পাথরপ্রতিমা, 2 জুন : ডায়মন্ডহারবারের পর এ বার পাথরপ্রতিমার ভাঙন কবলিত এলাকার মানুষের পাশে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । আজ পাথরপ্রতিমায় মহেন্দ্রপুর শিবপ্রসাদ ভগবানচন্দ্র হাইস্কুল মাঠে নামে তাঁর হেলিকপ্টার । পাথরপ্রতিমা পঞ্চায়েতে দেবীরচক ত্রাণশিবিরে গিয়ে মানুষের সঙ্গে কথাবার্তা বলেন তিনি ।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলার তৃণমূলের যুব সভাপতি শওকত মোল্লা ৷ ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা ও পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা ।
আরও পড়ুন: যশের দাপটে বানভাসি মৌসুনিতে চলছে ঘুরে দাঁড়ানোর লড়াই
ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাঁদেরকে সাহায্যের আশ্বাস দেন অভিষেক ৷ খুব শিগগিরই রাজ্য সরকারের দুয়ারে ত্রাণ তাঁদের কাছে পৌঁছে যাবে বলে আশ্বাস তাঁর ৷ এরপর নদী বাঁধ পরিদর্শন করার জন্য গোপালনগরের উদ্দেশে নদীপথে বেরিয়ে যান অভিষেক ।