ETV Bharat / state

প্রার্থী তালিকায় নাম নেই, দল নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন আরাবুল - west bengal assembly election ২০২১

আরাবুল ইসলামের সমর্থকদের দাবি, তাঁরা বহিরাগত প্রার্থীকে মেনে নেবেন না । প্রয়োজনে আরাবুল ইসলাম নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ান ।

তৃণমূল কংগ্রেস নিয়ে সিদ্ধান্ত নেবেন আরাবুল ইসলাম
তৃণমূল কংগ্রেস নিয়ে সিদ্ধান্ত নেবেন আরাবুল ইসলাম
author img

By

Published : Mar 6, 2021, 1:24 PM IST

ভাঙড়, 6 মার্চ : বহিরাগত প্রার্থী তত্ত্বে আরাবুল ইসলামের সমর্থকদের বিক্ষোভ প্রদর্শন । ভাঙড় পঞ্চায়েত সমিতিতে গিয়েছিলেন তৃণমূল নেতা । সেখানে তাঁর অনুগামীরা বিক্ষোভ প্রদর্শন করেন । পরে কলকাতার উদ্দেশে রওনা দেন আরাবুল । যদিও দল ছাড়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করে কিছু বলেননি ।

কালীঘাট থেকে গতকাল পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এবারের বিধানসভা ভোটে শাসকদলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন অনেকে । জনপ্রিয় নেতাদের পরিবর্তে বহু অচেনা মুখ দেখা গিয়েছে তৃণমূলের প্রার্থী তালিকায় । এদিকে বিধানসভা ভোটের টিকিট না পাওয়ায় অনেকেই ক্ষুব্ধ । প্রকাশ্যে ক্ষোভের কথা প্রকাশ করেছেন তাঁরা । সেই তালিকায় এবার আরাবুল ইসলাম । এবারের ভোটে টিকিট না পেয়ে যথারীতি ক্ষুব্ধ তৃণমূল নেতা । আজ ভাঙড় পঞ্চায়েত সমিতিতে যান তিনি । সেখান থেকে কলকাতার উদ্দেশে যাওয়ার আগে বলেন, "আমার যা বলার কলকাতা থেকে ফিরে বলব ।" মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ডেকেছেন কিনা প্রশ্ন করা হলে তাঁর উত্তর, "আমাকে সেই সুযোগ দেওয়া হয়নি । আমি নিজের কাজে কলকাতা যাচ্ছি । কাজ সেরে ভাঙড়ে ফিরে যা বলার বলব ।" প্রার্থী তালিকায় নিজের নাম দেখে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন আরাবুল । লেখেন, "দলের আজকে আমার প্রয়োজন ফুরালো ।"

আরাবুলের ফেসবুক পোস্ট
আরাবুলের ফেসবুক পোস্ট

আরও পড়ুন : প্রার্থী হতে না পেরে কেঁদে ফেললেন আরাবুল ইসলাম

এদিকে আরাবুল আজ ভাঙড় পঞ্চায়েত সমিতিতে পৌঁছানোর পর তাঁর সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন । দলীয় কর্মীদের চাপে ব্লক তৃণমূল নেতৃত্ব ভাঙড় বিজয়গঞ্জ বাজারে একটি বৈঠক করেন । ওই বৈঠক থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেন আরাবুল । স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ "বহিরাগত প্রার্থী" তত্ত্ব তুলে আরাবুলের সমর্থনে স্লোগান দিতে থাকেন । তৃণমূলে থাকছেন কিনা তা স্পষ্ট করেননি আরাবুল । তবে তাঁর সমর্থকরা চাইছেন, নির্দল প্রার্থী হিসেবে এবারের বিধানসভা নির্বাচনে তিনি দাঁড়ান ।

আরাবুলের সমর্থকদের বিক্ষোভ প্রদর্শন

ভাঙড়, 6 মার্চ : বহিরাগত প্রার্থী তত্ত্বে আরাবুল ইসলামের সমর্থকদের বিক্ষোভ প্রদর্শন । ভাঙড় পঞ্চায়েত সমিতিতে গিয়েছিলেন তৃণমূল নেতা । সেখানে তাঁর অনুগামীরা বিক্ষোভ প্রদর্শন করেন । পরে কলকাতার উদ্দেশে রওনা দেন আরাবুল । যদিও দল ছাড়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করে কিছু বলেননি ।

কালীঘাট থেকে গতকাল পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এবারের বিধানসভা ভোটে শাসকদলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন অনেকে । জনপ্রিয় নেতাদের পরিবর্তে বহু অচেনা মুখ দেখা গিয়েছে তৃণমূলের প্রার্থী তালিকায় । এদিকে বিধানসভা ভোটের টিকিট না পাওয়ায় অনেকেই ক্ষুব্ধ । প্রকাশ্যে ক্ষোভের কথা প্রকাশ করেছেন তাঁরা । সেই তালিকায় এবার আরাবুল ইসলাম । এবারের ভোটে টিকিট না পেয়ে যথারীতি ক্ষুব্ধ তৃণমূল নেতা । আজ ভাঙড় পঞ্চায়েত সমিতিতে যান তিনি । সেখান থেকে কলকাতার উদ্দেশে যাওয়ার আগে বলেন, "আমার যা বলার কলকাতা থেকে ফিরে বলব ।" মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ডেকেছেন কিনা প্রশ্ন করা হলে তাঁর উত্তর, "আমাকে সেই সুযোগ দেওয়া হয়নি । আমি নিজের কাজে কলকাতা যাচ্ছি । কাজ সেরে ভাঙড়ে ফিরে যা বলার বলব ।" প্রার্থী তালিকায় নিজের নাম দেখে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন আরাবুল । লেখেন, "দলের আজকে আমার প্রয়োজন ফুরালো ।"

আরাবুলের ফেসবুক পোস্ট
আরাবুলের ফেসবুক পোস্ট

আরও পড়ুন : প্রার্থী হতে না পেরে কেঁদে ফেললেন আরাবুল ইসলাম

এদিকে আরাবুল আজ ভাঙড় পঞ্চায়েত সমিতিতে পৌঁছানোর পর তাঁর সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন । দলীয় কর্মীদের চাপে ব্লক তৃণমূল নেতৃত্ব ভাঙড় বিজয়গঞ্জ বাজারে একটি বৈঠক করেন । ওই বৈঠক থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেন আরাবুল । স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ "বহিরাগত প্রার্থী" তত্ত্ব তুলে আরাবুলের সমর্থনে স্লোগান দিতে থাকেন । তৃণমূলে থাকছেন কিনা তা স্পষ্ট করেননি আরাবুল । তবে তাঁর সমর্থকরা চাইছেন, নির্দল প্রার্থী হিসেবে এবারের বিধানসভা নির্বাচনে তিনি দাঁড়ান ।

আরাবুলের সমর্থকদের বিক্ষোভ প্রদর্শন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.