ETV Bharat / state

গরমে নাজেহাল অঞ্জনা, প্রতিদ্বন্দ্বীকে দুদিনের বিশ্রামের পরামর্শ - Anjana Basu

এদিন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কালিকাপুর অঞ্চলে প্রচারে বেরিয়েছিলেন বিজেপির তারকা প্রার্থী অঞ্জনা বসু ৷ গরমে খাওয়া থেকে শুরু করে চুলের স্টাইল সবই যে ঘেঁটে ঘ, তা নিজের মুখেই স্বীকার করলেন ৷

bjp-candidate-anjana-basu-in-discomfort-in-the-heat-out-in-election-campaign
bjp-candidate-anjana-basu-in-discomfort-in-the-heat-out-in-election-campaign
author img

By

Published : Mar 23, 2021, 4:24 PM IST

সোনারপুর, 23 মার্চ: প্রচারে বেরিয়ে গরমে নাজেহাল সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অঞ্জনা বসু ৷ তবে এখন পিছিয়ে আসার যে উপায় নেই, তা নিজেই কবুল করলেন ৷

এদিন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কালিকাপুর অঞ্চলে প্রচারে বেরিয়েছিলেন বিজেপির তারকা প্রার্থী অঞ্জনা বসু ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, ‘‘মানুষের কাছে পৌঁছানোটা জরুরি ৷ গরমে কষ্ট হলেও এখন নিজের কথা ভাবার সময় নেই ৷’’

শুনুন কী বললেন অঞ্জনা বসু...

আরও পড়ুন: অঞ্জনা বসুকে প্রার্থী করায় সোনারপুর দক্ষিণে বিজেপি কর্মীদের বিক্ষোভ

অঞ্জনা জানালেন, প্রার্থী হওয়ার আগে প্রচার নিয়ে নানা পরিকল্পনা ছিল ৷ সারাদিনের খাবারের মেনুও ঠিক করেছিলেন ৷ কিন্তু বাস্তব পরিস্থিতি বদলে গিয়েছে ৷ অঞ্জনার কথায়, ‘‘প্রচারে বেরিয়ে কোনওদিন সাত-আট ঘণ্টা কেটে যাওয়ার পরে খাওয়ার সুযোগ পাচ্ছি, কোনওদিন খাওয়ারই সুযোগ পাচ্ছি না ৷ এতটাই ব্যস্ততা যে রোদে বের হওয়ার আগে সানস্ক্রিনটুকুও লাগাতে ভুলে যাচ্ছি ৷ চুল বিভিন্ন স্টাইলে বাঁধার পরিকল্পনা ছিল, তাও হচ্ছে না ৷ উলটে ঘেমে নেয়ে একাকার হয়ে যাচ্ছি ৷’’

ভরা রোদের গরমে প্রচার করতে গিয়ে প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী অরুন্ধতি (লাভলি) মৈত্র অসুস্থ হয়ে পড়েছিলেন ৷ প্রতিদ্বন্দ্বীকে নিয়ে উদ্বিগ্ন অঞ্জনা বললেন, ‘‘লাভলি সাবধানতা অবলম্বন করুক ৷ প্রয়োজনে দু-দিন বিশ্রাম নিক ৷’’

সোনারপুর, 23 মার্চ: প্রচারে বেরিয়ে গরমে নাজেহাল সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অঞ্জনা বসু ৷ তবে এখন পিছিয়ে আসার যে উপায় নেই, তা নিজেই কবুল করলেন ৷

এদিন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কালিকাপুর অঞ্চলে প্রচারে বেরিয়েছিলেন বিজেপির তারকা প্রার্থী অঞ্জনা বসু ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, ‘‘মানুষের কাছে পৌঁছানোটা জরুরি ৷ গরমে কষ্ট হলেও এখন নিজের কথা ভাবার সময় নেই ৷’’

শুনুন কী বললেন অঞ্জনা বসু...

আরও পড়ুন: অঞ্জনা বসুকে প্রার্থী করায় সোনারপুর দক্ষিণে বিজেপি কর্মীদের বিক্ষোভ

অঞ্জনা জানালেন, প্রার্থী হওয়ার আগে প্রচার নিয়ে নানা পরিকল্পনা ছিল ৷ সারাদিনের খাবারের মেনুও ঠিক করেছিলেন ৷ কিন্তু বাস্তব পরিস্থিতি বদলে গিয়েছে ৷ অঞ্জনার কথায়, ‘‘প্রচারে বেরিয়ে কোনওদিন সাত-আট ঘণ্টা কেটে যাওয়ার পরে খাওয়ার সুযোগ পাচ্ছি, কোনওদিন খাওয়ারই সুযোগ পাচ্ছি না ৷ এতটাই ব্যস্ততা যে রোদে বের হওয়ার আগে সানস্ক্রিনটুকুও লাগাতে ভুলে যাচ্ছি ৷ চুল বিভিন্ন স্টাইলে বাঁধার পরিকল্পনা ছিল, তাও হচ্ছে না ৷ উলটে ঘেমে নেয়ে একাকার হয়ে যাচ্ছি ৷’’

ভরা রোদের গরমে প্রচার করতে গিয়ে প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী অরুন্ধতি (লাভলি) মৈত্র অসুস্থ হয়ে পড়েছিলেন ৷ প্রতিদ্বন্দ্বীকে নিয়ে উদ্বিগ্ন অঞ্জনা বললেন, ‘‘লাভলি সাবধানতা অবলম্বন করুক ৷ প্রয়োজনে দু-দিন বিশ্রাম নিক ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.