ETV Bharat / state

তৃণমূল পাকিস্তান থেকে প্রার্থী আনলেও জেতাবো, বিস্ফোরক আরাবুল ইসলাম - TMC

দলের সঙ্গে মনোমালিন্য মিটল দক্ষিণ 24 পরগনার তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের ৷ প্রচারে নামলেন তিনি ৷ তবে প্রচারে নেমেই বিতর্কিত মন্তব্য করলেন তিনি ৷ বললেন, “আমরা দলকে ভালোবাসি ৷ দল যদি পাকিস্তান থেকে কাউকে এনে এখানে প্রার্থী করে, তাঁকেও জেতাবো ।’’

তৃণমূল পাকিস্তান থেকে প্রার্থী আনলেও জেতাবো, বিস্ফোরক আরাবুল ইসলাম
তৃণমূল পাকিস্তান থেকে প্রার্থী আনলেও জেতাবো, বিস্ফোরক আরাবুল ইসলাম
author img

By

Published : Mar 11, 2021, 10:36 PM IST

ভাঙড়, 11 মার্চ : দলের সঙ্গে মনোমালিন্য মিটল দক্ষিণ 24 পরগনার তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের ৷ কিন্তু আরাবুল যে আরাবুলেই আছেন, তা তিনি প্রমাণ করতে ছাড়লেন না এদিনও ৷ দলের সঙ্গে মনোমালিন্য মিটে যাওয়ার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে এমন একটি মন্তব্য করে বসলেন, তাতে বিতর্ক অন্যদিকে মোড় নিল ৷ ভাঙড়ের প্রাক্তন বিধায়কের দাবি, “আমরা দলকে ভালোবাসি ৷ দল যদি পাকিস্তান থেকে কাউকে এনে এখানে প্রার্থী করে, তাঁকেও জেতাবো ।’’

এবার ভাঙড় বিধানসভা কেন্দ্রে প্রার্থী হতে চেয়েছিলেন আরাবুল ইসলাম ৷ কিন্তু তৃণমূল কংগ্রেস তাঁর সেই ইচ্ছেতে আমল দেয়নি ৷ বরং ভাঙড়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন চিকিৎসক রেজাউল করিমকে ৷ তাই প্রার্থী ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন আরাবুল ৷ দলকে হুঁশিয়ারি দেন ৷ তাই বুধবার ভাঙড়ে পৌঁছে তৃণমূল প্রার্থী রেজাউল করিম আরাবুলের মান ভাঙাতে তাঁর বাড়িতে যান । সেখানেই দলের অন্যান্য কর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হয় ৷ তার পর প্রচারে নামতে রাজি হন তৃণমূলের এই ‘তাজা নেতা’ ৷

বিস্ফোরক আরাবুল ইসলাম

বৃহস্পতিবার থেকেই দলের প্রচারে অংশ নেন আরাবুল ৷ এদিন ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে দলের কর্মিসভার মঞ্চে আরাবুলকে প্রার্থী রেজাউল করিম ও দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তীর সঙ্গে দেখা যায় ৷ ভাষণ দিতে উঠে মঞ্চ থেকেই ‘পাকিস্তানের প্রার্থী’ সংক্রান্ত বিতর্কিত মন্তব্যটি করে বসেন তিনি ৷

আরও পড়ুন : আক্রান্ত মুখ্যমন্ত্রী, অনুব্রতর নির্দেশে বোলপুরে পথ অবরোধ তৃণমূলের

পাশাপাশি বুঝিয়ে দেন যে প্রচারে নামলেও তাঁর ক্ষোভ কিন্তু এখনও কমেনি ৷ তিনি বলেন, ‘‘এর আগে একজনকে প্রার্থী করেছিল গত পাঁচ বছরে তাঁর দেখা আমরা পাইনি । এবারও একজন বহিরাগতকে দল প্রার্থী করেছে, ভোটের পর আগামী পাঁচ বছরে তাঁর দেখাও আমরা পাব না । তবে যাই হোক, দলকে ভালোবাসি৷ দল যাকে প্রার্থী করবে তাঁকেই জেতাবো । তার জন্য যা যা করতে হয় করব ।”

ভাঙড়, 11 মার্চ : দলের সঙ্গে মনোমালিন্য মিটল দক্ষিণ 24 পরগনার তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের ৷ কিন্তু আরাবুল যে আরাবুলেই আছেন, তা তিনি প্রমাণ করতে ছাড়লেন না এদিনও ৷ দলের সঙ্গে মনোমালিন্য মিটে যাওয়ার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে এমন একটি মন্তব্য করে বসলেন, তাতে বিতর্ক অন্যদিকে মোড় নিল ৷ ভাঙড়ের প্রাক্তন বিধায়কের দাবি, “আমরা দলকে ভালোবাসি ৷ দল যদি পাকিস্তান থেকে কাউকে এনে এখানে প্রার্থী করে, তাঁকেও জেতাবো ।’’

এবার ভাঙড় বিধানসভা কেন্দ্রে প্রার্থী হতে চেয়েছিলেন আরাবুল ইসলাম ৷ কিন্তু তৃণমূল কংগ্রেস তাঁর সেই ইচ্ছেতে আমল দেয়নি ৷ বরং ভাঙড়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন চিকিৎসক রেজাউল করিমকে ৷ তাই প্রার্থী ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন আরাবুল ৷ দলকে হুঁশিয়ারি দেন ৷ তাই বুধবার ভাঙড়ে পৌঁছে তৃণমূল প্রার্থী রেজাউল করিম আরাবুলের মান ভাঙাতে তাঁর বাড়িতে যান । সেখানেই দলের অন্যান্য কর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হয় ৷ তার পর প্রচারে নামতে রাজি হন তৃণমূলের এই ‘তাজা নেতা’ ৷

বিস্ফোরক আরাবুল ইসলাম

বৃহস্পতিবার থেকেই দলের প্রচারে অংশ নেন আরাবুল ৷ এদিন ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে দলের কর্মিসভার মঞ্চে আরাবুলকে প্রার্থী রেজাউল করিম ও দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তীর সঙ্গে দেখা যায় ৷ ভাষণ দিতে উঠে মঞ্চ থেকেই ‘পাকিস্তানের প্রার্থী’ সংক্রান্ত বিতর্কিত মন্তব্যটি করে বসেন তিনি ৷

আরও পড়ুন : আক্রান্ত মুখ্যমন্ত্রী, অনুব্রতর নির্দেশে বোলপুরে পথ অবরোধ তৃণমূলের

পাশাপাশি বুঝিয়ে দেন যে প্রচারে নামলেও তাঁর ক্ষোভ কিন্তু এখনও কমেনি ৷ তিনি বলেন, ‘‘এর আগে একজনকে প্রার্থী করেছিল গত পাঁচ বছরে তাঁর দেখা আমরা পাইনি । এবারও একজন বহিরাগতকে দল প্রার্থী করেছে, ভোটের পর আগামী পাঁচ বছরে তাঁর দেখাও আমরা পাব না । তবে যাই হোক, দলকে ভালোবাসি৷ দল যাকে প্রার্থী করবে তাঁকেই জেতাবো । তার জন্য যা যা করতে হয় করব ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.