ETV Bharat / state

সোনারপুর উত্তর কেন্দ্রে প্রচারে সিপিআইএম ও তৃণমূলের দুই মহিলা প্রার্থীর - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

ভোটপ্রচারে সোনারপুর উত্তরের তৃণমূল ও সিপিআইএমের দুই প্রার্থী ৷ সোনারপুরের বনহুগলিতে প্রচারে নামলেন সিপিআইএম প্রার্থী মোনালিসা সিনহা এবং গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় ভোটপ্রচার করলেন তৃণমূলের প্রার্থী তথা সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগম ৷

west-bengal-assembly-election-2021-cpim-candidate-monalisa-sinha-and-tmc-candidate-firdousi-begam-in-a-election-campaign-in-sonarpur-north-assembly
সোনারপুর উত্তর কেন্দ্রে প্রচারে সিপিআইএম ও তৃণমূলের দুই মহিলা প্রার্থীর
author img

By

Published : Mar 16, 2021, 5:13 PM IST

দক্ষিণ 24 পরগনা, 16 মার্চ : একজন তৃণমূল প্রার্থী ফিরদৌসি বেগম এবং অন্যজন সংযুক্ত মোর্চার সিপিআইএমের জোট প্রার্থী মোনালিসা সিনহা ৷ প্রচারে ঝড় তুললেন সোনারপুর উত্তর বিধানসভার এই দুই প্রার্থী ৷ আজ সকাল থেকে সোনারপুর উত্তর কেন্দ্রে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে নামেলেন তাঁরা ৷ প্রসঙ্গত, সোনারপুর উত্তরে বিজেপি তাদের প্রার্থীর নাম এখনও প্রকাশ করেনি ৷

সোনারপুর উত্তর কেন্দ্রে প্রচারে সিপিআইএম ও তৃণমূলের দুই মহিলা প্রার্থীর

আজ সকাল থেকে বনহুগলির আবাসনগুলিতে ঘুরে ঘুরে প্রচার করেন মোনালিসা সিনহা ৷ মানুষের কাছে একাধিক ইস্যু তুলে ধরছেন তিনি ৷ বাঁশদ্রোণীর মেয়ে মোনালিসা সিনহা দীর্ঘদিন ধরেই সিপিআইএমের মহিলা সংগঠনের সাথে যুক্ত ৷ নারীর অধিকার রক্ষার লড়াইয়ে একাধিকবার ময়দানে নেমেছেন তিনি ৷ সেই লড়াকু মানসিকতাকে হাতিয়ার করেই এবার তাঁকে এই কেন্দ্রে প্রার্থী করেছে বামেরা ৷ পায়ে হেঁটে কার্যত নানা এলাকা চষে বেড়াচ্ছেন মোনালিসা সিনহা ৷ প্রচারে মানুষের কাছে তুলে ধরছেন বিগত 10 বছরে তৃণমূলের শাসনে অনুয়ন্নয়নের কথা ৷ বলছেন, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানো, বেহাল রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থার কথা ৷ এছাড়াও একাধিক স্থানীয় ইস্যু ও কর্মসংস্থানের সমস্যার কথা তুলে ধরে মানুষের কাছে যাচ্ছেন তিনি ৷

west bengal assembly election 2021 cpim candidate monalisa sinha and tmc candidate firdousi begam in a election campaign in sonarpur north assembly
প্রচারে সিপিআইএম প্রার্থী মোনালিসা সিনহা

অন্যদিকে, সোনারপুর উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গত দু’বারের বিধায়ক ফিরদৌসি বেগম এদিন গড়িয়া রেল স্টেশন সংলগ্ন বালিয়া এলাকায় প্রচার চালালেন ৷ একাধিক ছোট ছোট কর্মীসভা করার পাশাপাশি রাস্তায় ঘুরে ঘুরে জনসংযোগ করলেন তিনি ৷ পথ চলতি মানুষ থেকে পথের দু’ধারের বাড়ি ও আবাসনে গিয়ে গিয়ে ভোট চাইলেন তিনি ৷ তবে, ভোট চাইতে গিয়ে একাধিক অভিযোগ শুনতে হয়েছে তাঁকে ৷ সেই অভিযোগগুলি সঙ্গে সঙ্গে লিখেও নিয়েছেন তিনি ৷ যদিও, তাঁর দাবি গত 10 বছরে 9 বছরে সোনারপুর উত্তরে যথেষ্ঠ উন্নয়নের কাজ হয়েছে ৷ এমনকি দ্রুত এই কেন্দ্রের প্রতিটি বাড়িতে পানীয় জলের লাইন পৌঁছে যাবে বলে জানান তিনি ৷

আরও পড়ুন : ভোট চাইতে বিজেপি নেতার বাড়িতে শীতলকুচির তৃণমূল প্রার্থী

তবে, এখানেই বিরোধীদের প্রশ্ন, শেষ 9 বছরে উন্নয়ন হলে পানীয় জলের লাইন কেন সব বাড়িতে পৌঁছায়নি ? কেন রাস্তাঘাটের সমস্যা রয়েছে ৷ এমনকি 10 বছর বিধায়ক থাকার পর ভোটপ্রচারে বেরিয়ে তাঁকে মানুষের সমস্য়ার কথা লিখতে হচ্ছে ৷ এমনই সব অভিযোগে ফিরদৌসি বেগমকে নিশানা করছে বিরোধী শিবির ৷

দক্ষিণ 24 পরগনা, 16 মার্চ : একজন তৃণমূল প্রার্থী ফিরদৌসি বেগম এবং অন্যজন সংযুক্ত মোর্চার সিপিআইএমের জোট প্রার্থী মোনালিসা সিনহা ৷ প্রচারে ঝড় তুললেন সোনারপুর উত্তর বিধানসভার এই দুই প্রার্থী ৷ আজ সকাল থেকে সোনারপুর উত্তর কেন্দ্রে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে নামেলেন তাঁরা ৷ প্রসঙ্গত, সোনারপুর উত্তরে বিজেপি তাদের প্রার্থীর নাম এখনও প্রকাশ করেনি ৷

সোনারপুর উত্তর কেন্দ্রে প্রচারে সিপিআইএম ও তৃণমূলের দুই মহিলা প্রার্থীর

আজ সকাল থেকে বনহুগলির আবাসনগুলিতে ঘুরে ঘুরে প্রচার করেন মোনালিসা সিনহা ৷ মানুষের কাছে একাধিক ইস্যু তুলে ধরছেন তিনি ৷ বাঁশদ্রোণীর মেয়ে মোনালিসা সিনহা দীর্ঘদিন ধরেই সিপিআইএমের মহিলা সংগঠনের সাথে যুক্ত ৷ নারীর অধিকার রক্ষার লড়াইয়ে একাধিকবার ময়দানে নেমেছেন তিনি ৷ সেই লড়াকু মানসিকতাকে হাতিয়ার করেই এবার তাঁকে এই কেন্দ্রে প্রার্থী করেছে বামেরা ৷ পায়ে হেঁটে কার্যত নানা এলাকা চষে বেড়াচ্ছেন মোনালিসা সিনহা ৷ প্রচারে মানুষের কাছে তুলে ধরছেন বিগত 10 বছরে তৃণমূলের শাসনে অনুয়ন্নয়নের কথা ৷ বলছেন, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানো, বেহাল রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থার কথা ৷ এছাড়াও একাধিক স্থানীয় ইস্যু ও কর্মসংস্থানের সমস্যার কথা তুলে ধরে মানুষের কাছে যাচ্ছেন তিনি ৷

west bengal assembly election 2021 cpim candidate monalisa sinha and tmc candidate firdousi begam in a election campaign in sonarpur north assembly
প্রচারে সিপিআইএম প্রার্থী মোনালিসা সিনহা

অন্যদিকে, সোনারপুর উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গত দু’বারের বিধায়ক ফিরদৌসি বেগম এদিন গড়িয়া রেল স্টেশন সংলগ্ন বালিয়া এলাকায় প্রচার চালালেন ৷ একাধিক ছোট ছোট কর্মীসভা করার পাশাপাশি রাস্তায় ঘুরে ঘুরে জনসংযোগ করলেন তিনি ৷ পথ চলতি মানুষ থেকে পথের দু’ধারের বাড়ি ও আবাসনে গিয়ে গিয়ে ভোট চাইলেন তিনি ৷ তবে, ভোট চাইতে গিয়ে একাধিক অভিযোগ শুনতে হয়েছে তাঁকে ৷ সেই অভিযোগগুলি সঙ্গে সঙ্গে লিখেও নিয়েছেন তিনি ৷ যদিও, তাঁর দাবি গত 10 বছরে 9 বছরে সোনারপুর উত্তরে যথেষ্ঠ উন্নয়নের কাজ হয়েছে ৷ এমনকি দ্রুত এই কেন্দ্রের প্রতিটি বাড়িতে পানীয় জলের লাইন পৌঁছে যাবে বলে জানান তিনি ৷

আরও পড়ুন : ভোট চাইতে বিজেপি নেতার বাড়িতে শীতলকুচির তৃণমূল প্রার্থী

তবে, এখানেই বিরোধীদের প্রশ্ন, শেষ 9 বছরে উন্নয়ন হলে পানীয় জলের লাইন কেন সব বাড়িতে পৌঁছায়নি ? কেন রাস্তাঘাটের সমস্যা রয়েছে ৷ এমনকি 10 বছর বিধায়ক থাকার পর ভোটপ্রচারে বেরিয়ে তাঁকে মানুষের সমস্য়ার কথা লিখতে হচ্ছে ৷ এমনই সব অভিযোগে ফিরদৌসি বেগমকে নিশানা করছে বিরোধী শিবির ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.