ETV Bharat / state

Magrahat Shoot Out : মগরাহাটে শুট আউটে মূল অভিযুক্তের গ্রেফতারির দাবিতে পথ অবরোধ - মগরাহাটে শুট আউট, মূল অভিযুক্তের গ্রেফতারির দাবিতে পথ অবরোধ

বৃহস্পতিবার সকাল থেকে থমথমে মগরাহাটে রাস্তার মোড়ে মোড়ে চলছে পুলিশি টহল ৷ এরই মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতারির দাবিতে মগরাহাট-যুগদিয়া রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা (Villagers blocked road demanding arrest of the main accused in Magrahat shoot out)।

Magrahat Crime News
মগরাহাটে শুট আউট
author img

By

Published : May 6, 2022, 8:37 AM IST

মগরাহাট, 6 মে : রাজ্যে লাগাতার হিংসার ঘটনায় নয়া সংযোজন মগরাহাট ৷ বুধবার সেখানে শুট আউটের ঘটনায় মৃত এক ৷ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও এক ৷ 24 ঘণ্টা কেটে গেলেও ঘটনায় মূল অভিযুক্ত মনোয়ার মোল্লা এখনও অধরা । বৃহস্পতিবার সকাল থেকে থমথমে মগরাহাটে রাস্তার মোড়ে মোড়ে চলছে পুলিশি টহল ৷ এরই মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতারির দাবিতে মগরাহাট-যুগদিয়া রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা (Villagers blocked Magrahat-Jugdia road demanding arrest of the main accused in Magrahat shoot out) ।

অবরোধকারীদের দাবি, মূল অভিযুক্ত এখনও পর্যন্ত গ্রেফতার না-হওয়ায় আতঙ্কিত তারা ৷ উল্লেখযোগ্য ভাবে এদিন গুলি চালনার ঘটনার নেপথ্য কারণ সামনে আসে ৷ গুলিবিদ্ধ হয়ে মৃত পেশায় ব্যবসায়ী মোজাম ঢালীর (40) পরিবারের দাবি, এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত মূল অভিযুক্ত মনোয়ার সুদে টাকা ধার নিয়েছিল মৃত মোজামের থেকে। সময় পেরিয়ে গেলেও সেই টাকা না-মেলায় দিনকয়েক ধরেই মনোয়ারের থেকে তাঁর পাওনা টাকা চেয়ে আসছিল মোজাম ।

আরও পড়ুন : পুরানাে শত্রুতার জেরে মগরাহাটে প্রতিবেশীকে খুন, গ্রেফতার 2

সেই আক্রোশ থেকেই মোজামকে বুধবার গুলি করে মনোয়ার। মৃতের পরিবারের দাবি অবিলম্বে অভিযুক্ত মনোয়ার মোল্লাকে গ্রেফতার করতে হবে এবং তাঁকে উপযুক্ত শাস্তি দিতে হবে ৷ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুল সঙ্গে পাঞ্জা লড়ছেন রেজোয়ান ঢালী (26)।

মগরাহাট, 6 মে : রাজ্যে লাগাতার হিংসার ঘটনায় নয়া সংযোজন মগরাহাট ৷ বুধবার সেখানে শুট আউটের ঘটনায় মৃত এক ৷ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও এক ৷ 24 ঘণ্টা কেটে গেলেও ঘটনায় মূল অভিযুক্ত মনোয়ার মোল্লা এখনও অধরা । বৃহস্পতিবার সকাল থেকে থমথমে মগরাহাটে রাস্তার মোড়ে মোড়ে চলছে পুলিশি টহল ৷ এরই মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতারির দাবিতে মগরাহাট-যুগদিয়া রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা (Villagers blocked Magrahat-Jugdia road demanding arrest of the main accused in Magrahat shoot out) ।

অবরোধকারীদের দাবি, মূল অভিযুক্ত এখনও পর্যন্ত গ্রেফতার না-হওয়ায় আতঙ্কিত তারা ৷ উল্লেখযোগ্য ভাবে এদিন গুলি চালনার ঘটনার নেপথ্য কারণ সামনে আসে ৷ গুলিবিদ্ধ হয়ে মৃত পেশায় ব্যবসায়ী মোজাম ঢালীর (40) পরিবারের দাবি, এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত মূল অভিযুক্ত মনোয়ার সুদে টাকা ধার নিয়েছিল মৃত মোজামের থেকে। সময় পেরিয়ে গেলেও সেই টাকা না-মেলায় দিনকয়েক ধরেই মনোয়ারের থেকে তাঁর পাওনা টাকা চেয়ে আসছিল মোজাম ।

আরও পড়ুন : পুরানাে শত্রুতার জেরে মগরাহাটে প্রতিবেশীকে খুন, গ্রেফতার 2

সেই আক্রোশ থেকেই মোজামকে বুধবার গুলি করে মনোয়ার। মৃতের পরিবারের দাবি অবিলম্বে অভিযুক্ত মনোয়ার মোল্লাকে গ্রেফতার করতে হবে এবং তাঁকে উপযুক্ত শাস্তি দিতে হবে ৷ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুল সঙ্গে পাঞ্জা লড়ছেন রেজোয়ান ঢালী (26)।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.