বিষ্ণুপুর, 17 মে : প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুই BJP নেতা । তাঁরা দক্ষিণ 24 পরগনার । আজ সকালে মহেশতলা থেকে তাঁদের গ্রেপ্তার করে বাঁকুড়া থানার পুলিশ । গ্রেপ্তারের জন্য মহেশতলা থানার সাহায্য নেওয়া হয় ।
ধৃত দুই নেতা হলেন উমেশ দাস ও জয়দেব দত্ত । উমেশ বজবজ বিধানসভা কেন্দ্রের BJP-র আহ্বায়ক । জয়দেব সহ-আহ্বায়ক । ডায়মন্ডহারবার পুলিশ জেলার পুলিশ সুপার শ্রী হরি পাণ্ডে জানান, অভিযুক্তদের বাঁকুড়া জেলার পুলিশ গ্রেপ্তার করেছে । তবে ঠিক কী কারণে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও জানা যায়নি । অন্যদিকে, বাঁকুড়া থানার পুলিশ জানিয়েছে ওই BJP নেতাদের প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে ।
এবিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার BJP সভাপতি অভিজিৎ দাস জানিয়েছেন, রাজনৈতিক কারণে তৃণমূল প্রার্থীকে জেতাতেই ভুয়ো মামলায় দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে । তবে মহেশতলা পৌরসভার কাউন্সিলর সুকান্ত বেরা জানিয়েছেন, ধৃত BJP নেতাদের তাঁরা কোনও দলের নেতা বা প্রতিদ্বন্দ্বী বলে মনে করেন না । এই ঘটনায় তৃণমূলের কোনও হাত নেই । BJP মিথ্যা অভিযোগ করছে।