ETV Bharat / state

Post poll Death: তৃণমূল কর্মীকে গুলি করে খুন, এবার দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে

ভাঙড়, ক্যানিংয়ের পর এবার দক্ষিন 24 পরগনার বিষ্ণপুরে তৃণমূল কর্মীকে গুলি করে খুন । শুক্রবার রাতে তৃণমূলের প্রলয় মণ্ডলকে একেবারে সামনে থেকে গুলি করা হয় । নিহত প্রলয় প্রোমোটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন ।

Post poll Death
তৃণমূল কর্মীকে গুলি করে খুন
author img

By

Published : Jul 15, 2023, 12:36 PM IST

Updated : Jul 15, 2023, 1:25 PM IST

তৃণমূল কর্মীকে গুলি করে খুন

বিষ্ণুপুর, 15 জুলাই: ফের দক্ষিণ 24 পরগনায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন ৷ এবার বিষ্ণুপুরে ৷ শুক্রবার রাতে তৃণমূল কর্মী প্রলয় মণ্ডলকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় । ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ । পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ১০টা নাগাদ দক্ষিণ বাগি এলাকায় বাইকে করে বাড়ি ফিরছিলেন প্রলয়। তখনই তাঁকে একেবারে সামনে থেকে খুন করে দুষ্কৃতীরা ।

নিহত প্রলয় মণ্ডল তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন ৷ পাশাপাশি তিনি প্রোমোটিংয়ের কাজ করতেন । শুক্রবার রাতে হামলার পর তাঁকে আমতলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । ঘটনায় এলাকার এক দুষ্কৃতীর উপর অভিযোগের তীর । প্রলয়ের মা তরুলতা মণ্ডল জানাচ্ছেন, বীরেন মন্ডল নামে ওই দুষ্কৃতী তাঁর ছেলেকে গুলি করে খুন করে । যদিও, স্থানীয়রা জানাচ্ছেন, বীরেন মণ্ডল দীর্ঘদিন ওই এলাকার বাইরে ।

প্রলয়ের পরিবারের দাবি, বীরেন না থাকলেও তার নির্দেশেই গুলি চলে । জানা যাচ্ছে, ভাই প্রণব মণ্ডলকে সমাজ বিরোধী কার্যকলাপ থেকে সরিয়ে আনতে চেয়েছিলেন প্রলয় । বীরেনের সঙ্গেই আগে সমাজবিরোধী কার্যকলাপে যুক্ত ছিলেন প্রণব । 2021 সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় প্রণব । তারপর থেকেই শত্রুতার সূত্রপাত । বিজেপির হয়ে বীরেন কাজ করায় রাজনৈতিক দ্বন্দ বাড়তে শুরু করে ।

পঞ্চায়েত ভোটের সময় থেকেই বীরেনের লোকেদের নজর ছিল প্রলয়ের উপর বলে অভিযোগ । সেই পুরনো শত্রুতা থেকেই খুন করা হয়েছে প্রলয় মণ্ডলকে বলে জানাচ্ছেন ভাই প্রণব মণ্ডল। বীরেনের লোকজনদের প্রলয়ের বাড়ির বাইরে মাঝে মাঝেই দেখা যেত বলে জানাচ্ছেন স্থানীয়রা । মনে করা হচ্ছে, প্রলয়ের গতিবিধির উপ লক্ষ্য রাখার পরই তাঁকে খুন করা হয় ।

আরও পড়ুন:Post Poll Violence: ক্যানিংয়ে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ আইএসএফের বিরুদ্ধে

ভোট পরবর্তী হিংসায় গত 2 দিনে দক্ষিণ 24 পরগনায় 3 তৃণমূল কর্মী খুন হলেন ৷ ভাঙড়, বাসন্তীর পর এবার বিষ্ণুপুরে খুন । বীরেনের খোঁজ চালাচ্ছে পুলিশ । রাত থেকেই থমথমে বিষ্ণপুর পঞ্চায়েত এলাকা ।

তৃণমূল কর্মীকে গুলি করে খুন

বিষ্ণুপুর, 15 জুলাই: ফের দক্ষিণ 24 পরগনায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন ৷ এবার বিষ্ণুপুরে ৷ শুক্রবার রাতে তৃণমূল কর্মী প্রলয় মণ্ডলকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় । ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ । পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ১০টা নাগাদ দক্ষিণ বাগি এলাকায় বাইকে করে বাড়ি ফিরছিলেন প্রলয়। তখনই তাঁকে একেবারে সামনে থেকে খুন করে দুষ্কৃতীরা ।

নিহত প্রলয় মণ্ডল তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন ৷ পাশাপাশি তিনি প্রোমোটিংয়ের কাজ করতেন । শুক্রবার রাতে হামলার পর তাঁকে আমতলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । ঘটনায় এলাকার এক দুষ্কৃতীর উপর অভিযোগের তীর । প্রলয়ের মা তরুলতা মণ্ডল জানাচ্ছেন, বীরেন মন্ডল নামে ওই দুষ্কৃতী তাঁর ছেলেকে গুলি করে খুন করে । যদিও, স্থানীয়রা জানাচ্ছেন, বীরেন মণ্ডল দীর্ঘদিন ওই এলাকার বাইরে ।

প্রলয়ের পরিবারের দাবি, বীরেন না থাকলেও তার নির্দেশেই গুলি চলে । জানা যাচ্ছে, ভাই প্রণব মণ্ডলকে সমাজ বিরোধী কার্যকলাপ থেকে সরিয়ে আনতে চেয়েছিলেন প্রলয় । বীরেনের সঙ্গেই আগে সমাজবিরোধী কার্যকলাপে যুক্ত ছিলেন প্রণব । 2021 সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় প্রণব । তারপর থেকেই শত্রুতার সূত্রপাত । বিজেপির হয়ে বীরেন কাজ করায় রাজনৈতিক দ্বন্দ বাড়তে শুরু করে ।

পঞ্চায়েত ভোটের সময় থেকেই বীরেনের লোকেদের নজর ছিল প্রলয়ের উপর বলে অভিযোগ । সেই পুরনো শত্রুতা থেকেই খুন করা হয়েছে প্রলয় মণ্ডলকে বলে জানাচ্ছেন ভাই প্রণব মণ্ডল। বীরেনের লোকজনদের প্রলয়ের বাড়ির বাইরে মাঝে মাঝেই দেখা যেত বলে জানাচ্ছেন স্থানীয়রা । মনে করা হচ্ছে, প্রলয়ের গতিবিধির উপ লক্ষ্য রাখার পরই তাঁকে খুন করা হয় ।

আরও পড়ুন:Post Poll Violence: ক্যানিংয়ে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ আইএসএফের বিরুদ্ধে

ভোট পরবর্তী হিংসায় গত 2 দিনে দক্ষিণ 24 পরগনায় 3 তৃণমূল কর্মী খুন হলেন ৷ ভাঙড়, বাসন্তীর পর এবার বিষ্ণুপুরে খুন । বীরেনের খোঁজ চালাচ্ছে পুলিশ । রাত থেকেই থমথমে বিষ্ণপুর পঞ্চায়েত এলাকা ।

Last Updated : Jul 15, 2023, 1:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.