ যা নিয়ে বিরোধী দলনেতার কটাক্ষ, ‘‘আগে বলত কলকাতা চলো, এখন পিসি-ভাইপো বলল কাঁথি চলো ৷ পার্টিকে বললাম সবাই যখন কাঁথি যাচ্ছে, আমি তাহলে দোলনঘাটা যাই ৷’’

সেই কারণেই তিনি ডায়মন্ড হারবারে এসেছেন বলেও জানান ৷ পাশাপাশি শুভেন্দু অভিযোগ করেন, যে রাজ্য পুলিশ ও প্রশাসনের মদতে তাঁর সভা বাতিলের অনেক চেষ্টা হয়েছিল ৷ কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি ৷

এর পর দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘এই মাসে (ডিসেম্বর) বিজয় সমাবেশ করতে আসব ৷ এক গাড়ি লাড্ডু নিয়ে আসব ৷ নামটা আর বলছি না ৷’’ তাঁর এই বক্তব্যের পরই রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায় যে কীসের ইঙ্গিত তিনি দিলেন ৷ কারণ, বেশ কিছুদিন ধরেই ডিসেম্বরের ডেটলাইনের কথা শোনা যাচ্ছে বিজেপির (BJP) বিভিন্ন নেতার মুখে ৷ শুভেন্দু নিজেও এই কথা একাধিকবার বলেছেন ৷ আবার এও বলেছেন যে ডিসেম্বরে নাকি বাংলার সবচেয়ে বড় ডাকাত ধরা পড়বে৷ কে তিনি ? কার কথা বলতে চেয়েছেন ? তা এখনও স্পষ্ট করেননি বিরোধী দলনেতা ৷ যেমন এদিন বলেছেন, ‘‘নামটা আর বলছি না ৷’’

যদিও বক্তৃতার শেষের দিকে গুজরাতের ভোটের প্রসঙ্গ তিনি টেনে এনেছেন ৷ সেখানে বিজেপি জিতবে বলেও দাবি করেছেন ৷ তার পর মিষ্টি খাওয়াবেন বলে জানিয়েছেন ৷ অনেকে মনে করছেন সেই নিয়েই বিজয় সমাবেশের কথা বলতে চেয়েছেন শুভেন্দু ৷

তবে এদিন অভিষেককে নানা ইস্যুতে নিশানা করেছেন তাঁর দাবি, ডায়মন্ড হারবারের সাংসদ সর্বভুক ৷ তিনি কয়লা, বালি-সহ অনেক কিছু খান ৷ স্কুলের পোশাক, চাকরি থেকেও টাকা নেন ৷ এর পর তাঁর হুঁশিয়ারি, দুর্নীতি করে কেউ পালাতে পারবে না ৷

ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) কথাও তিনি বলেন ৷ বিজেপি নেতা-কর্মীদের খুনে অভিযুক্তদের ছাড়া হবে না বলেও তিনি দাবি করেন ৷ পাশাপাশি তিনি জানান, এদিন বিজেপির কর্মীদের সভায় আসতে না দেওয়ার ঘটনার জন্য তিনি আদালতের দ্বারস্থ হবেন ৷ তিনি বলেন, ‘‘যত গাড়ির কাঁচ ভেঙেছে, যাঁরা আহত হয়েছেন সরকারের কাছ থেকে টাকা নেব ৷’’

একই সঙ্গে তাঁর অভিযোগ, ‘‘বিজেপির পতাকা ধরা অপরাধ ৷ কোনও ভোট করতে দেয় না ৷ কোথাও গণতন্ত্র নেই ৷’’

আরও পড়ুন: আতঙ্কের নাম শুভেন্দু, আতঙ্কের নাম 1956, তৃণমূলকে কটাক্ষ বিরোধী দলনেতার

ডায়মন্ড হারবার (দক্ষিণ 24 পরগনা), 3 ডিসেম্বর: অভিষেকের গড় ৷ দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারকে (Diamond Harbour) এখন এভাবেই চেনে রাজ্য রাজনীতি ৷ কারণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সেখানকার সাংসদ ৷ শনিবার অভিষেকের সেই গড়ে দাঁড়িয়ে ফের ডিসেম্বর ডেটলাইনের কথা উঠে এল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মুখে ৷ একই সঙ্গে একাধিক ইস্যুতে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ৷

প্রসঙ্গত, এদিনই পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শুভেন্দুর বাড়ির অদূরেই সেই সভা হয় ৷ যা নিয়ে বিরোধী দলনেতার কটাক্ষ, ‘‘আগে বলত কলকাতা চলো, এখন পিসি-ভাইপো বলল কাঁথি চলো ৷ পার্টিকে বললাম সবাই যখন কাঁথি যাচ্ছে, আমি তাহলে দোলনঘাটা যাই ৷’’

সেই কারণেই তিনি ডায়মন্ড হারবারে এসেছেন বলেও জানান ৷ পাশাপাশি শুভেন্দু অভিযোগ করেন, যে রাজ্য পুলিশ ও প্রশাসনের মদতে তাঁর সভা বাতিলের অনেক চেষ্টা হয়েছিল ৷ কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি ৷

এর পর দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘এই মাসে (ডিসেম্বর) বিজয় সমাবেশ করতে আসব ৷ এক গাড়ি লাড্ডু নিয়ে আসব ৷ নামটা আর বলছি না ৷’’ তাঁর এই বক্তব্যের পরই রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায় যে কীসের ইঙ্গিত তিনি দিলেন ৷ কারণ, বেশ কিছুদিন ধরেই ডিসেম্বরের ডেটলাইনের কথা শোনা যাচ্ছে বিজেপির (BJP) বিভিন্ন নেতার মুখে ৷ শুভেন্দু নিজেও এই কথা একাধিকবার বলেছেন ৷ আবার এও বলেছেন যে ডিসেম্বরে নাকি বাংলার সবচেয়ে বড় ডাকাত ধরা পড়বে৷ কে তিনি ? কার কথা বলতে চেয়েছেন ? তা এখনও স্পষ্ট করেননি বিরোধী দলনেতা ৷ যেমন এদিন বলেছেন, ‘‘নামটা আর বলছি না ৷’’

যদিও বক্তৃতার শেষের দিকে গুজরাতের ভোটের প্রসঙ্গ তিনি টেনে এনেছেন ৷ সেখানে বিজেপি জিতবে বলেও দাবি করেছেন ৷ তার পর মিষ্টি খাওয়াবেন বলে জানিয়েছেন ৷ অনেকে মনে করছেন সেই নিয়েই বিজয় সমাবেশের কথা বলতে চেয়েছেন শুভেন্দু ৷

তবে এদিন অভিষেককে নানা ইস্যুতে নিশানা করেছেন তাঁর দাবি, ডায়মন্ড হারবারের সাংসদ সর্বভুক ৷ তিনি কয়লা, বালি-সহ অনেক কিছু খান ৷ স্কুলের পোশাক, চাকরি থেকেও টাকা নেন ৷ এর পর তাঁর হুঁশিয়ারি, দুর্নীতি করে কেউ পালাতে পারবে না ৷

ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) কথাও তিনি বলেন ৷ বিজেপি নেতা-কর্মীদের খুনে অভিযুক্তদের ছাড়া হবে না বলেও তিনি দাবি করেন ৷ পাশাপাশি তিনি জানান, এদিন বিজেপির কর্মীদের সভায় আসতে না দেওয়ার ঘটনার জন্য তিনি আদালতের দ্বারস্থ হবেন ৷ তিনি বলেন, ‘‘যত গাড়ির কাঁচ ভেঙেছে, যাঁরা আহত হয়েছেন সরকারের কাছ থেকে টাকা নেব ৷’’

একই সঙ্গে তাঁর অভিযোগ, ‘‘বিজেপির পতাকা ধরা অপরাধ ৷ কোনও ভোট করতে দেয় না ৷ কোথাও গণতন্ত্র নেই ৷’’

আরও পড়ুন: আতঙ্কের নাম শুভেন্দু, আতঙ্কের নাম 1956, তৃণমূলকে কটাক্ষ বিরোধী দলনেতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.