ETV Bharat / state

BJP vs TMC: বিজেপি প্রার্থীর পুকুরে বিষ, ভেসে উঠল মরা মাছ ! কাঠগড়ায় তৃণমূল - নিতুশ্রী দাস অধিকারী

বিজেপি প্রার্থীর পুকুরে বিষ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনাটি সাগরের ৷ তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সাগরের ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ৷

Post Poll Violence
বিজেপি প্রার্থীর পুকুরে বিষ তৃণমূলের
author img

By

Published : Jul 16, 2023, 10:46 PM IST

বিজেপি প্রার্থীর পুকুরে বিষ

সাগর, 16 জুলাই: ভোট পরবর্তী হিংসা অব্যাহত দক্ষিণ 24 পরগনায় । এবার তার জেরে বিজেপি প্রার্থীর পুকুরে বিষ দেওয়ার অভিযোগ উঠল ৷ ঘটনার অভিযোগের তির সেই তৃণমূল কংগ্রেসের দিকে । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সাগর ব্লকের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ সেখানকার 115 নম্বর বুথের বিজেপি প্রার্থী হয়েছিলেন নিতুশ্রী দাস অধিকারী । শনিবার সকাল দশটা নাগাদ তিনি দেখেন তাঁর বাড়ির পুকুরের রুই, কাতলা-সহ একাধিক মাছ মরে ভেসে উঠেছে । তাঁর দাবি, প্রায় পাঁচ কুইন্ট্যাল মাছ মরে গিয়েছে । আর এই ঘটনার পিছনে শাসকদল তৃণমূলের হাত রয়েছে ৷

নিতুশ্রীর স্বামী ও শাশুড়ির দাবি, ভোটে দাঁড়ানোর পর থেকেই তৃণমূলের তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছিল ওই বিজেপি প্রার্থীকে । তৃণমূলের দলবলই রাতের অন্ধকারে এই কাণ্ড ঘটিয়েছে । নিতুশ্রী দাস অধিকারী বলেন," আমি বিজেপি প্রার্থী ছিলাম ৷ ভোটে হেরে যাই ৷ তৃণমূলের তরফ থেকে আমাকে হুমকি দেওয়া হয় এর আগে ৷ এখন আমার পুকুরের মাছ বিষ দিয়ে মেরে দিয়েছে ৷ পাঁচ কুইন্টালের উপর মাছ মারা গিয়েছে ৷ এরপর আর কী কী হবে জানি না ৷" তবে তাঁর তোলা অভিযোগ অস্বীকার করেছেন সাগর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক সন্দীপ পাত্র । তিনি বলেন, "বিভিন্ন কারণে মাছের মড়ক হতে পারে । তার জন্য তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে । তবে এই খবর পেয়েছি । আমাদেরও বুথ সভাপতির পুকুরের মাছ নষ্ট হয়েছে । তখন কিন্তু আমরা ভিত্তিহীন অভিযোগ করিনি ।"

আরও পড়ুন: ক্যানিংয়ের তৃণমূল বুথ সভাপতি খুনের ঘটনায় গ্রেফতার তিন

এই ঘটনায় সাগর থানায় অভিযোগ দায়ের করেছে ওই প্রার্থীর পরিবার । পুলিশ তদন্ত শুরু করেছে । বিজেপি নেতা খগেন মণ্ডল বলেন, "তৃণমূল চক্রান্ত করে বিজেপিকে হারিয়েছে । তারপর বিজেপির প্রার্থীদের বাড়িতে আক্রমণ চালাচ্ছে এবং বিজেপির প্রার্থীর বাড়ির পুকুরে বিষ দিয়ে মাছ মেরে দিয়েছে ।"

বিজেপি প্রার্থীর পুকুরে বিষ

সাগর, 16 জুলাই: ভোট পরবর্তী হিংসা অব্যাহত দক্ষিণ 24 পরগনায় । এবার তার জেরে বিজেপি প্রার্থীর পুকুরে বিষ দেওয়ার অভিযোগ উঠল ৷ ঘটনার অভিযোগের তির সেই তৃণমূল কংগ্রেসের দিকে । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সাগর ব্লকের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ সেখানকার 115 নম্বর বুথের বিজেপি প্রার্থী হয়েছিলেন নিতুশ্রী দাস অধিকারী । শনিবার সকাল দশটা নাগাদ তিনি দেখেন তাঁর বাড়ির পুকুরের রুই, কাতলা-সহ একাধিক মাছ মরে ভেসে উঠেছে । তাঁর দাবি, প্রায় পাঁচ কুইন্ট্যাল মাছ মরে গিয়েছে । আর এই ঘটনার পিছনে শাসকদল তৃণমূলের হাত রয়েছে ৷

নিতুশ্রীর স্বামী ও শাশুড়ির দাবি, ভোটে দাঁড়ানোর পর থেকেই তৃণমূলের তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছিল ওই বিজেপি প্রার্থীকে । তৃণমূলের দলবলই রাতের অন্ধকারে এই কাণ্ড ঘটিয়েছে । নিতুশ্রী দাস অধিকারী বলেন," আমি বিজেপি প্রার্থী ছিলাম ৷ ভোটে হেরে যাই ৷ তৃণমূলের তরফ থেকে আমাকে হুমকি দেওয়া হয় এর আগে ৷ এখন আমার পুকুরের মাছ বিষ দিয়ে মেরে দিয়েছে ৷ পাঁচ কুইন্টালের উপর মাছ মারা গিয়েছে ৷ এরপর আর কী কী হবে জানি না ৷" তবে তাঁর তোলা অভিযোগ অস্বীকার করেছেন সাগর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক সন্দীপ পাত্র । তিনি বলেন, "বিভিন্ন কারণে মাছের মড়ক হতে পারে । তার জন্য তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে । তবে এই খবর পেয়েছি । আমাদেরও বুথ সভাপতির পুকুরের মাছ নষ্ট হয়েছে । তখন কিন্তু আমরা ভিত্তিহীন অভিযোগ করিনি ।"

আরও পড়ুন: ক্যানিংয়ের তৃণমূল বুথ সভাপতি খুনের ঘটনায় গ্রেফতার তিন

এই ঘটনায় সাগর থানায় অভিযোগ দায়ের করেছে ওই প্রার্থীর পরিবার । পুলিশ তদন্ত শুরু করেছে । বিজেপি নেতা খগেন মণ্ডল বলেন, "তৃণমূল চক্রান্ত করে বিজেপিকে হারিয়েছে । তারপর বিজেপির প্রার্থীদের বাড়িতে আক্রমণ চালাচ্ছে এবং বিজেপির প্রার্থীর বাড়ির পুকুরে বিষ দিয়ে মাছ মেরে দিয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.