বজবজ, 6 এপ্রিল : মঙ্গলবার বজবজে বিজেপির উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ এদিন বজবজের প্রার্থীর সমর্থনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ তিনি ঘটনার তীব্র নিন্দা করেন ৷ দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ব্যবস্থার কথাও জানান ৷ বিজেপির তরফে পুলিশকে অভিযোগ জানানো হয়েছে বলে জানানো হয় ৷
এদিন ১০ বিঘা মাঠে বিজেপি একটি জনসভার আয়োজন করে ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও । এই সভাস্থলেই আসার সময় প্রার্থী-সহ বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত গুন্ডাবাহিনীর বিরুদ্ধে ৷ অভিযোগ, দুষ্কৃতীরা বিজেপি কর্মীর-সমর্থকদের উপর আক্রমণ চালায় । ঘটনায় বিজেপির বেশ কিছু কর্মী-সমর্থক জখম হয়েছেন ৷ তাঁদের মধ্যে অনেককেই বজবজ পুর-হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য । শুধু কর্মীদের উপর হামলাই নয়, তাঁদের বেশকিছু গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ বিজেপির ৷ তাঁরা জানান, অ্যাপের মাধ্যমে পুলিশকে অভিযোগ জানানো হয়েছে ৷
ক্ষোভ প্রকাশ করেছেন স্মৃতি ইরানি ৷ ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান ৷ তিনি বলেন, "তৃণমূলের গুন্ডারা আমাদের কর্মীদের মাথা ফাটিয়ে দিয়েছে ৷ পুলিশ সেখানে দাঁড়িয়েছিল তবু তৃণমূলের লোকজন মারপিট করেছে ৷ আমি সেইসব গুন্ডাদের বচন দিচ্ছি যে বাংলা বিজেপি সরকার গঠন করা হবে ৷ তারপর প্রতিটা গুন্ডাকে জেলে পোরা হবে ৷"
প্রার্থী তরুণ আদক জানান, তাঁদের 10-15টি গাড়ি এদিন ভাঙচুর করেছে তৃণমূলের গুন্ডারা ৷