ETV Bharat / state

TMC youth leader shot : উস্থিতে যুব তৃণমূল নেতাকে গুলি দুষ্কৃতীদের, অভিযুক্ত স্থানীয় বিধায়ক - TMC youth leader shot at in Usthi

আক্রান্ত সুজাউদ্দিন গাজী মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের উত্তর কুসুম অঞ্চলের যুব তৃণমূল সভাপতি । দলীয় কাজ সেরে বাড়ি ফেরার সময় তাঁর উপর হামলা চালায় একদল দুষ্কৃতী (TMC youth leader shot at in Usthi) ৷

Usthi
উস্তিতে শ্যুটআউট
author img

By

Published : Dec 20, 2021, 7:13 AM IST

Updated : Dec 20, 2021, 7:40 AM IST

উস্থি, 20 ডিসেম্বর : উস্থিতে যুব তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টা ৷ দলীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন স্থানীয় যুব তৃণমূলের সভাপতি সুজাউদ্দিন গাজী ৷ সেসময়েই তাঁকে গুলি করে খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা (TMC youth leader shot at in Usthi) । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার উস্থি থানার উত্তর কুসুমে ।

আক্রান্ত সুজাউদ্দিন গাজী মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের উত্তর কুসুম অঞ্চলের যুব তৃণমূল সভাপতি । রাতে দলীয় কার্যালয় থেকে কাজ সেরে বাড়ি থেকে ফেরার সময় কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে বানেশ্বরপুর হাসপাতালে নিয়ে যায় । অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে কলকাতায় রেফার করা হয় ।

এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । মোতায়েন করা হয়েছে পুলিশ । ইতিমধ্যেই এই ঘটনায় তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে । মগরাহাট পশ্চিমের বিধায়ক যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন ।

উস্থিতে যুব তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টা ৷

আরও পড়ুন : উস্তিতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, জখম 5

ডায়মন্ডহারবারের এসডিপিও মিতুনকুমার দে'র নেতৃত্বে পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে । সুজাউদ্দিনের পরিবারের অভিযোগ, স্থানীয় বিধায়কই এই ঘটনার পেছনে রয়েছেন । দিনকয়েক আগেই স্থানীয় বিধায়কের সুজাউদ্দিনকে হুমকি দেওয়ার অডিয়ো ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে । তা ছাড়া সুজাউদ্দিনকে একাধিক বার প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

উস্থি, 20 ডিসেম্বর : উস্থিতে যুব তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টা ৷ দলীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন স্থানীয় যুব তৃণমূলের সভাপতি সুজাউদ্দিন গাজী ৷ সেসময়েই তাঁকে গুলি করে খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা (TMC youth leader shot at in Usthi) । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার উস্থি থানার উত্তর কুসুমে ।

আক্রান্ত সুজাউদ্দিন গাজী মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের উত্তর কুসুম অঞ্চলের যুব তৃণমূল সভাপতি । রাতে দলীয় কার্যালয় থেকে কাজ সেরে বাড়ি থেকে ফেরার সময় কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে বানেশ্বরপুর হাসপাতালে নিয়ে যায় । অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে কলকাতায় রেফার করা হয় ।

এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । মোতায়েন করা হয়েছে পুলিশ । ইতিমধ্যেই এই ঘটনায় তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে । মগরাহাট পশ্চিমের বিধায়ক যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন ।

উস্থিতে যুব তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টা ৷

আরও পড়ুন : উস্তিতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, জখম 5

ডায়মন্ডহারবারের এসডিপিও মিতুনকুমার দে'র নেতৃত্বে পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে । সুজাউদ্দিনের পরিবারের অভিযোগ, স্থানীয় বিধায়কই এই ঘটনার পেছনে রয়েছেন । দিনকয়েক আগেই স্থানীয় বিধায়কের সুজাউদ্দিনকে হুমকি দেওয়ার অডিয়ো ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে । তা ছাড়া সুজাউদ্দিনকে একাধিক বার প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Last Updated : Dec 20, 2021, 7:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.