ETV Bharat / state

আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বাসন্তী থানার পুলিশ । ধৃতদের থেকে চারটি বন্দুক ও 19 রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ ।

বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
author img

By

Published : Jul 3, 2019, 1:26 PM IST

বাসন্তী, 3 জুলাই: আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ । বাসন্তীর নির্দেশখালির ঘটনা ।

গোপন সূত্রে পুলিশ খবর পায়, চুনাখালি বাজার থেকে অটোতে করে আগ্নেয়াস্ত্র নিয়ে ক্যানিংয়ের দিকে বিক্রি করতে আসছে দুই দুষ্কৃতী । খবর পেয়েই স্পেশাল অপারেশন গ্রুপকে সঙ্গে নিয়ে নির্দেশখালি বাজারের কাছে অপেক্ষা করছিল বাসন্তী থানার পুলিশ । বাজারের কাছে অটোটি এলে তা ঘিরে ধরে পুলিশ । অটোয় থাকা দু'জনকে পাকড়াও করে তল্লাশি চালায় । চারটি বন্দুক ও 19 রাউন্ড কার্তুজ উদ্ধার করে । এরপরই নীতিশ মণ্ডল ও নুর মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, নীতিশের কাকা বরুণ মণ্ডল এলাকার কুখ্যাত দুষ্কৃতী । বর্তমানে সে জেলবন্দি । নীতিশ তার কাকার কাজগুলোই করছিল । বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে উত্তর 24 পরগনার কোনও একটি অঞ্চলে যেত । সেখানে থেকে নদী বা সড়কপথে চুনাখালি এলাকায় গোপন ডেরায় নিয়ে আসত । তারপর সেখান থেকে বাসন্তী, ক্যানিং, গোসাবা-সহ একাধিক জায়গায় সেই আগ্নেয়াস্ত্র বিক্রি করা হত । পুলিশ নীতিশ মণ্ডলের ফোন ট্যাপ করে জানতে পারে, তারা অটোতে করে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে ক্যানিংয়ের দিকে আসছে । খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নির্দেশখালি থেকে অটোটি পাকড়াও করে নীতিশ ও নুরকে গ্রেপ্তার করে পুলিশ । আজ ধৃতদের আলিপুর আদালতে তোলা হবে ।

বাসন্তী, 3 জুলাই: আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ । বাসন্তীর নির্দেশখালির ঘটনা ।

গোপন সূত্রে পুলিশ খবর পায়, চুনাখালি বাজার থেকে অটোতে করে আগ্নেয়াস্ত্র নিয়ে ক্যানিংয়ের দিকে বিক্রি করতে আসছে দুই দুষ্কৃতী । খবর পেয়েই স্পেশাল অপারেশন গ্রুপকে সঙ্গে নিয়ে নির্দেশখালি বাজারের কাছে অপেক্ষা করছিল বাসন্তী থানার পুলিশ । বাজারের কাছে অটোটি এলে তা ঘিরে ধরে পুলিশ । অটোয় থাকা দু'জনকে পাকড়াও করে তল্লাশি চালায় । চারটি বন্দুক ও 19 রাউন্ড কার্তুজ উদ্ধার করে । এরপরই নীতিশ মণ্ডল ও নুর মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, নীতিশের কাকা বরুণ মণ্ডল এলাকার কুখ্যাত দুষ্কৃতী । বর্তমানে সে জেলবন্দি । নীতিশ তার কাকার কাজগুলোই করছিল । বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে উত্তর 24 পরগনার কোনও একটি অঞ্চলে যেত । সেখানে থেকে নদী বা সড়কপথে চুনাখালি এলাকায় গোপন ডেরায় নিয়ে আসত । তারপর সেখান থেকে বাসন্তী, ক্যানিং, গোসাবা-সহ একাধিক জায়গায় সেই আগ্নেয়াস্ত্র বিক্রি করা হত । পুলিশ নীতিশ মণ্ডলের ফোন ট্যাপ করে জানতে পারে, তারা অটোতে করে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে ক্যানিংয়ের দিকে আসছে । খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নির্দেশখালি থেকে অটোটি পাকড়াও করে নীতিশ ও নুরকে গ্রেপ্তার করে পুলিশ । আজ ধৃতদের আলিপুর আদালতে তোলা হবে ।

Intro:আগ্নেয় অস্ত্র বিক্রি করতে আসার পথে গ্রেপ্তার দুই দুষ্কৃতী। বাসন্তী থানার নির্দেশ খালি এলাকার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ বাসন্তী থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওত পেতে ছিল নির্দেশ খালি বাজার এর কাছে। পুলিশের কাছে আগে থেকেই সূত্র মারফত খবর ছিল চুনাখালী বাজার থেকে অটোতে করে আগ্নেয়াস্ত্র নিয়ে ক্যানিং এর দিকে বিক্রি করতে আসছে দুই দুষ্কৃতী। সূত্র মারফত খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বারুইপুর পুলিশ জেলার এসওজি টিম বাসন্তী থানার পুলিশ কে নিয়ে নির্দেশ খালি বাজার এর কাছে অপেক্ষা করছিল। অটোটি আসতেই চারিদিক দিয়ে ঘিরে ফেলে পুলিশ। এরপর দুজনকে পাকড়াও করে অটোতে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে পুলিশ মোট ছোট-বড় মিলিয়ে চারটি বন্দুক একটি ম্যাগাজিন ও 19 রাউন্ড কার্তুজ উদ্ধার করে। ঘটনার পরেই নীতিশ মন্ডল এবং নূর মোহাম্মদ মোল্লা কে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর নীতিশ মন্ডল এর কাকা বরুন মন্ডল এলাকার কুখ্যাত দুষ্কৃতী ছিলেন। বর্তমানে সে জেল বন্দি। তার কাজ গুলোই করছিল নীতিশ মন্ডল। বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে উত্তর 24 পরগনার কোন একটি জায়গাতে আসত। সেখানে থেকেই নদীপথে বা সড়ক পথে চুনোখালি এলাকায় নিজের ডেরাই নিয়ে আসত। তারপর এখান থেকে বাসন্তী ক্যানিং গোসাবা সহ একাধিক জায়গায় সেই আগ্নেয়াস্ত্র বিক্রি করা হতো। পুলিশ নীতিশ মন্ডল এর ফোনে আরি পেতে জানতে পারে তারা অটোই করে আগ্নেয় অস্ত্র বিক্রি করতে ক্যানিং এর দিকে আসছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নির্দেশ খালি থেকে অটো টি কে পাকড়াও করে গ্রেপ্তার করে দুজনকে। আজ ধৃতদের কে আলিপুর আদালতে তোলা হবে।Body:Intro তে কপি দিলাম।Conclusion:একটু দেখে নেবেন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.