ETV Bharat / state

বিজেপিতে যোগদানের 24 ঘণ্টার মধ্যে দীপক হালদারের বিরুদ্ধে গদ্দার পোস্টার ডায়মন্ড হারবারে - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

মঙ্গলবার বারুইপুরের সভায় বিজেপিতে যোগ দিয়েছেন দীপক হালদার। তারপরেই তাঁর বিরুদ্ধে পোস্টার পড়ল ডায়মন্ড হারবারে ।

Diamond Harbour
দীপক হালদারের বিরুদ্ধে "গদ্দার পোস্টার" ডায়মন্ডহারবারে
author img

By

Published : Feb 3, 2021, 10:18 AM IST

Updated : Sep 28, 2022, 3:43 PM IST

ডায়মন্ড হারবার, 3 ফেব্রুয়ারি : বিজেপিতে যোগ দেওয়ার 24 ঘণ্টার মধ্যে শহরজুড়ে দীপক হালদারের বিরুদ্ধে পড়ল 'গদ্দার বিধায়ক' লেখা পোস্টার । তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তোলা হয়েছে ওই পোস্টারে ।

মঙ্গলবার বারুইপুরের সভায় বিজেপিতে যোগ দিয়েছেন দীপক হালদার। আগের দিনই স্পিড-পোস্টের মাধ্যমে তৃণমূলের উচ্চ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন তিনি। এরপর মঙ্গলবার বারুইপুরে বিজেপির যোগদান মেলার মঞ্চে দেখা যায় তাঁকে । দীপকের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপিতে স্বাগত জানান মুকুল-শুভেন্দু-রাজীব-রা । এবার নতুন দলে যোগ দেওয়ার 24 ঘণ্টার মধ্যেই তাঁর বিরুদ্ধে পোস্টার পড়ল ডায়মন্ড হারবারে ৷ স্টেশনবাজার থেকে জেটিঘাট পর্যন্ত জাতীয় সড়কের দু'ধারে 'গদ্দার বিধায়ক' লেখা প্রচুর পোস্টার দেখা যায় ।

ডায়মন্ড হারবার বিধানসভার নাগরিকবৃন্দের পক্ষ থেকে দেওয়া এই পোস্টারে দীপকের বিরুদ্ধে দুর্নীতির কয়েকটি অভিযোগ তোলা হয়েছে । জাহাজ ইউনিয়ন থেকে টাকা নেওয়া এবং টাকার বিনিময়ে কাজ পাইয়ে দেওয়ারও অভিযোগ করা হয়েছে পোস্টারে । পোস্টারে লেখা রয়েছে, "ডায়মন্ড হারবারের গণদেবতাকে আড়াল করে কত টাকার বিনিময়ে বিক্রি হলে ? গদ্দার বিধায়ক জবাব দাও। "

এই বিষয়ে দীপক হালদার বলেন, "আগামীদিনে ডায়মন্ড হারবারের মানুষ বিচার করবে, কে "গদ্দার"। আমার জানার বিষয়, তৃণমূল কংগ্রেসে কি আর "গদ্দার" আছে ? যদি থাকে তাদের নামগুলি প্রকাশ করা হোক । দলে থাকলে ঠিক আছে আর দল থেকে বেরোলেই 'গদ্দার"। যারা কংগ্রেস থেকে বেরিয়ে এসে বিধায়ক হয়েছেন, সাংসদ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, যাঁরা ভারতীয় জনতা পার্টির হাত ধরে ভোটে জিতেছেন তাঁরা যদি "গদ্দার" হয়, তাহলে আমিও "গদ্দার"।"

আরও পড়ুন, শুভেন্দু ‘পরিবর্তনের আর এক নাম’, কী বোঝাতে চাইলেন মুকুল ?

ডায়মন্ড হারবারের বিজেপির টাউন সভাপতি সুরজিৎ হালদার বলেন, "যে সকল নেতা তৃণমূলে থাকবেন, তাঁরাই সাধু আর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলে তাঁরা "গদ্দার"! বারুইপুরে দীপক হালদার বিজেপিতে যোগদান করার পর তিনি "গদ্দার" হয়ে গেলেন । যখন দলে ছিলেন ভালো ছিলেন । দল ছেড়েছেন বলে "গদ্দার"! পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে কে "গদ্দারি" করছে মানুষ বুঝতে পারছে । আগামীদিনে সেই গদ্দারকে উপযুক্ত শাস্তিও দেবে তারা ।"

ডায়মন্ড হারবার, 3 ফেব্রুয়ারি : বিজেপিতে যোগ দেওয়ার 24 ঘণ্টার মধ্যে শহরজুড়ে দীপক হালদারের বিরুদ্ধে পড়ল 'গদ্দার বিধায়ক' লেখা পোস্টার । তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তোলা হয়েছে ওই পোস্টারে ।

মঙ্গলবার বারুইপুরের সভায় বিজেপিতে যোগ দিয়েছেন দীপক হালদার। আগের দিনই স্পিড-পোস্টের মাধ্যমে তৃণমূলের উচ্চ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন তিনি। এরপর মঙ্গলবার বারুইপুরে বিজেপির যোগদান মেলার মঞ্চে দেখা যায় তাঁকে । দীপকের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপিতে স্বাগত জানান মুকুল-শুভেন্দু-রাজীব-রা । এবার নতুন দলে যোগ দেওয়ার 24 ঘণ্টার মধ্যেই তাঁর বিরুদ্ধে পোস্টার পড়ল ডায়মন্ড হারবারে ৷ স্টেশনবাজার থেকে জেটিঘাট পর্যন্ত জাতীয় সড়কের দু'ধারে 'গদ্দার বিধায়ক' লেখা প্রচুর পোস্টার দেখা যায় ।

ডায়মন্ড হারবার বিধানসভার নাগরিকবৃন্দের পক্ষ থেকে দেওয়া এই পোস্টারে দীপকের বিরুদ্ধে দুর্নীতির কয়েকটি অভিযোগ তোলা হয়েছে । জাহাজ ইউনিয়ন থেকে টাকা নেওয়া এবং টাকার বিনিময়ে কাজ পাইয়ে দেওয়ারও অভিযোগ করা হয়েছে পোস্টারে । পোস্টারে লেখা রয়েছে, "ডায়মন্ড হারবারের গণদেবতাকে আড়াল করে কত টাকার বিনিময়ে বিক্রি হলে ? গদ্দার বিধায়ক জবাব দাও। "

এই বিষয়ে দীপক হালদার বলেন, "আগামীদিনে ডায়মন্ড হারবারের মানুষ বিচার করবে, কে "গদ্দার"। আমার জানার বিষয়, তৃণমূল কংগ্রেসে কি আর "গদ্দার" আছে ? যদি থাকে তাদের নামগুলি প্রকাশ করা হোক । দলে থাকলে ঠিক আছে আর দল থেকে বেরোলেই 'গদ্দার"। যারা কংগ্রেস থেকে বেরিয়ে এসে বিধায়ক হয়েছেন, সাংসদ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, যাঁরা ভারতীয় জনতা পার্টির হাত ধরে ভোটে জিতেছেন তাঁরা যদি "গদ্দার" হয়, তাহলে আমিও "গদ্দার"।"

আরও পড়ুন, শুভেন্দু ‘পরিবর্তনের আর এক নাম’, কী বোঝাতে চাইলেন মুকুল ?

ডায়মন্ড হারবারের বিজেপির টাউন সভাপতি সুরজিৎ হালদার বলেন, "যে সকল নেতা তৃণমূলে থাকবেন, তাঁরাই সাধু আর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলে তাঁরা "গদ্দার"! বারুইপুরে দীপক হালদার বিজেপিতে যোগদান করার পর তিনি "গদ্দার" হয়ে গেলেন । যখন দলে ছিলেন ভালো ছিলেন । দল ছেড়েছেন বলে "গদ্দার"! পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে কে "গদ্দারি" করছে মানুষ বুঝতে পারছে । আগামীদিনে সেই গদ্দারকে উপযুক্ত শাস্তিও দেবে তারা ।"

Last Updated : Sep 28, 2022, 3:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.