ETV Bharat / state

নারী নির্যাতন রোধে সচেতনতার বার্তা দিতে বর্ধমান থেকে সুন্দরবনের রাস্তায় বাউল

author img

By

Published : Jul 23, 2021, 7:04 PM IST

নারী নির্যাতন রোধে মানুষকে সচেতন করতে সুদূর পূর্ব বর্ধমান থেকে সুন্দরবনের পথে বাউল শিল্পী ৷ সুন্দরবনবাসীদের সচেতন করতে একতারা হাতে বেরিয়ে পড়েছেন রাস্তায় ৷

বাউল
বাউল

সুন্দরবন, 23 জুলাই : নারী নির্যাতনের ঘটনা নতুন নয় । অ্যাসিড হামলা থেকে শুরু করে বধূ নির্যাতন, যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে ৷ করোনায় গৃহবন্দি পরিস্থিতিতে মেয়েরা বেশি করে গার্হস্থ্য হিংসার শিকার হচ্ছেন ৷ এই নারী নির্যাতন বন্ধ করতে দীর্ঘদিন ধরে জেলায় জেলায় ঘুরে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিচ্ছেন পূর্ব বর্ধমানের বাউল শিল্পী স্বপন দত্ত ৷

নারী নির্যাতন রোধে মানুষকে সচেতন করতে এবার তাঁর গন্তব্য সুন্দরবন ৷ সুন্দরবনবাসীদের সচেতন করতে একতারা হাতে বেরিয়ে পড়েছেন রাস্তায় ৷ তাঁর গানের প্রতিটি কথায় নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের সুর স্পষ্ট ৷ অ্যাসিড হামলার বিরুদ্ধে প্রতিবাদ থেকে সরকারকে কঠিন আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি, কী নেই তাঁর সচেতনতার বাউল বার্তায় ৷

আরও পড়ুন : শিকল ছাড়া উপায় নেই, মানসিক ভারসাম্যহীন ছেলের সুস্থতার আশায় পরিবার

গানের মাধ্যমে একদিকে যেমন মা-বোনেদের সম্মান রক্ষার কথা বলেন, ঠিক তেমনি নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আবেদনও করেন বাউল শিল্পী স্বপন দত্ত ।

তিনি বলেন, ‘‘নারী আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছে, তাহলে কেন আমরা নারীকে অসম্মান করব ৷ যারা বধূ নির্যাতন, গণধর্ষণ, শ্লীলতাহানির মতো খারাপ কাজ করে, সরকারের উচিত সেইসব দুষ্কৃতীদের কঠোর আইন করে শাস্তি দেওয়া ৷’’

সুন্দরবন, 23 জুলাই : নারী নির্যাতনের ঘটনা নতুন নয় । অ্যাসিড হামলা থেকে শুরু করে বধূ নির্যাতন, যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে ৷ করোনায় গৃহবন্দি পরিস্থিতিতে মেয়েরা বেশি করে গার্হস্থ্য হিংসার শিকার হচ্ছেন ৷ এই নারী নির্যাতন বন্ধ করতে দীর্ঘদিন ধরে জেলায় জেলায় ঘুরে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিচ্ছেন পূর্ব বর্ধমানের বাউল শিল্পী স্বপন দত্ত ৷

নারী নির্যাতন রোধে মানুষকে সচেতন করতে এবার তাঁর গন্তব্য সুন্দরবন ৷ সুন্দরবনবাসীদের সচেতন করতে একতারা হাতে বেরিয়ে পড়েছেন রাস্তায় ৷ তাঁর গানের প্রতিটি কথায় নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের সুর স্পষ্ট ৷ অ্যাসিড হামলার বিরুদ্ধে প্রতিবাদ থেকে সরকারকে কঠিন আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি, কী নেই তাঁর সচেতনতার বাউল বার্তায় ৷

আরও পড়ুন : শিকল ছাড়া উপায় নেই, মানসিক ভারসাম্যহীন ছেলের সুস্থতার আশায় পরিবার

গানের মাধ্যমে একদিকে যেমন মা-বোনেদের সম্মান রক্ষার কথা বলেন, ঠিক তেমনি নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আবেদনও করেন বাউল শিল্পী স্বপন দত্ত ।

তিনি বলেন, ‘‘নারী আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছে, তাহলে কেন আমরা নারীকে অসম্মান করব ৷ যারা বধূ নির্যাতন, গণধর্ষণ, শ্লীলতাহানির মতো খারাপ কাজ করে, সরকারের উচিত সেইসব দুষ্কৃতীদের কঠোর আইন করে শাস্তি দেওয়া ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.