ETV Bharat / state

ম্যানগ্রোভ কেটে মেছো ভেড়ি তৈরি, রাজনৈতিক তরজা কুলতলিতে - মেছোভেড়ি

বেআইনিভাবে ম্যনগ্রোভ অরণ্য কেটে মেছোভেড়ি তৈরির ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ শাসকদল ঘনিষ্ঠ এলাকার কিছু মানুষই এই অনৈতিক কাজ করছেন বলে ধারণা এলাকাবাসীর ৷

এভাবেই গাছ কাটা হয়েছে কুলতলি নদীবাঁধ এলাকায়
এভাবেই গাছ কাটা হয়েছে কুলতলি নদীবাঁধ এলাকায়
author img

By

Published : Feb 15, 2021, 4:01 PM IST

সুন্দরবন,15 ফেব্রুয়ারি : বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কেটে বেআইনিভাবে মেছো ভেড়ি তৈরি নতুন না ৷ কিন্তু ভোটের মুখে জঙ্গল সাফ করে মেছো ভেড়ি তৈরির ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ রাজ্য সরকারের তত্ত্বাবধানে বিভিন্ন পঞ্চায়েতের তরফ থেকে সারা বছরই নদীবাঁধে গাছ লাগানো হয়ে থাকে ৷ তার মধ্যেই কুলতলিতে একের পর এক নদীর চর থেকে গাছ কেটে তৈরি করা হচ্ছে মেছো ভেড়ি ৷ ফলে, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা ৷

এলাকাবাসীর অভিযোগ, কুলতলি থানা থেকে ঢিলছোড়া দূরত্বে গোরানকাটি গ্রামে নদীর চরের প্রায় 100 বিঘা জমিতে ম্যানগ্রোভ জঙ্গল কেটে তৈরি হচ্ছে মেছো ভেড়ি ৷ শুধু তাই নয় , গত এক বছরে ম্যানগ্রোভ জঙ্গল কেটে কুলতলি , জামতলা সংলগ্ন পল্লি , আন্ধারিয়া , সানকি জাহান কলোনি, 4 নম্বর গড়ান কাঠি কেল্লা, দেউলবাড়ি প্রভৃতি জায়গায় তৈরি হয়েছে একাধিক মেছো ভেড়ি ৷

স্থানীয় বাসিন্দা ও তৃণমূল কংগ্রোস সভাপতির বক্তব্য

প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে এই মেছো ভেড়ি তৈরি হচ্ছে সে নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী ৷ অভিযোগের আঙুল উঠছে শাসকদলের দিকে ৷ স্থানীয় বাসিন্দা হজ়রল লস্কর জানান, " আমফানের সময় এই গাছ আমাদের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচিয়েছিল ৷ এখন নির্বিচারে সেই গাছ কেটে বেআইনি মেছো ভেড়ি তৈরি করা হচ্ছে ৷ বন দপ্তর ঘটনাস্থানে এলেও কোনও হেলদোল নেই ৷ যদি অবিলম্বে গাছ কাটা বন্ধ না করা হয় সেক্ষেত্রে সুন্দরবনের ময়ূখ ভবনে গিয়ে লিখিত অভিযোগ জানানো হবে ৷ "

আরও পড়ুন : নবান্ন অভিযানে ''পুলিশের লাঠিচার্জে আক্রান্ত'' যুবকের মৃত্যু

সিপিআইএম নেতা উদয় মণ্ডল জানান, " শাসকদলের মদতে কিছু অসাধু লোক ম্যানগ্রোভ জঙ্গল কেটে মাছের ভেড়ি তৈরি করছে ৷ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানানো হয়েছে ৷ কিন্তু প্রশাসন চুপ ৷ এইভাবে জঙ্গল কেটে ভেড়ি তৈরি হতে থাকলে বিপদ আসন্ন ৷ "

কুলতলি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল মাঝি জানান, " একাধিকবার প্রশাসনকে এবিষয়ে জানানো হলেও তারা কোনও ব্যবস্থাই গ্রহণ করেনি ৷ প্রশাসন ঘনিষ্ট একদল চায় যাতে নদীবাঁধ সংলগ্ন ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হয়ে যায় ৷ স্থানীয় কিছু মানুষও প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে বেআইনিভাবে এই কাজ করছে ৷ "

সুন্দরবন,15 ফেব্রুয়ারি : বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কেটে বেআইনিভাবে মেছো ভেড়ি তৈরি নতুন না ৷ কিন্তু ভোটের মুখে জঙ্গল সাফ করে মেছো ভেড়ি তৈরির ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ রাজ্য সরকারের তত্ত্বাবধানে বিভিন্ন পঞ্চায়েতের তরফ থেকে সারা বছরই নদীবাঁধে গাছ লাগানো হয়ে থাকে ৷ তার মধ্যেই কুলতলিতে একের পর এক নদীর চর থেকে গাছ কেটে তৈরি করা হচ্ছে মেছো ভেড়ি ৷ ফলে, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা ৷

এলাকাবাসীর অভিযোগ, কুলতলি থানা থেকে ঢিলছোড়া দূরত্বে গোরানকাটি গ্রামে নদীর চরের প্রায় 100 বিঘা জমিতে ম্যানগ্রোভ জঙ্গল কেটে তৈরি হচ্ছে মেছো ভেড়ি ৷ শুধু তাই নয় , গত এক বছরে ম্যানগ্রোভ জঙ্গল কেটে কুলতলি , জামতলা সংলগ্ন পল্লি , আন্ধারিয়া , সানকি জাহান কলোনি, 4 নম্বর গড়ান কাঠি কেল্লা, দেউলবাড়ি প্রভৃতি জায়গায় তৈরি হয়েছে একাধিক মেছো ভেড়ি ৷

স্থানীয় বাসিন্দা ও তৃণমূল কংগ্রোস সভাপতির বক্তব্য

প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে এই মেছো ভেড়ি তৈরি হচ্ছে সে নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী ৷ অভিযোগের আঙুল উঠছে শাসকদলের দিকে ৷ স্থানীয় বাসিন্দা হজ়রল লস্কর জানান, " আমফানের সময় এই গাছ আমাদের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচিয়েছিল ৷ এখন নির্বিচারে সেই গাছ কেটে বেআইনি মেছো ভেড়ি তৈরি করা হচ্ছে ৷ বন দপ্তর ঘটনাস্থানে এলেও কোনও হেলদোল নেই ৷ যদি অবিলম্বে গাছ কাটা বন্ধ না করা হয় সেক্ষেত্রে সুন্দরবনের ময়ূখ ভবনে গিয়ে লিখিত অভিযোগ জানানো হবে ৷ "

আরও পড়ুন : নবান্ন অভিযানে ''পুলিশের লাঠিচার্জে আক্রান্ত'' যুবকের মৃত্যু

সিপিআইএম নেতা উদয় মণ্ডল জানান, " শাসকদলের মদতে কিছু অসাধু লোক ম্যানগ্রোভ জঙ্গল কেটে মাছের ভেড়ি তৈরি করছে ৷ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানানো হয়েছে ৷ কিন্তু প্রশাসন চুপ ৷ এইভাবে জঙ্গল কেটে ভেড়ি তৈরি হতে থাকলে বিপদ আসন্ন ৷ "

কুলতলি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল মাঝি জানান, " একাধিকবার প্রশাসনকে এবিষয়ে জানানো হলেও তারা কোনও ব্যবস্থাই গ্রহণ করেনি ৷ প্রশাসন ঘনিষ্ট একদল চায় যাতে নদীবাঁধ সংলগ্ন ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হয়ে যায় ৷ স্থানীয় কিছু মানুষও প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে বেআইনিভাবে এই কাজ করছে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.