কাকদ্বীপ, 26 জুলাই: এক গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে যুবকের। এই অভিযোগে সারারাত দু'জনকেই হাতে-পায়ে দড়ি বেঁধে রেখে দিল গ্রামবাসীরা । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত নারায়ণপুর গ্রামে। সকাল হতেই তাঁদের তুলে দেওয়া হল পুলিশের হাতে ৷ গ্রামবাসীদের অভিযোগ, দু'জনে অনেক বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছে ৷ বহু চেষ্টা করেও দু'জনকে হাতেনাতে ধরতে পারা যাচ্ছিল না কিছুতেই । তবে মঙ্গলবার রাতে সুযোগ আসে ৷ গ্রামবাসীরা দু'জনকে হাতেনাতে ধরে ফেলে । এরপর তাদের সারারাত বেঁধে রাখা হয় ৷ সকালে খবর দেওয়া হয় পুলিশে ৷ ঘটনাস্থলে পুলিশ এসে দু'জনকেই উদ্ধার করে নিয়ে যায়।
সূত্রের খবর, যুবকের নাম বিশ্বজিৎ বিশ্বাস ৷ তিনি পেশায় টোটো চালক ৷ গৃহবধূর নাম বিশাখা সরকার ৷ এলাকাবাসীর দাবি, প্রায় ছ'বছর ধরে তাঁরা বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছে। বিশাখার বাড়িতে বিশ্বজিতের যাওয়া-আসা লেগেই ছিল। গ্রামবাসীরা এই দু'জনের বিবাহ বহির্ভূত সম্পর্কে কথা জানতে পারলেও কিছুতেই হাতেনাতে ধরতে পারছিল না । মঙ্গলবার রাতে বিশ্বজিৎ যখন ফের বিশাখার বাড়িতে যায়, সে সময় গ্রামবাসীরা দু'জনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে বলে জানা গিয়েছে। এরপর গ্রামবাসীরা দু'জনকে হাতে পায়ে দড়ি বেঁধে সারারাত বাড়ির উঠোনে বেঁধে রাখে । এরপর খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায় ৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ।
আরও পড়ুন: বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা স্ত্রী'র
এক গ্রামবাসী বিশ্বজিৎ ফকির বলেন, "দীর্ঘদিন ধরে এঁরা দু'জন বিবাহ বহির্ভূত রয়েছে । বারবার সালিশি সভা বসিয়েও কোনওরকম লাভ হয়নি। গতকাল রাতে পুনরায় বিশ্বজিৎ বিশাখার বাড়িতে যায়। এরপর গ্রামবাসীরা ওদের দু'জনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে এবং ওদের দু'জনকে আটকে রাখা হয় । খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে ৷ ঘটনাস্থলে পুলিশ এসে ওদের থানায় নিয়ে গিয়েছে । এদের বিরুদ্ধে প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নেবে ।"