ভাঙড়, 11 মার্চ : দলের সঙ্গে মনোমালিন্য মিটল দক্ষিণ 24 পরগনার তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের ৷ কিন্তু আরাবুল যে আরাবুলেই আছেন, তা তিনি প্রমাণ করতে ছাড়লেন না এদিনও ৷ দলের সঙ্গে মনোমালিন্য মিটে যাওয়ার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে এমন একটি মন্তব্য করে বসলেন, তাতে বিতর্ক অন্যদিকে মোড় নিল ৷ ভাঙড়ের প্রাক্তন বিধায়কের দাবি, “আমরা দলকে ভালোবাসি ৷ দল যদি পাকিস্তান থেকে কাউকে এনে এখানে প্রার্থী করে, তাঁকেও জেতাবো ।’’
এবার ভাঙড় বিধানসভা কেন্দ্রে প্রার্থী হতে চেয়েছিলেন আরাবুল ইসলাম ৷ কিন্তু তৃণমূল কংগ্রেস তাঁর সেই ইচ্ছেতে আমল দেয়নি ৷ বরং ভাঙড়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন চিকিৎসক রেজাউল করিমকে ৷ তাই প্রার্থী ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন আরাবুল ৷ দলকে হুঁশিয়ারি দেন ৷ তাই বুধবার ভাঙড়ে পৌঁছে তৃণমূল প্রার্থী রেজাউল করিম আরাবুলের মান ভাঙাতে তাঁর বাড়িতে যান । সেখানেই দলের অন্যান্য কর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হয় ৷ তার পর প্রচারে নামতে রাজি হন তৃণমূলের এই ‘তাজা নেতা’ ৷
বৃহস্পতিবার থেকেই দলের প্রচারে অংশ নেন আরাবুল ৷ এদিন ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে দলের কর্মিসভার মঞ্চে আরাবুলকে প্রার্থী রেজাউল করিম ও দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তীর সঙ্গে দেখা যায় ৷ ভাষণ দিতে উঠে মঞ্চ থেকেই ‘পাকিস্তানের প্রার্থী’ সংক্রান্ত বিতর্কিত মন্তব্যটি করে বসেন তিনি ৷
আরও পড়ুন : আক্রান্ত মুখ্যমন্ত্রী, অনুব্রতর নির্দেশে বোলপুরে পথ অবরোধ তৃণমূলের
পাশাপাশি বুঝিয়ে দেন যে প্রচারে নামলেও তাঁর ক্ষোভ কিন্তু এখনও কমেনি ৷ তিনি বলেন, ‘‘এর আগে একজনকে প্রার্থী করেছিল গত পাঁচ বছরে তাঁর দেখা আমরা পাইনি । এবারও একজন বহিরাগতকে দল প্রার্থী করেছে, ভোটের পর আগামী পাঁচ বছরে তাঁর দেখাও আমরা পাব না । তবে যাই হোক, দলকে ভালোবাসি৷ দল যাকে প্রার্থী করবে তাঁকেই জেতাবো । তার জন্য যা যা করতে হয় করব ।”