কুলপি, 23 ফেব্রুয়ারি: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ট্রেন। রক্ষীবিহীন লেভেল ক্রসিং পার হতে গিয়ে আটকে গেল পাথর বোঝাই মটরভ্যান। লেভেল ক্রসিং না থাকায় উল্টো দিক থেকে আসা লক্ষ্মীকান্তপুর লোকাল ধাক্কা দিল ভ্যানে। ভাঙল ট্রেনের ক্যাডেল গার্ড।
দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয় শিয়ালদা দক্ষিণ শাখা ।ট্রেন চলাচল ব্যাহত নামখানা লক্ষীকান্তপুর লাইনেও। কাকদ্বীপ থেকে ছেড়ে ট্রেনটি শিয়ালদহ যাচ্ছিল। করঞ্জলি ও কুলপি স্টেশনের মাঝে রক্ষীহিন লেবেল ক্রসিংয়ে পার হচ্ছিল মোটর ভ্যান। মোটর ভ্যানে ছিল ইমারতি দ্রব্য।মটর ভ্যানটি লেবেল ক্রসিংয়ে আটকে যাওয়ায় সরাসরি ট্রেন ধাক্কা মারে। দুটুকরো হয়ে মটরভ্যানটি ছিটকে পড়ে। ট্রেন থেকে ধোঁয়া উঠতে থাকে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এরপর ট্রেনটি দাঁড়িয়ে যায়।
আরও পড়ুন :টুম্পার প্যারোডি নিয়ে দ্বিধাবিভক্ত সিপিআইএম
ঘটনাস্থানে আসে রেল পুলিশ। রেল পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। রেল কর্মীরা কাজ শুরু করলেও এখনও পর্যন্ত ট্রেনটি সরানো সম্ভব হয়নি। ফলে হয়রানি হতে হয় ট্রেন যাত্রীদের। তবে বিপদ আশঙ্কা করেই আগেভাগে এলাকা ছেড়ে পালিয়ে যায় মটরভ্যানের চালক।