ETV Bharat / state

বন্ধ লোকাল, বিক্রিবাটা প্রায় শূন্য, ক্ষতির মুখে বারুইপুরের সবজি ব্যবসায়ীরা - covid 19

লোকাল ট্রেন বন্ধ হওয়ায় কার্যত ক্ষতির মুখে বারুইপুররের সবজি ও ফল ব্যবসায়ীরা ৷ ব্যবসা প্রায় লাটে ওঠার জোগাড় বলে অভিযোগ ব্যবসায়ীদের ৷ পাশাপাশি তাঁদের আরও অভিযোগ, " বাজার বসার সময়সীমা বেঁধে দেওয়ায় ক্রেতারা সেই সময় বাজারে এসে পৌঁছাতে পারছেন না ৷ সে কারণে হয় কম দামে সব কিছু বিক্রি করতে হচ্ছে না হয় সব কিছুই ফেরত নিয়ে যেতে হচ্ছে ৷

ক্ষতির মুখে বারুইপুরের সবজি ব্যবসায়ীরা
ক্ষতির মুখে বারুইপুরের সবজি ব্যবসায়ীরা
author img

By

Published : May 12, 2021, 2:13 PM IST

Updated : May 12, 2021, 2:53 PM IST

বারুইপুর, 12 মে : ব্যাপক আর্থিক ক্ষতির মুখে বারুইপুরের ফল ও সবজি ব্যবসায়ীরা । সাঁড়াশি চাপে কার্যত দিশেহারা অবস্থায় তাঁদের । একদিকে লোকাল ট্রেন না চলায় বাজারে শাক সবজি এনেও তা পাঠানো যাচ্ছে না বিভিন্ন জায়গায় । অন্যদিকে নির্দিষ্ট সময় বাজার খোলা থাকায় অনেকেই বাজারে আসছেন না । ফলে অনেক জিনিস পড়েই নষ্ট হচ্ছে বা কম দামেই সেগুলি বিক্রি করতে হচ্ছে ।

চাষের খরচটুকুও উঠছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের । তবে চাষিরা দাম না পেলেও বাজারে কিন্তু দাম কমছে না ফল বা সবজির । লোকাল ট্রেন না চলায় সবজি আনার খরচ তুলতেই লোকাল বাজারে দাম বাড়ছে ফল এবং সবজির । ফলে দুর্ভোগ বাড়ছে সাধারণ মধ্যবিত্তের ।

বন্ধ লোকাল ট্রেন, বিক্রিবাটা প্রায় শূন্য, ক্ষতির মুখে বারুইপুরের সবজি ব্যবসায়ীরা

বারুইপুরের ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লা জানান, "অন্যান্য বছর লিছুর ঝুড়ি বিক্রি হত চার হাজার টাকায় ৷ এখন তা দুই হাজার টাকায় বিক্রি করতে হচ্ছে । পেয়ারার ঝুড়ি দুশো টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে একশো টাকায় । একই অবস্থা আম এবং নানা সবজির ।"

আরও পড়ুন : উত্তর প্রদেশে, বিহারে, গঙ্গায় ভাসছে মৃতদেহ, হাতেনাতে পাকড়াও বিহারি সাউ

বারুইপুর, 12 মে : ব্যাপক আর্থিক ক্ষতির মুখে বারুইপুরের ফল ও সবজি ব্যবসায়ীরা । সাঁড়াশি চাপে কার্যত দিশেহারা অবস্থায় তাঁদের । একদিকে লোকাল ট্রেন না চলায় বাজারে শাক সবজি এনেও তা পাঠানো যাচ্ছে না বিভিন্ন জায়গায় । অন্যদিকে নির্দিষ্ট সময় বাজার খোলা থাকায় অনেকেই বাজারে আসছেন না । ফলে অনেক জিনিস পড়েই নষ্ট হচ্ছে বা কম দামেই সেগুলি বিক্রি করতে হচ্ছে ।

চাষের খরচটুকুও উঠছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের । তবে চাষিরা দাম না পেলেও বাজারে কিন্তু দাম কমছে না ফল বা সবজির । লোকাল ট্রেন না চলায় সবজি আনার খরচ তুলতেই লোকাল বাজারে দাম বাড়ছে ফল এবং সবজির । ফলে দুর্ভোগ বাড়ছে সাধারণ মধ্যবিত্তের ।

বন্ধ লোকাল ট্রেন, বিক্রিবাটা প্রায় শূন্য, ক্ষতির মুখে বারুইপুরের সবজি ব্যবসায়ীরা

বারুইপুরের ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লা জানান, "অন্যান্য বছর লিছুর ঝুড়ি বিক্রি হত চার হাজার টাকায় ৷ এখন তা দুই হাজার টাকায় বিক্রি করতে হচ্ছে । পেয়ারার ঝুড়ি দুশো টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে একশো টাকায় । একই অবস্থা আম এবং নানা সবজির ।"

আরও পড়ুন : উত্তর প্রদেশে, বিহারে, গঙ্গায় ভাসছে মৃতদেহ, হাতেনাতে পাকড়াও বিহারি সাউ

Last Updated : May 12, 2021, 2:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.