ETV Bharat / state

ক্যানিঙে বিদ্যুৎস্পৃষ্ট আব্বাকে বাঁচাতে গিয়ে মৃত্যু যুবকেরও - death due to Electric shock

বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন আব্বা । দেখতে পেয়ে উদ্ধার করতে যান ছেলে । ঘটনাস্থানে দু'জনেরই মৃত্যু হয়েছে ।

death
মৃত্যু
author img

By

Published : Apr 29, 2020, 12:10 AM IST

ক্যানিং, 28 এপ্রিল: বিদ্যুৎস্পৃষ্ট আব্বাকে বাঁচাতে গিয়ে মৃত্যু যুবকের । দক্ষিণ 24 পরগনার ক্যানিঙের গোলাবাড়ি এলাকার ঘটনা । দু'জনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

স্থানীয় সূত্রে খবর, সবজি বাগানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শহিদুল ঘরামি (48) । দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ছেলে আসাদুল ঘরামি (24) বাঁচাতে যান আব্বাকে । উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন । ঘটনাস্থানে লুটিয়ে পড়েন দু'জন । অন্যান্য চাষিরা দেখতে পেয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দু'জনকে উদ্ধার করেন । ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন দু'জনকে ।

পুলিশ হাসপাতাল থেকে দু'জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । এটি নিছক দুর্ঘটনা না কি, এর পিছনে অন্য কারও ষড়যন্ত্র রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ ।

ক্যানিং, 28 এপ্রিল: বিদ্যুৎস্পৃষ্ট আব্বাকে বাঁচাতে গিয়ে মৃত্যু যুবকের । দক্ষিণ 24 পরগনার ক্যানিঙের গোলাবাড়ি এলাকার ঘটনা । দু'জনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

স্থানীয় সূত্রে খবর, সবজি বাগানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শহিদুল ঘরামি (48) । দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ছেলে আসাদুল ঘরামি (24) বাঁচাতে যান আব্বাকে । উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন । ঘটনাস্থানে লুটিয়ে পড়েন দু'জন । অন্যান্য চাষিরা দেখতে পেয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দু'জনকে উদ্ধার করেন । ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন দু'জনকে ।

পুলিশ হাসপাতাল থেকে দু'জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । এটি নিছক দুর্ঘটনা না কি, এর পিছনে অন্য কারও ষড়যন্ত্র রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.