কাকদ্বীপ, 17 ফেব্রুয়ারি: অমিত শাহের সভার আগেই বিজেপির ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা কাকদ্বীপের ভূতোমোল্লারপোলে । কলকাতা থেকে গাড়িতে করে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে আসার পথে দুষ্কৃতীদের হামলার মুখে পড়ে গাড়ি ও গাড়ির চালক । দুষ্কৃতীরা বিজেপির ও অমিত শাহ-র পোস্টার, ফেস্টুন ছিঁড়ে দেয় বলে অভিযোগ । এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি ।
বৃহস্পতিবার নামখানার ইন্দিরা ময়দানে সভা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র । বুধবার দুপুরে কলকাতা থেকে বিজেপির ফেস্টুন ভরতি একটি গাড়ি নামখানার উদ্দেশে রওনা দেয় । আচমকা কাকদ্বীপের ভুতোমল্লারপোলের কাছে বেশ কয়েকজন দুষ্কৃতী পথ আটকায় গাড়ির । এরপর গাড়ি থেকে চালককে নামিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গাড়িতে থাকা পোস্টার, ফেস্টুন, ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ । এমনকী চালককে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় । এই ঘটনায় তৃণমূল যুক্ত রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি ।
আরও খবর: অমিতাক্ষর স্বরে উত্তরের জানালা দিয়ে গেরুয়া বাতাস আসবে তো...
মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দীপঙ্কর জানা বলেন, "ওরা (তৃণমূল) বুঝে গিয়েছে দেওয়ালে পিঠ ঠেকে গেছে । মানুষ আর ওদেরকে পাত্তা দিচ্ছে না । তাই তৃণমূলের দুস্কৃতীরা স্বরাষ্ট্রমন্ত্রীর সভা বানচাল করতে হামলা চালাচ্ছে । কিন্তু এসব করে লাভ নেই । লক্ষাধিক মানুষের উপস্তিতিতেই সভা করবেন অমিত শাহ ।"
তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করেছেন কাকদ্বীপ বিধানসভার তৃণমূল কমিটির সম্পাদক দেবব্রত মাইতি । তিনি বলেন, "এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই । মিথ্যে প্রচার ও কুৎসা করে প্রচারে আসার চেষ্টা করছে বিজেপি । মানুষ সব জানেন । ইভিএম-এ জবাব দেবেন । "