ETV Bharat / state

ছাত্রীদের কটূক্তি করার প্রতিবাদ করে আক্রান্ত TMCP-র সদস্যরা - parulia

কলেজ ছাত্রীদের কুকথা বলেছিল প্রথম বর্ষের কয়েক জন ৷ তার প্রতিবাদ করেছিল তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজন সদস্য ৷ আর তার পরই কলেজের প্রথম বর্ষের জনাকয়েক ছাত্র বহিরাগতদের এনে হামলা চালায় তাদের উপর । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । চারজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভরতি ।

কলেজ ছাত্রদের উপর হামলা
author img

By

Published : Sep 25, 2019, 10:32 PM IST

Updated : Sep 25, 2019, 10:59 PM IST

পারুলিয়া, 25 সেপ্টেম্বর : কলেজের ছাত্রীদের কটূক্তির প্রতিবাদ করে বহিরাগতদের হাতে আক্রান্ত কলেজের তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের সদস্যরা । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার পারুলিয়া কোস্টালের সরিষা শিশুরাম দাস কলেজের । ঘটনায় কলেজের চার ছাত্র আহত হয়েছে ।

গতকাল প্রথম বর্ষের কয়েকজন ছাত্র কলেজের ছাত্রীদের কটূক্তি করে । ছাত্রীরা তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের সদস্যদের জানালে এই নিয়ে অভিযুক্ত ছাত্রদের সতর্ক করা হলে সমস্যা মিটে যায় । কিন্তু আজ সকালে ওই ছাত্ররা বহিরাগতদের সঙ্গে নিয়ে এসে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের হামলা করে । মারধর করে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

জখম অবস্থায় হাসপাতালে ভরতি ওই চার ছাত্র । অভিযোগ, লাঠি, বাঁশ, রড দিয়ে তাদের উপর চড়াও হয় বহিরাগতরা । কলেজের CCTV ফুটেজ দেখে দোষীদের শাস্তি দেওয়ারও দাবি করে তারা ।

তবে এবিষয়ে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি ছাত্রদের তরফে । অভিযোগ হলেই ঘটনার তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে পুলিশ ।

পারুলিয়া, 25 সেপ্টেম্বর : কলেজের ছাত্রীদের কটূক্তির প্রতিবাদ করে বহিরাগতদের হাতে আক্রান্ত কলেজের তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের সদস্যরা । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার পারুলিয়া কোস্টালের সরিষা শিশুরাম দাস কলেজের । ঘটনায় কলেজের চার ছাত্র আহত হয়েছে ।

গতকাল প্রথম বর্ষের কয়েকজন ছাত্র কলেজের ছাত্রীদের কটূক্তি করে । ছাত্রীরা তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের সদস্যদের জানালে এই নিয়ে অভিযুক্ত ছাত্রদের সতর্ক করা হলে সমস্যা মিটে যায় । কিন্তু আজ সকালে ওই ছাত্ররা বহিরাগতদের সঙ্গে নিয়ে এসে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের হামলা করে । মারধর করে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

জখম অবস্থায় হাসপাতালে ভরতি ওই চার ছাত্র । অভিযোগ, লাঠি, বাঁশ, রড দিয়ে তাদের উপর চড়াও হয় বহিরাগতরা । কলেজের CCTV ফুটেজ দেখে দোষীদের শাস্তি দেওয়ারও দাবি করে তারা ।

তবে এবিষয়ে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি ছাত্রদের তরফে । অভিযোগ হলেই ঘটনার তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে পুলিশ ।

Intro:ছাত্রীদের কটূক্তি করার প্রতিবাদ করাই বহিরাগতদের হাতে আক্রান্ত কলেজের ছাত্ররা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সরিষা শিশুরাম দাস কলেজে। ঘটনায় আহত হন কলেজের চার ছাত্র।
জানা যায় গতকাল প্রথম বর্ষের কয়েকজন ছাত্র কলেজের ছাত্রীদেরকে কটুক্তি করে পরে ওই ছাত্রীরা কলেজের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের সদস্যদের জানালে এ নিয়ে প্রথম বর্ষের ছাত্রদেরকে সতর্ক করে। অবশ্য গতকাল এই সমস্যা মিটে গিয়েছিলো। কিন্তু আজ কলেজ খুললেই ওই প্রথম বর্ষের ছাত্ররা বহিরাগতদের নিয়ে কলেজের মধ্যে ঢুকে বেধড়ক মারধর করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে চার ছাত্র। অভিযোগ তাদেরকে লাঠি বাস রড দিয়ে বেধড়ক মারধর করা হয়।আহত ছাত্ররা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র শাকিল আহমেদ জাকারিয়া শেখ রাকেশ খান ও হাবিবুর শেখ।
তবে ছাত্র ছাত্রীদের দাবি অবিলম্বে কলেজের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে।
এ বিষয়ে থানায় ছাত্রদের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর।Body:কলেজ চত্বরে উত্তেজনা থাকায় পুলিশ মতায়ম হয়েছে। পুলিশ সূত্রে দাবি কলেজে ঝামেলার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ হলেই ঘটনার তদন্ত শুরু করবে পুলিশ।Conclusion:Intro ও body তে কপি দিলাম
Last Updated : Sep 25, 2019, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.