বারুইপুর, 28 অক্টোবর: কালীপুজোর প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় বাজি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল । সেখানেই সেল ফাটাতে গিয়ে ঘটল বিপত্তি (Fire Crackers blast at Immersion Programme) । বাজি ফাটাতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন দু'জন । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে (Two injured in a Fire Crackers blast) ।
আহত দু'জনের নাম সুকুমার নস্কর ও রাকেশ মুখোপাধ্যায় । তাঁদের পিঠ, বুক, হাতের অনেকটা অংশই ঝলসে গিয়েছে । বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় দু'জনেই কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর বিসর্জন উপলক্ষে বাজি ফাটানোর আয়োজন করা হয়েছিল বারুইপুরের চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের চিনের মোড়ের কাছে (Fire Crackers blast) ।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, সবাই নিজেদের মতো বাজি ফাটাচ্ছিলেন । সুকুমার-রাকেশ একেবারে সামনের সারিয়েই দাঁড়িয়ে ছিলেন । তাঁরা যে জায়গায় তাঁরা সেল ফাটাচ্ছিলেন, পাশেই অনেকগুলো বাজি মজুত ছিল । আচমকাই আগুনের ফুলকি গিয়ে পড়ে সেই বাজিতে । কিন্তু ভিড়ের মধ্যে তার দিকে কেউই খেয়াল করেননি । খানিকক্ষণের মধ্যেই বাজিগুলি একসঙ্গে ফাটতে শুরু করে । পাশেই ছিলেন সুকুমার ও রাকেশ । তাঁদের গায়েও আগুন লেগে যায় । কিছু বুঝে ওঠার আগেই ঝলসে যায় শরীরের অর্ধেকাংশ ।
আরও পড়ুন: বাজি ফাটানো নিয়ে ঝামেলা, তরুণকে কুপিয়ে হত্যা 3 নাবালকের !
তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে প্রাথমিক চিকিৎসা করিয়ে পাঠিয়ে দেওয়া হয় কলকাতায় ।কলকাতার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় তাঁরা চিকিৎসাধীন । কীভাবে মুহূর্তের মধ্যে এত বড় দুর্ঘটনা ঘটল, তা ভাবতেও পারছেন না প্রত্যক্ষদর্শীরা । এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি একটু পিছনের দিকে ছিলাম । ঠিক কী হয়েছে বলতে পারব না । আচমকাই ফটফট করে বাজি ফাটতে শুরু করে । তারপর দেখি আগুন জ্বলছে, চিৎকার করছে সবাই ।”