কাকদ্বীপ, 26 মে : কয়লা পাচারকাণ্ডের তদন্তে শুক্রবার ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে ডেকে পাঠিয়েছে সিবিআই (CBI summons MLA Saokat Molla in Coal Scam) ৷ শুক্রবার সকাল 11টার মধ্যে শওকতকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ৷ বৃহস্পতিবার এই প্রসঙ্গে অভিযুক্ত তৃণমূল বিধায়ককে বিঁধলেন বিজেপি'র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ এদিন তিনি বলেন, "শুধু শওকত মোল্লা নয়, কয়লা পাচার কাণ্ডে আরও অনেকের নাম জড়াবে । সবাই জানে কয়লা পাচারের টাকার ভাগ কারা পেয়েছে, কারা এর সঙ্গে জড়িত ৷ চোর চুরি করলে সিবিআই তো ডাকবেই ৷"
আরও পড়ুন : কয়লা পাচার কাণ্ডে এবার শওকত মোল্লাকে তলব সিবিআইয়ের
কয়লা পাচারকাণ্ডের তদন্তে বুধবারই শওকত মোল্লাকে নোটিস পাঠিয়েছে সিবিআই । শুক্রবার পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড নিয়ে তাকে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ৷ সিবিআই সূত্রে খবর, তাকে ব্যাঙ্ক লেনদেনের নথিপত্রও নিয়ে যেতে বলা হয়েছে । তার নামে যদি কোনও ব্যবসা বা সংস্থা থাকে, তা হলে সেই সংক্রান্ত সমস্ত নথিও নিয়ে যেতে বলা হয়েছে শওকত মোল্লাকে । এবিষয়ে যা বলার তিনি পরে বলবেন বলে জানিয়েছেন শওকত ৷
সম্প্রতি তৃণমূলের বেশ কয়েকজন নেতা-মন্ত্রীকে একাধিক মামলায় তলব করেছে সিবিআই । রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এসএসসি-দুর্নীতি মামলায় তলব করে জেরা করেছে সিবিআই ৷ এসএসসি নিয়োগে দুর্নীতি সিবিআই'য়ের জেরার মুখে পড়তে হয়েছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকেও । পাশাপাশি, গরু পাচার এবং ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও জেরা করেছে সিবিআই । এবার কয়লা পাচার মামলায় সিবিআই তলব করল শওকত মোল্লাকে।