ফলতা, 6 মার্চ : "ভয়ংকর খেলা শুরু হবে । কমা নয় সেমিকোলন নয়, একেবারে ফুল স্টপ ।" গতকাল প্রার্থী ঘোষণার পর একটি দলীয় সভায় এমনই বললেন ফলতার যুব নেতা জাহাঙ্গির খান । এবার ফলতা বিধানসভার প্রার্থী হচ্ছেন শঙ্কর নস্কর । শঙ্কর নস্কর একজন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী । গত পঞ্চায়েত নির্বাচনে বেলসিংহা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য হন তিনি ।
শঙ্কর নস্করের নাম ঘোষণা হওয়ার পর ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বিধানসভার যুব সভাপতি জাহাঙ্গির খান জানান, শঙ্কর নস্করের প্রার্থী হওয়ায় তিনি খুশি । তিনি কবি কাজি নজরুল ইসলামের কবিতা উদ্ধৃত করে বলেন, বিজেপি সাম্প্রদায়িক দল । এমনকি, ফলতা বিধানসভা এলাকায় বিরোধীদের কোনও কর্মী নেই । তাই একুশের নির্বাচনে লক্ষাধিক ভোটে শঙ্কর নস্করকে জেতাতে হবে ।
আরও পড়ুন, "মহিলারা দিদির সঙ্গে", রবিবার মমতার মহামিছিল শিলিগুড়িতে
পাশাপাশি, গত পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 2019 সালে লোকসভা ভোটে মানুষ উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছে । তাই বিধানসভা নির্বাচনে ফলতার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি ।