ETV Bharat / state

কুলপিতে আক্রান্ত 2, বন্ধ বাজার

গ্রামীণ হাসপাতালের কর্মী সহ এক ব্যবসায়ী কোরোনা আক্রান্ত হওয়ায় বন্ধ করা হল কুলপি বাজার।

kulpi
কুলপিতে আক্রান্ত দুই, বন্ধ এলাকার বাজার
author img

By

Published : Jun 20, 2020, 1:47 PM IST

কুলপি, 20 জুন : কুলপিতে দুই কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল ৷ গতরাতে তাঁদের রির্পোট পজ়িটিভ আসে ৷ তাঁদের মধ্যে একজন স্থানীয় ব্যবসায়ী । ফলে বন্ধ করে দেওয়া হয়েছে এলাকার বাজার ৷ এই খবর সামনে আসার পরই আক্রান্তদের সংস্পর্শে কারা এসেছে, তা চিহ্নিতকরণের কাজ চলছে ৷ গতরাতেই আক্রান্তদের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে ৷

আর একজন কুলপি গ্রামীণ হাসপাতালের কর্মী । ফলে কারা তাঁর সংস্পর্শে এসেছেন তা খতিয়ে দেখা হচ্ছে । কুলপি বাজার ব্যবসায়ী সমিতির সদস্য পূর্ণেন্দু হালদার বলেন, ঘটনাটিকে মাথায় রেখে পাঁচ জুলাই পর্যন্ত বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এর ফলে স্থানীয় বাসিন্দারা চরম সমস্যায় পড়তে পারেন । আক্রান্ত দুজনের পরিবারকে ইতিমধ্যেই হোম কোয়ারানটিনে রাখা হয়েছে ।

কুলপি বাজার বন্ধের সিদ্ধান্তে সমস্যায় পড়তে পারেন এলাকার বাসিন্দারা ৷ এর জেরে ভিড় বাড়াতে পারে করঞ্জলি, নিশ্চিন্তপুর বাজার ও হাটগুলিতে ৷

কুলপি, 20 জুন : কুলপিতে দুই কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল ৷ গতরাতে তাঁদের রির্পোট পজ়িটিভ আসে ৷ তাঁদের মধ্যে একজন স্থানীয় ব্যবসায়ী । ফলে বন্ধ করে দেওয়া হয়েছে এলাকার বাজার ৷ এই খবর সামনে আসার পরই আক্রান্তদের সংস্পর্শে কারা এসেছে, তা চিহ্নিতকরণের কাজ চলছে ৷ গতরাতেই আক্রান্তদের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে ৷

আর একজন কুলপি গ্রামীণ হাসপাতালের কর্মী । ফলে কারা তাঁর সংস্পর্শে এসেছেন তা খতিয়ে দেখা হচ্ছে । কুলপি বাজার ব্যবসায়ী সমিতির সদস্য পূর্ণেন্দু হালদার বলেন, ঘটনাটিকে মাথায় রেখে পাঁচ জুলাই পর্যন্ত বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এর ফলে স্থানীয় বাসিন্দারা চরম সমস্যায় পড়তে পারেন । আক্রান্ত দুজনের পরিবারকে ইতিমধ্যেই হোম কোয়ারানটিনে রাখা হয়েছে ।

কুলপি বাজার বন্ধের সিদ্ধান্তে সমস্যায় পড়তে পারেন এলাকার বাসিন্দারা ৷ এর জেরে ভিড় বাড়াতে পারে করঞ্জলি, নিশ্চিন্তপুর বাজার ও হাটগুলিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.