ETV Bharat / state

Unnatural Death In Narendrapur : মশা মারার ধূপ থেকে আগুন, পুড়ে মৃত্যু পক্ষাঘাতগ্রস্ত প্রৌঢ়ার - Unnatural Death of an old woman at Narendrapur in south 24 parganas

রাতে ঘুমোচ্ছিলেন প্রৌঢ়া, হঠাৎই লাগে আগুন ৷ বাড়িতে তিনি একাই বাস করতেন ৷ কিছু টের পাওয়ার আগেই অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন তিনি (Unnatural Death In Narendrapur) ৷ কী কারণে আগুন লেগেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Unnatural Death
ঘুমের মধ্যে আগুনে পুড়ে মৃত্যু হল প্রৌঢ়ার
author img

By

Published : Mar 26, 2022, 3:53 PM IST

নরেন্দ্রপুর, 26 মার্চ : ঘুমের মধ্যে আগুনে পুড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানার বোয়ালিয়া এলাকায় (Unnatural Death In Narendrapur) । মৃত প্রৌঢ়ার নাম গৌরী সাহা (50) ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্রপুর থানার বোয়ালিয়া এলাকায় একাই বাড়িতে থাকতেন গৌরী সাহা। খুব বেশি নড়াচড়ার ক্ষমতা ছিল না তাঁর। ঘরের চার দেওয়ালের অন্দরেই বেশিরভাগ সময় কাটাতেন । রান্না করারও তেমন একটা ক্ষমতা ছিল না তাঁর । রান্নার তৈরির জন্য এক মহিলা ছিলেন। তিনিই এসে রান্না করে দিয়ে যেতেন ৷ গতকাল এসে ওই মহিলা রান্না করে দিয়ে যান । তারপর বাড়িতে একাই ছিলেন গৌরী সাহা । হঠাৎই গভীর রাতে আগুন লাগে । সেই সময় আশেপাশের বাড়ির লোকজন ঘুমিয়ে ছিলেন। আচমকা ধোঁয়া এবং পোড়া গন্ধ টের পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা । কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয় । তবে ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে মৃত্য হয়েছে 50 বছরের প্রৌঢ়ার । খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায়। ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

আরও পড়ুন : বিধ্বংসী আগুনে বসিরহাটে পুড়ে ছাই 4টি বাড়ি ও 3 টি দোকান

ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। আগুন লাগার কারণ হিসেবে স্থানীয়দের প্রাথমিক অনুমান, মশা মারার ধূপ থেকেই আগুন লেগেছে । ঘুমের মধ্যে প্রথমে হয়তো টের পাননি প্রৌঢ়া। যখন বুঝতে পারেন তখন হয়তো অথর্ব দেহ নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসার ক্ষমতা ছিল না। স্থানীয়রাই পুলিশে খবর দেন । পক্ষাঘাতগ্রস্ত প্রৌঢ়ার মৃত্যুর অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ৷

নরেন্দ্রপুর, 26 মার্চ : ঘুমের মধ্যে আগুনে পুড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানার বোয়ালিয়া এলাকায় (Unnatural Death In Narendrapur) । মৃত প্রৌঢ়ার নাম গৌরী সাহা (50) ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্রপুর থানার বোয়ালিয়া এলাকায় একাই বাড়িতে থাকতেন গৌরী সাহা। খুব বেশি নড়াচড়ার ক্ষমতা ছিল না তাঁর। ঘরের চার দেওয়ালের অন্দরেই বেশিরভাগ সময় কাটাতেন । রান্না করারও তেমন একটা ক্ষমতা ছিল না তাঁর । রান্নার তৈরির জন্য এক মহিলা ছিলেন। তিনিই এসে রান্না করে দিয়ে যেতেন ৷ গতকাল এসে ওই মহিলা রান্না করে দিয়ে যান । তারপর বাড়িতে একাই ছিলেন গৌরী সাহা । হঠাৎই গভীর রাতে আগুন লাগে । সেই সময় আশেপাশের বাড়ির লোকজন ঘুমিয়ে ছিলেন। আচমকা ধোঁয়া এবং পোড়া গন্ধ টের পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা । কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয় । তবে ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে মৃত্য হয়েছে 50 বছরের প্রৌঢ়ার । খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায়। ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

আরও পড়ুন : বিধ্বংসী আগুনে বসিরহাটে পুড়ে ছাই 4টি বাড়ি ও 3 টি দোকান

ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। আগুন লাগার কারণ হিসেবে স্থানীয়দের প্রাথমিক অনুমান, মশা মারার ধূপ থেকেই আগুন লেগেছে । ঘুমের মধ্যে প্রথমে হয়তো টের পাননি প্রৌঢ়া। যখন বুঝতে পারেন তখন হয়তো অথর্ব দেহ নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসার ক্ষমতা ছিল না। স্থানীয়রাই পুলিশে খবর দেন । পক্ষাঘাতগ্রস্ত প্রৌঢ়ার মৃত্যুর অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.