বনহুগলি, 1 মে: বোমা নিস্ক্রিয় করতে গিয়ে গুরুতর জখম হলেন সিআইডির বম্ব স্কোয়াডের দুই কর্মী । তাঁদের মধ্যে একজন অফিসার, অন্যজন কনস্টেবল । বোমা নিস্ক্রিয় করার সময় দুর্ঘটনা ঘটে ৷ তাতেই জখম হয়েছেন তাঁরা ৷ শনিবার বনহুগলিতে ঘটনাটি ঘটেছে । কলকাতার পিয়ারলেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের ।
জানা গিয়েছে, খেয়াদহে উদ্ধার হওয়া বোমা নিস্ক্রিয় করতে আসেন তাঁরা ৷ আহত এএসআই জয়ন্ত বল ও কনস্টেবল অরবিন্দ সাহা কেউই বোমা নিস্ক্রিয় করার সময় বিশেষ পোশাক পরে ছিলেন না । অরবিন্দের অবস্থা আশঙ্কাজনক । শনিবারের এই ঘটনায় পুলিশের বিরুদ্ধেই কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে ।
বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগের দিন বোমা উদ্ধার হয় খেয়াদহ-2 নম্বর অঞ্চলের রানাভুতিয়া এলাকায় ৷ তার আগের রাতে অর্থাৎ শুক্রবার রাতে গোটা এলাকা লোডশেডিং করে বোমা পাচার করা হচ্ছিল বলে অভিযোগ ৷ বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা তাড়া করলে রাস্তাতেই বোমার ব্যাগ ফেলে পালিয়ে যায় বোমা পাচারকারীরা ৷ খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায় ৷ রাতেই আইসি সুখময় চক্রবর্তীর ও বারুইপুর পুলিশ জেলার ডিএসপি সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে ৷ উদ্ধার করা হয় বোমাগুলি ৷ রাতেই খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে ৷ রাত থেকেই এলাকায় পুলিশ পোস্টিং করা হয়েছে ৷ বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । শনিবার দুপুরে বম্ব স্কোয়াড ঘটনাস্থলে আসে । ঘটনাস্থল থেকে বোমগুলি উদ্ধার করে তারা নিয়ে যায় বনহুগলির ইটখোলায় ৷ বোমাগুলি নিস্ক্রিয় করার সময় বিস্ফোরণ হয় ৷ তার জেরেই এই দুর্ঘটনা ঘটে । আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হয়েছে ।