ETV Bharat / state

নিম্নচাপের জেরে উপকূলবর্তী এলাকায় জারি সতর্ক বার্তা - Alipur abhawa daftar

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা ইতিমধ্যেই বেশ সক্রিয় হয়ে গিয়েছে। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন উপকূলবর্তী এলাকায় মাইকিং এর মাধ্যমে সতর্ক বার্তা জারি করা হয়েছে। এলাকাগুলির মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ যে মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছে তাদের বন্দরে ফেরার জন্য অনুরোধ করা হয়েছে ৷ যে সকল মাটির বাড়ি রয়েছে সেই মাটির বাড়ি থেকে মানুষ-জনকে নিরাপদে থাকতে ও কোনও অসুবিধা হলে স্থানীয় ফ্লাড সেন্টারে আশ্রয় নিতে বলা হয়েছে ৷

দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায় জারি সতর্ক বার্তা
দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায় জারি সতর্ক বার্তা
author img

By

Published : Jul 28, 2021, 9:40 PM IST

নামখানা, 28 জুলাই : উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে চলছে বৃষ্টি । কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাতভর চলছে বৃষ্টি। বুধবার সকালে আকাশ মেঘলা রয়েছে। সকাল থেকে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন উপকূলবর্তী এলাকায় হালকা থেকে অতি ভারী বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট চলছে। রাজ্যে অতি ভারী বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে হাওয়া অফিস।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা ইতিমধ্যেই বেশ সক্রিয় হয়ে গিয়েছে। খুব শীঘ্রই তা অতি সক্রিয় হয়ে উঠবে। বাংলাদেশ হয়ে তা রাজ্যে ঢোকার কথা রয়েছে।

দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে সতর্ক বার্তা। ইতিমধ্যেই নদীগুলিতে জল স্তর বৃদ্ধি পেয়েছে। উপকূলবর্তী এলাকা গুলির মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

আরও পড়ুন : Cloudburst : জম্মু-কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে মৃত বেড়ে 6, হিমাচলে নিখোঁজ 9

আজ সকাল থেকেই দক্ষিণ 24 পরগনা বিভিন্ন উপকূলবর্তী এলাকায় মাইকিং এর মাধ্যমে সতর্ক বার্তা জারি করা হচ্ছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে। দক্ষিণ 24 পরগনা মৌসুনি দ্বীপ, সাগরদ্বীপ, বকখালি, নামখানা, সাগর, গোসাবা ক্যানিং ,ডায়মন্ড হারবার সহ বিভিন্ন উপকূলবর্তী এলাকায় মানুষজনকে সতর্ক করছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে।

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র এই সময় গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে বিপদের সম্মুখীন হতে পারে মৎস্যজীবীরা ৷ এমনটা আশঙ্কা করে মাইকিং এর মাধ্যমে উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি গভীর সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দপ্তর।

আরও পড়ুন : নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

ইতিমধ্যে যে সকল মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছে তাদের বন্দরে ফেরার জন্য অনুরোধ করা হয়েছে মৎস্য দপ্তরের পক্ষ থেকে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে যে সকল মাটির বাড়ি রয়েছে সেই মাটির বাড়ি থেকে মানুষ-জনকে নিরাপদে থাকার অনুরোধ জানিয়েছে ৷ পাশাপাশি কোনও রকম অসুবিধা হলে স্থানীয় ফ্লাড সেন্টারগুলিতে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ব্লক প্রশাসন ৷

নামখানা, 28 জুলাই : উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে চলছে বৃষ্টি । কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাতভর চলছে বৃষ্টি। বুধবার সকালে আকাশ মেঘলা রয়েছে। সকাল থেকে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন উপকূলবর্তী এলাকায় হালকা থেকে অতি ভারী বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট চলছে। রাজ্যে অতি ভারী বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে হাওয়া অফিস।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা ইতিমধ্যেই বেশ সক্রিয় হয়ে গিয়েছে। খুব শীঘ্রই তা অতি সক্রিয় হয়ে উঠবে। বাংলাদেশ হয়ে তা রাজ্যে ঢোকার কথা রয়েছে।

দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে সতর্ক বার্তা। ইতিমধ্যেই নদীগুলিতে জল স্তর বৃদ্ধি পেয়েছে। উপকূলবর্তী এলাকা গুলির মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

আরও পড়ুন : Cloudburst : জম্মু-কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে মৃত বেড়ে 6, হিমাচলে নিখোঁজ 9

আজ সকাল থেকেই দক্ষিণ 24 পরগনা বিভিন্ন উপকূলবর্তী এলাকায় মাইকিং এর মাধ্যমে সতর্ক বার্তা জারি করা হচ্ছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে। দক্ষিণ 24 পরগনা মৌসুনি দ্বীপ, সাগরদ্বীপ, বকখালি, নামখানা, সাগর, গোসাবা ক্যানিং ,ডায়মন্ড হারবার সহ বিভিন্ন উপকূলবর্তী এলাকায় মানুষজনকে সতর্ক করছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে।

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র এই সময় গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে বিপদের সম্মুখীন হতে পারে মৎস্যজীবীরা ৷ এমনটা আশঙ্কা করে মাইকিং এর মাধ্যমে উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি গভীর সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দপ্তর।

আরও পড়ুন : নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

ইতিমধ্যে যে সকল মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছে তাদের বন্দরে ফেরার জন্য অনুরোধ করা হয়েছে মৎস্য দপ্তরের পক্ষ থেকে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে যে সকল মাটির বাড়ি রয়েছে সেই মাটির বাড়ি থেকে মানুষ-জনকে নিরাপদে থাকার অনুরোধ জানিয়েছে ৷ পাশাপাশি কোনও রকম অসুবিধা হলে স্থানীয় ফ্লাড সেন্টারগুলিতে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ব্লক প্রশাসন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.