ETV Bharat / state

গঙ্গাসাগরে দুর্ঘটনায় প্রাণ গেলে ক্ষতিপূরণ 5 লাখ - Mamata Banerjee

সামনেই গঙ্গাসাগরের মেলা ৷ রাজ্য ও রাজ্যের বাইরের বিভিন্ন এলাকা থেকে পূণ্যার্থীরা মেলায় আসেন ৷ মেলা চলাকালীন দিনগুলিতে দুর্ঘটনাজনিত কারণে কারও প্রাণহানি ঘটলে মৃতের পরিবারকে এককালীন 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার ।

Mamata
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jan 7, 2020, 11:47 PM IST

পাথরপ্রতিমা, 7 জানুয়ারি : ভোটার তালিকায় নাম থাকলে কেউ রাজ্য থেকে তাড়াতে পারবে না বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ৷ পাথরপ্রতিমায় আজকের জনসভা থেকে তিনি আরও একবার CAA ও NRC-র বিরুদ্ধে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন ৷ কেন্দ্র যদি CAA ও NRC করতে চায়, তাহলে তাঁর দেহের উপর দিয়ে যেতে হবে বলেও জানিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

বুলবুলে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিতে আজ পাথরপ্রতিমার কলেজ মাঠে এক জনসভায় উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি জেলার জন্যও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন তিনি ৷ প্রকল্পগুলির জন্য মোট 700 কোটি টাকা খরচ হবে বলেও জানানো হয়েছে ৷ সামনেই গঙ্গাসাগরের মেলা ৷ মেলা চলাকালীন দিনগুলিতে দুর্ঘটনাজনিত কারণে মেলায় আগত কারও প্রাণহানি ঘটলে মৃতের পরিবারকে এককালীন 5 লাখ টাকা দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী ।

ওই জনসভা থেকে তিনি বলেন, "আপনারা নিশ্চিন্তে, শান্তিতে থাকুন ৷ এ-রাজ্যে ভোটার লিস্টে আপনাদের নাম আছে কিনা দেখে নিন ৷ কেউ আপনাদের এ-রাজ্য থেকে তাড়াতে পারবে না । আপনারা এ-রাজ্যের, এ-দেশের নাগরিক ৷ কোনও কুৎসা বা অপপ্রচারে ভয় পাবেন না । আপনাদের পাহারাদার আমি । বুলবুলে যেমন আপনারা ভয়ে ভীত ছিলেন, জীবন বাঁচাতে রাত জেগেছেন, আমিও তখন কলকাতায় বসে সারারাত আপনাদের পাহারায় ছিলাম । NRC, NPR-এর ক্ষেত্রেও একইভাবে আপনাদের পাহারা দেব আমি ।"

পাথরপ্রতিমা, 7 জানুয়ারি : ভোটার তালিকায় নাম থাকলে কেউ রাজ্য থেকে তাড়াতে পারবে না বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ৷ পাথরপ্রতিমায় আজকের জনসভা থেকে তিনি আরও একবার CAA ও NRC-র বিরুদ্ধে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন ৷ কেন্দ্র যদি CAA ও NRC করতে চায়, তাহলে তাঁর দেহের উপর দিয়ে যেতে হবে বলেও জানিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

বুলবুলে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিতে আজ পাথরপ্রতিমার কলেজ মাঠে এক জনসভায় উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি জেলার জন্যও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন তিনি ৷ প্রকল্পগুলির জন্য মোট 700 কোটি টাকা খরচ হবে বলেও জানানো হয়েছে ৷ সামনেই গঙ্গাসাগরের মেলা ৷ মেলা চলাকালীন দিনগুলিতে দুর্ঘটনাজনিত কারণে মেলায় আগত কারও প্রাণহানি ঘটলে মৃতের পরিবারকে এককালীন 5 লাখ টাকা দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী ।

ওই জনসভা থেকে তিনি বলেন, "আপনারা নিশ্চিন্তে, শান্তিতে থাকুন ৷ এ-রাজ্যে ভোটার লিস্টে আপনাদের নাম আছে কিনা দেখে নিন ৷ কেউ আপনাদের এ-রাজ্য থেকে তাড়াতে পারবে না । আপনারা এ-রাজ্যের, এ-দেশের নাগরিক ৷ কোনও কুৎসা বা অপপ্রচারে ভয় পাবেন না । আপনাদের পাহারাদার আমি । বুলবুলে যেমন আপনারা ভয়ে ভীত ছিলেন, জীবন বাঁচাতে রাত জেগেছেন, আমিও তখন কলকাতায় বসে সারারাত আপনাদের পাহারায় ছিলাম । NRC, NPR-এর ক্ষেত্রেও একইভাবে আপনাদের পাহারা দেব আমি ।"

Intro:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা কলেজ মাঠে এক জনসভায় আবার ও বললেন, এ রাজ্যে এনআরসি,এনপিআর সিএএ কোনটাই হবে না , আমরা তা করতে দেবো না । কেন্দ্রীয় সরকার যদি এটা করতে চায় আমার দেহের উপর দিয়ে যেতে হবে তাদের । জনগণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা নিশ্চিন্তে শান্তিতে থাকুন এরাজ্যে ভোটার লিস্টে আপনাদের নাম আছে কিনা দেখে নিন কেউ আপনাদের এ রাজ্য থেকে তাড়াতে পারবে না । আপনারা এরাজ্যের, এদেশের নাগরিক , কোনও কুৎসা, অপপ্রচারে ভয় পাবেন না । আপনাদের পাহারাদার আমি । বুলবুলে যেমন আপনারা ভয়ে ভীত ছিলেন, জীবন বাঁচাতে রাত জেগেছেন, আমিও তখন কলকাতায় বসে সারারাত আপনাদের পাহারায় ছিলাম । এনআরসি, এনপিআর এর ক্ষেত্রেও একইভাবে আপনাদের পাহারা দেবো আমি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ ২৪পরগনায় বুলবুল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে আজ ত্রাণ বিলি করেন । পাশাপাশি জেলার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং পরিষেবা প্রদান করেন । এই প্রকল্পগুলির আর্থিক মূল্য প্রায় ৭০০কোটি টাকা । তিনি বলেন, সুন্দরবন ও বসিরহাট দুটি আলাদা নতুন জেলা করার প্রয়াস চালানো হচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেকদিন আগে থেকে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন নিবেদন করে
আসছি, গঙ্গাসাগরে তীর্থযাত্রী এবং সাগর দ্বীপের অধিবাসীদের জন্য মুড়িগঙ্গা নদীর উপর একটি লোহার সেতু বানিয়ে দিতে । ওরা আমাদের কথা শোনেনি কিন্তু কুম্ভ মেলায় কোটি কোটি টাকা ব্যয় করছে কেন্দ্রীয় সরকার । ওরা না করুক, আমি কথা দিচ্ছি মুড়িগঙ্গা নদীর উপর লোহার সেতু রাজ্য সরকার বানিয়ে দেবে । তিনি বলেন, প্রতিকূলতার জন্য প্রবাদ হয়েছে, সব তীর্থ বার বার গঙ্গাসাগর একবার । এই নদী ত্রহয়ে তীর্থ যাত্রীদের গঙ্গাসাগর মেলায় যেতে হয় । এই কষ্ট লাঘব করবে রাজ্য সরকার । মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগর মেলায় কেন্দ্রীয় সরকার কোন সাহায্য না করলেও রাজ্য সরকার গঙ্গাসাগর মেলাকে সাজিয়ে তুলেছে । রাজ্য সরকার ইতিমধ্যে তীর্থযাত্রীদের তীর্থকর তুলে দিয়েছে । এবং মেলায় আগত সব ধরনের মানুষের ক্ষেত্রে ১১থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত দুর্ঘটনাজনিত কারণে কারোর প্রাণহানি ঘটলে মৃত ব্যক্তির পরিবারকে এককালীন ৫লক্ষ টাকা দেওয়া হবে ।
মুখ্যমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, আজ নয় একদিন এই গঙ্গাসাগর তীর্থক্ষেত্র দেশের এক নম্বর স্থানে উঠে আসবে ।
এদিনের অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন স্থানীয় বিধায়ক সমির জানা। অনুষ্ঠানে অন্য দের মধ্যে ছিলেন সংসদ সুদীপ বন্দোপাধ্যায়, চৌধুরী মোহন জাটুয়া, শুভাশিস চক্রবর্তী, প্রতিমা মন্ডল বিধায়ক যোগরঞ্জন হালদার, বিশ্বনাথ দাস সভাধিপতি শামীম শেখ, জেলাশাসক ডক্টর পি. উলগানাথন প্রমূখ ।Body:Intro তে কপি দিলাম Conclusion:একটু দেখে নেবেন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.