ETV Bharat / state

কুলপিতে আক্রান্ত 2, বন্ধ বাজার - কোরোনা

গ্রামীণ হাসপাতালের কর্মী সহ এক ব্যবসায়ী কোরোনা আক্রান্ত হওয়ায় বন্ধ করা হল কুলপি বাজার।

kulpi
কুলপিতে আক্রান্ত দুই, বন্ধ এলাকার বাজার
author img

By

Published : Jun 20, 2020, 1:47 PM IST

কুলপি, 20 জুন : কুলপিতে দুই কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল ৷ গতরাতে তাঁদের রির্পোট পজ়িটিভ আসে ৷ তাঁদের মধ্যে একজন স্থানীয় ব্যবসায়ী । ফলে বন্ধ করে দেওয়া হয়েছে এলাকার বাজার ৷ এই খবর সামনে আসার পরই আক্রান্তদের সংস্পর্শে কারা এসেছে, তা চিহ্নিতকরণের কাজ চলছে ৷ গতরাতেই আক্রান্তদের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে ৷

আর একজন কুলপি গ্রামীণ হাসপাতালের কর্মী । ফলে কারা তাঁর সংস্পর্শে এসেছেন তা খতিয়ে দেখা হচ্ছে । কুলপি বাজার ব্যবসায়ী সমিতির সদস্য পূর্ণেন্দু হালদার বলেন, ঘটনাটিকে মাথায় রেখে পাঁচ জুলাই পর্যন্ত বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এর ফলে স্থানীয় বাসিন্দারা চরম সমস্যায় পড়তে পারেন । আক্রান্ত দুজনের পরিবারকে ইতিমধ্যেই হোম কোয়ারানটিনে রাখা হয়েছে ।

কুলপি বাজার বন্ধের সিদ্ধান্তে সমস্যায় পড়তে পারেন এলাকার বাসিন্দারা ৷ এর জেরে ভিড় বাড়াতে পারে করঞ্জলি, নিশ্চিন্তপুর বাজার ও হাটগুলিতে ৷

কুলপি, 20 জুন : কুলপিতে দুই কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল ৷ গতরাতে তাঁদের রির্পোট পজ়িটিভ আসে ৷ তাঁদের মধ্যে একজন স্থানীয় ব্যবসায়ী । ফলে বন্ধ করে দেওয়া হয়েছে এলাকার বাজার ৷ এই খবর সামনে আসার পরই আক্রান্তদের সংস্পর্শে কারা এসেছে, তা চিহ্নিতকরণের কাজ চলছে ৷ গতরাতেই আক্রান্তদের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে ৷

আর একজন কুলপি গ্রামীণ হাসপাতালের কর্মী । ফলে কারা তাঁর সংস্পর্শে এসেছেন তা খতিয়ে দেখা হচ্ছে । কুলপি বাজার ব্যবসায়ী সমিতির সদস্য পূর্ণেন্দু হালদার বলেন, ঘটনাটিকে মাথায় রেখে পাঁচ জুলাই পর্যন্ত বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এর ফলে স্থানীয় বাসিন্দারা চরম সমস্যায় পড়তে পারেন । আক্রান্ত দুজনের পরিবারকে ইতিমধ্যেই হোম কোয়ারানটিনে রাখা হয়েছে ।

কুলপি বাজার বন্ধের সিদ্ধান্তে সমস্যায় পড়তে পারেন এলাকার বাসিন্দারা ৷ এর জেরে ভিড় বাড়াতে পারে করঞ্জলি, নিশ্চিন্তপুর বাজার ও হাটগুলিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.