মগরাহাট, 20 মার্চ: কেন্দ্রের অর্থ মন্ত্রক রাষ্ট্রীয় ব্যাঙ্ক বেসরকারিকরণ করার পথে হাঁটতে চলেছে বলে আশঙ্কা করছেন ব্যাঙ্ক আধিকারিক ও কর্মচারীরা (official organization against privatization of banks)। মানুষকে পাশে নিয়েই তাঁরা কেন্দ্রের এমন পরিকল্পনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবেন বলে আগেই জানিয়েছিলেন। এবার সেই পথে হেঁটেই দক্ষিণ ২৪ পরগনার ধামুয়াতে গ্রামসভার আয়োজন করলেন ব্যাঙ্ক কর্মীরা। তাঁদের কথায়, ক্যাবিনেটে উত্থাপন করার জন্য প্রস্তাবিত পুস্তিকা তৈরির পথে। এই খবর আমরা সংবাদমাধ্যমের কাছে পেয়েছি। তাই সরকারি ব্যাঙ্ক পরিচালন ব্যবস্থা থেকে যারা সবথেকে বেশি উপকৃত হন, সেই গ্রামীণ অর্থনীতির কান্ডারীদের অবগত করানোর জন্য ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ রবিবার ধামুয়া বিবেকানন্দ স্টেডিয়াম গ্রামের লোকজনকে নিয়ে একটি গ্রামসভার আয়োজন করে।
আরও পড়ুন : ব্য়াঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্তে হতাশ কর্মীরা
এদিন গ্রামসভায় স্বনির্ভর গোষ্ঠী ও স্থানীয় কৃষক, প্রান্তিক চাষি, ব্যবসায়ী, উদ্যোগপতি মিলিয়ে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় বিধায়ক (মগরাহাট পূর্ব) কেন্দ্রের নমিতা সাহা-সহ এলাকার রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশনের সর্বভারতীয় সম্পাদক সঞ্জয় দাস ছিলেন অন্যতম বক্তা। বক্তারা এদিন সভা থেকে স্পষ্ট করে দেন, কেন্দ্রীয় সরকার বেসরকারিকরণের যে চেষ্টা চালাচ্ছে, তা আমজনতাকে নিয়েই প্রতিহত করা হবে। কারণ এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সাধারণ মানুষের সঞ্চয়ের সুরক্ষা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াবে।