ETV Bharat / state

কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু বঙ্কিম হাজরার - Bankim Hazra starts campaigning after worship at Kapilmuni Temple

কপিল মুনি আশ্রমে পুজো দেওয়ার ভোট প্রচার ময়দানে নেমে পড়লেন সাগরের দু'বারের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের সাগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বঙ্কিম হাজরা । গতবারের থেকে এবারে বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করার বিষয়ে আশাবাদী তিনি ।

কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু বঙ্কিম হাজরার
কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু বঙ্কিম হাজরার
author img

By

Published : Mar 8, 2021, 1:21 PM IST

সাগর, 8 মার্চ : দলনেত্রী তাঁর উপর আস্থা রেখে এবারও প্রার্থী করেছেন। সেই আস্থার পূর্ণ মর্যাদা রাখতে ভোটের ময়দানে নেমে পড়েছেন সাগরের দু'বারের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের সাগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বঙ্কিম হাজরা । শুক্রবারে প্রার্থী তালিকা ঘোষণার পর আজ ভোটের প্রচারে নামেন তিনি। তার আগে সাগরে কপিল মুনির আশ্রমে গিয়ে পুজো দেন তিনি ৷

দক্ষিণ 24 পরগনায় তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সাগর বিধানসভা কেন্দ্র । সাগরে এখন বিজেপিকেই মূল প্রতিপক্ষ বলে মনে করছেন বঙ্কিম হাজরা ।জয়ের বিষয়ে 100 শতাংশ আশাবাদী বঙ্কিম বলেন, গতবারের থেকে এবার বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করব ।

আরও পড়ুন, নারী দিবসেই দিদির সঙ্গ ছাড়ছেন তিন নারী ?

তিনি আরও বলেন, "সাগরের মানুষের জন্য যেভাবে উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উন্নয়নের নিরিখে আমি তৃতীয়বারের জন্য বিধায়ক হব ৷ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন ।"

সাগর, 8 মার্চ : দলনেত্রী তাঁর উপর আস্থা রেখে এবারও প্রার্থী করেছেন। সেই আস্থার পূর্ণ মর্যাদা রাখতে ভোটের ময়দানে নেমে পড়েছেন সাগরের দু'বারের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের সাগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বঙ্কিম হাজরা । শুক্রবারে প্রার্থী তালিকা ঘোষণার পর আজ ভোটের প্রচারে নামেন তিনি। তার আগে সাগরে কপিল মুনির আশ্রমে গিয়ে পুজো দেন তিনি ৷

দক্ষিণ 24 পরগনায় তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সাগর বিধানসভা কেন্দ্র । সাগরে এখন বিজেপিকেই মূল প্রতিপক্ষ বলে মনে করছেন বঙ্কিম হাজরা ।জয়ের বিষয়ে 100 শতাংশ আশাবাদী বঙ্কিম বলেন, গতবারের থেকে এবার বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করব ।

আরও পড়ুন, নারী দিবসেই দিদির সঙ্গ ছাড়ছেন তিন নারী ?

তিনি আরও বলেন, "সাগরের মানুষের জন্য যেভাবে উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উন্নয়নের নিরিখে আমি তৃতীয়বারের জন্য বিধায়ক হব ৷ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.