ETV Bharat / state

শেষবেলার প্রচারে লাভলীকে চ্যালেঞ্জ অঞ্জনার - anjana basu challenges lovely maitra

প্রতিদ্বন্দ্বী লাভলী মৈত্রকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন অঞ্জনা বসু ৷ সোনারপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী লাভলী অভিযোগ করেছিলেন, সোনারপুরের মানুষ অঞ্জনাকে চান না ৷ তাঁকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান সোনারপুরবাসী ৷ তা শুনে লাভলীকে পাল্টা দিলেন অঞ্জনা ৷ একটু সময় করে লাভলী যদি তাঁর সঙ্গে বেরােন তাহলেই বুঝে যাবেন সোনারপুরবাসী কাকে চাইছেন আর কাকে চাইছেন না ।

সোনারপুরে অঞ্জনার প্রচার ৷
সোনারপুরে অঞ্জনার প্রচার ৷
author img

By

Published : Apr 8, 2021, 7:58 PM IST

Updated : Apr 8, 2021, 11:03 PM IST

সোনারপুর, 8 এপ্রিল: মানুষ নাকি তাঁকে চাইছেন না ৷ তাঁকে নাকি কালো পতাকা দেখানো হয়েছে ৷ এমন শুনে সরাসরি তাঁর সঙ্গে প্রচারে বেরতে বললেন বিরোধী প্রার্থীকে ৷ বৃহস্পতিবার সোনারপুরে শেষ মুহূর্তের ব্যস্ত প্রচারে এভাবেই লাভলী মৈত্রকে চ্যালেঞ্জ জানালেন অঞ্জনা বসু ৷ সোনারপুর দক্ষিণে তাঁর প্রতিপক্ষ লাভলী বলেছেন, অঞ্জনাকে মানুষ চাইছেন না ৷ তাঁকে কালো পতাকা দেখানো হয়েছে ৷ এই কথা শুনে লাভলীকে তাঁর সঙ্গে শেষবেলার প্রচারে আহ্বান জানিয়েছেন অঞ্জনা ৷ এদিন অঞ্জনার সমর্থনে তাঁর সঙ্গেই প্রচার করেন অভিনেতা এবং খড়্গপুর সদরের তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ও ৷

চতুর্থ দফার নির্বাচন শনিবার । গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনীতির উত্তাপ ৷ আগামী 10 এপ্রিল রাজ্যে নির্বাচনের অন্যতম কেন্দ্র হল সোনারপুর দক্ষিণ ৷ এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেত্রী অঞ্জনা বসু এবং তাঁর বিপরীতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আরেক অভিনেত্রী লাভলী মৈত্র । দীর্ঘদিন বিজেপি করছেন অঞ্জনা । তবে ভোট ময়দানে এই প্রথমবার প্রার্থী হিসাবে দাঁড়ালেন তিনি । ছোট পর্দা ও বড় পর্দা দু'জায়গায় সমান জনপ্রিয় তিনি । শেষ দিনে প্রচারে কোনও খামতি রাখতে চাইলেন না অঞ্জনা । শেষ মুহূর্তের ফাইনাল টাচে ননস্টপ প্রচার করেছেন তিনি ।

অঞ্জনা বসুর সমর্থনে নির্বাচনী প্রচারে হিরণ চট্টোপাধ্যায়

বৃহস্পতিবার সোনারপুরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে রোড শো করে প্রচার করেছেন অঞ্জনা ৷ আজ তাঁর হয়ে প্রচারে নেমেছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ও । হিরণ স্পষ্ট জানালেন, ইভিএমে এক নম্বরে আছেন অঞ্জনা ৷ নির্বাচনের ফলাফলেও এক নম্বরেই থাকবেন দিদি ৷

তবে বির্তক অন্য জায়গায় ৷ সোনারপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী লাভলী অভিযোগ করেছিলেন, সোনারপুরের মানুষ অঞ্জনাকে চান না ৷ তাঁকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান সোনারপুরবাসী ৷ তা শুনে লাভলীকে পাল্টা দিলেন অঞ্জনা ৷ একটু সময় করে লাভলী যদি তাঁর সঙ্গে বেরােন তাহলেই বুঝে যাবেন সোনারপুরবাসী কাকে চাইছেন আর কাকে চাইছেন না ।

বরাবরই অঞ্জনাকে সিরিয়ালে দেখা গিয়েছে কড়া শাশুড়ি ভূমিকায় ৷ নিজের রাজনৈতিক ক্যারিয়ার নিয়েও বেশ কড়া অঞ্জনা ৷ জানালেন, জিতলে ব্যস্ততা আরও বাড়বে ৷ বিশ্রাম নেওয়ার কোনও সময়ই থাকবে না ৷ জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী তিনি ৷ শেষদিনের প্রচারে খুবই এক্সাইটেড ছিলেন অঞ্জনা।

সোনারপুর, 8 এপ্রিল: মানুষ নাকি তাঁকে চাইছেন না ৷ তাঁকে নাকি কালো পতাকা দেখানো হয়েছে ৷ এমন শুনে সরাসরি তাঁর সঙ্গে প্রচারে বেরতে বললেন বিরোধী প্রার্থীকে ৷ বৃহস্পতিবার সোনারপুরে শেষ মুহূর্তের ব্যস্ত প্রচারে এভাবেই লাভলী মৈত্রকে চ্যালেঞ্জ জানালেন অঞ্জনা বসু ৷ সোনারপুর দক্ষিণে তাঁর প্রতিপক্ষ লাভলী বলেছেন, অঞ্জনাকে মানুষ চাইছেন না ৷ তাঁকে কালো পতাকা দেখানো হয়েছে ৷ এই কথা শুনে লাভলীকে তাঁর সঙ্গে শেষবেলার প্রচারে আহ্বান জানিয়েছেন অঞ্জনা ৷ এদিন অঞ্জনার সমর্থনে তাঁর সঙ্গেই প্রচার করেন অভিনেতা এবং খড়্গপুর সদরের তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ও ৷

চতুর্থ দফার নির্বাচন শনিবার । গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনীতির উত্তাপ ৷ আগামী 10 এপ্রিল রাজ্যে নির্বাচনের অন্যতম কেন্দ্র হল সোনারপুর দক্ষিণ ৷ এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেত্রী অঞ্জনা বসু এবং তাঁর বিপরীতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আরেক অভিনেত্রী লাভলী মৈত্র । দীর্ঘদিন বিজেপি করছেন অঞ্জনা । তবে ভোট ময়দানে এই প্রথমবার প্রার্থী হিসাবে দাঁড়ালেন তিনি । ছোট পর্দা ও বড় পর্দা দু'জায়গায় সমান জনপ্রিয় তিনি । শেষ দিনে প্রচারে কোনও খামতি রাখতে চাইলেন না অঞ্জনা । শেষ মুহূর্তের ফাইনাল টাচে ননস্টপ প্রচার করেছেন তিনি ।

অঞ্জনা বসুর সমর্থনে নির্বাচনী প্রচারে হিরণ চট্টোপাধ্যায়

বৃহস্পতিবার সোনারপুরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে রোড শো করে প্রচার করেছেন অঞ্জনা ৷ আজ তাঁর হয়ে প্রচারে নেমেছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ও । হিরণ স্পষ্ট জানালেন, ইভিএমে এক নম্বরে আছেন অঞ্জনা ৷ নির্বাচনের ফলাফলেও এক নম্বরেই থাকবেন দিদি ৷

তবে বির্তক অন্য জায়গায় ৷ সোনারপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী লাভলী অভিযোগ করেছিলেন, সোনারপুরের মানুষ অঞ্জনাকে চান না ৷ তাঁকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান সোনারপুরবাসী ৷ তা শুনে লাভলীকে পাল্টা দিলেন অঞ্জনা ৷ একটু সময় করে লাভলী যদি তাঁর সঙ্গে বেরােন তাহলেই বুঝে যাবেন সোনারপুরবাসী কাকে চাইছেন আর কাকে চাইছেন না ।

বরাবরই অঞ্জনাকে সিরিয়ালে দেখা গিয়েছে কড়া শাশুড়ি ভূমিকায় ৷ নিজের রাজনৈতিক ক্যারিয়ার নিয়েও বেশ কড়া অঞ্জনা ৷ জানালেন, জিতলে ব্যস্ততা আরও বাড়বে ৷ বিশ্রাম নেওয়ার কোনও সময়ই থাকবে না ৷ জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী তিনি ৷ শেষদিনের প্রচারে খুবই এক্সাইটেড ছিলেন অঞ্জনা।

Last Updated : Apr 8, 2021, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.