পাথরপ্রতিমা, 7 জানুয়ারি : ভোটার তালিকায় নাম থাকলে কেউ রাজ্য থেকে তাড়াতে পারবে না বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ৷ পাথরপ্রতিমায় আজকের জনসভা থেকে তিনি আরও একবার CAA ও NRC-র বিরুদ্ধে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন ৷ কেন্দ্র যদি CAA ও NRC করতে চায়, তাহলে তাঁর দেহের উপর দিয়ে যেতে হবে বলেও জানিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
বুলবুলে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিতে আজ পাথরপ্রতিমার কলেজ মাঠে এক জনসভায় উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি জেলার জন্যও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন তিনি ৷ প্রকল্পগুলির জন্য মোট 700 কোটি টাকা খরচ হবে বলেও জানানো হয়েছে ৷ সামনেই গঙ্গাসাগরের মেলা ৷ মেলা চলাকালীন দিনগুলিতে দুর্ঘটনাজনিত কারণে মেলায় আগত কারও প্রাণহানি ঘটলে মৃতের পরিবারকে এককালীন 5 লাখ টাকা দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী ।
ওই জনসভা থেকে তিনি বলেন, "আপনারা নিশ্চিন্তে, শান্তিতে থাকুন ৷ এ-রাজ্যে ভোটার লিস্টে আপনাদের নাম আছে কিনা দেখে নিন ৷ কেউ আপনাদের এ-রাজ্য থেকে তাড়াতে পারবে না । আপনারা এ-রাজ্যের, এ-দেশের নাগরিক ৷ কোনও কুৎসা বা অপপ্রচারে ভয় পাবেন না । আপনাদের পাহারাদার আমি । বুলবুলে যেমন আপনারা ভয়ে ভীত ছিলেন, জীবন বাঁচাতে রাত জেগেছেন, আমিও তখন কলকাতায় বসে সারারাত আপনাদের পাহারায় ছিলাম । NRC, NPR-এর ক্ষেত্রেও একইভাবে আপনাদের পাহারা দেব আমি ।"