ETV Bharat / state

বারুইপুরে বিজেপি নেতার বাড়ি থেকে দু‘ব্যাগ বোমা উদ্ধার - তৃণমূলের ব্লক সভাপতি

এদিন বিজেপি নেতার ঘর থেকে দু'ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করল পুলিশ । সেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ঘটনাটি ঘটেছে বারুইপুরের বিন্দাখালি গ্রাম পঞ্চায়েতের খুরিবেরিয়া গ্রামে ।

বিজেপি কর্মীর বাড়ি থেকে উদ্ধার বোমা
বিজেপি কর্মীর বাড়ি থেকে উদ্ধার বোমা
author img

By

Published : Jun 29, 2021, 5:33 PM IST

বারুইপুর, ২৯ জুন : বিজেপি নেতা সূর্য দাসের বাড়ি থেকে বোমা উদ্ধার করে পুলিশ । ঘটনাটি ঘটেছে বারুইপুরের বিন্দাখালি গ্রাম পঞ্চায়েতের খুরিবেরিয়া গ্রামে । খবর পেয়ে বারুইপুরের এসডিপিও এবং আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় । পাশাপাশি বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে ঘরবাড়ি ছেড়ে চম্পট দিয়েছিলেন বিজেপি নেতা সূর্য দাস । তারপর থেকে তাঁর বাড়িটি তালাবন্ধ অবস্থায় পড়েছিল । এরই মাঝে গত রবিবার বাড়ির কাছ থেকে বোমা ফাটার শব্দ পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের ।

আজ সকালে বাড়ির দরজা খোলা থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা । দরজার ফাঁক দিয়ে উঁকি দিতেই চক্ষু চড়কগাছ স্থানীয়দের ।

আরও পড়ুন... Fake Vaccination Case : ভুয়ো সার্টিফিকেট দিয়ে নিজের মামার সঙ্গে প্রতারণা দেবাঞ্জনের !

তাঁরা দেখেন ঘরের মেঝের উপরেই রাখা রয়েছে দু'ব্যাগ বোঝাই বোমা । তড়িঘড়ি খবর দেওয়া হয় বারুইপুর থানায় । পরে বিশাল পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে ।

বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বারুইপুর-পূর্বের তৃণমূলের ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী বলেন, '‘বিজেপি ভোটে হারার পর এখন সমাজবিরোধী কাজে লিপ্ত থাকছে । তাই এলাকায় সন্ত্রাস ছড়াতে গোপনে বোমা মজুত করে রেখেছিল । বিষয়টি ইতিমধ্যেই পুলিশকে জানানো হয়েছে । আশা করি তারাই আইনানুগ ব্যবস্থা নেবে ।'’

আরও পড়ুন...বাড়িতে পোষ্য ঢোকায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে পিটিয়ে খুন, ধৃত প্রতিবেশী

তবে তৃণমূলের অভিযোগকে আমল দিতে নারাজ বিজেপি ।

বারুইপুর, ২৯ জুন : বিজেপি নেতা সূর্য দাসের বাড়ি থেকে বোমা উদ্ধার করে পুলিশ । ঘটনাটি ঘটেছে বারুইপুরের বিন্দাখালি গ্রাম পঞ্চায়েতের খুরিবেরিয়া গ্রামে । খবর পেয়ে বারুইপুরের এসডিপিও এবং আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় । পাশাপাশি বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে ঘরবাড়ি ছেড়ে চম্পট দিয়েছিলেন বিজেপি নেতা সূর্য দাস । তারপর থেকে তাঁর বাড়িটি তালাবন্ধ অবস্থায় পড়েছিল । এরই মাঝে গত রবিবার বাড়ির কাছ থেকে বোমা ফাটার শব্দ পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের ।

আজ সকালে বাড়ির দরজা খোলা থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা । দরজার ফাঁক দিয়ে উঁকি দিতেই চক্ষু চড়কগাছ স্থানীয়দের ।

আরও পড়ুন... Fake Vaccination Case : ভুয়ো সার্টিফিকেট দিয়ে নিজের মামার সঙ্গে প্রতারণা দেবাঞ্জনের !

তাঁরা দেখেন ঘরের মেঝের উপরেই রাখা রয়েছে দু'ব্যাগ বোঝাই বোমা । তড়িঘড়ি খবর দেওয়া হয় বারুইপুর থানায় । পরে বিশাল পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে ।

বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বারুইপুর-পূর্বের তৃণমূলের ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী বলেন, '‘বিজেপি ভোটে হারার পর এখন সমাজবিরোধী কাজে লিপ্ত থাকছে । তাই এলাকায় সন্ত্রাস ছড়াতে গোপনে বোমা মজুত করে রেখেছিল । বিষয়টি ইতিমধ্যেই পুলিশকে জানানো হয়েছে । আশা করি তারাই আইনানুগ ব্যবস্থা নেবে ।'’

আরও পড়ুন...বাড়িতে পোষ্য ঢোকায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে পিটিয়ে খুন, ধৃত প্রতিবেশী

তবে তৃণমূলের অভিযোগকে আমল দিতে নারাজ বিজেপি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.