দক্ষিণ 24 পরগনা , 22 মার্চ: রাজ্যের সমস্ত সরকারি স্কুলে একই রংয়ের পোশাক । পছন্দের রং নয়, এবার থেকে স্কুলের পোশাক হবে নীল-সাদা (Biswa Bangla logo in School Uniform) ৷ সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে ৷ সেই পোশাক দেবে সরকার ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছের কথা মাথায় রেখে এবার প্রস্তুতি শুরু হল । রবিবার সমগ্র শিক্ষা মিশনের তরফে নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলি তৈরি করবে এই পোশাক । পোশাক ও ছাত্র-ছাত্রীদের ব্যাগের উপরে থাকবে বিশ্ব বাংলার লোগো ৷
চলতি মাসের শুরুতে মুখ্যসচিবের উপস্থিতিতে নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয় । সেখানে সিদ্ধান্ত হয় এমএসএমই দফতর পোশাকের পাশাপাশি জুতো এবং স্কুল ব্যাগও পাঠাবে । উল্লেখ্য, এই তিনটি সামগ্রী বিনামূল্যে ছাত্রছাত্রীরা পায় । স্কুল শিক্ষা দফতর জেলাশাসকদের চিঠি পাঠিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছে ৷ রাজ্যের প্রতিটি স্কুলে একই রকম পোশাক হলে সমস্যায় পড়তে হবে স্কুল কর্তৃপক্ষকে । রাজ্য যদি সব স্কুলে পোশাক ও লোগো একইরকম থাকে তাহলে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হবে বলে মনে করছে শিক্ষক মহলের একাংশ ।
আরও পড়ুন : নীল-সাদা পোশাকে বিশ্ববাংলার লোগো ! শিক্ষাক্ষেত্রে বাড়ছে বিতর্ক
মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতি বলেন, "ছাত্রছাত্রীদের পোশাক দেখে বোঝা যায় নির্দিষ্ট পড়ুয়া কোন স্কুলে পড়ে, বেশিরভাগ ক্ষেত্রে স্কুলের নাম এবং লোগো বা স্কুল ব্যাচ থাকে ৷ তা উঠে যাওয়ায় এবার বুঝতে সমস্যা হবে ।" এই বিরোধিতায় রাজ্য সরকার মত বদল করে কিনা, সেটাই এখন দেখার ।