ETV Bharat / state

Bhangar Post Poll Violence: ভাঙড়ে হিংসায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট সওকত, সিবিআই তদন্তের দাবি নওশাদের - তৃণমূল কংগ্রেস

মনোনয়ন পর্ব থেকে গণনার শেষ, বারবার উত্তপ্ত হয়েছে দক্ষিণ 24 পরগনার ভাঙড় ৷ নিহতের সংখ্যা একাধিক ৷ মঙ্গলবার রাতেও উত্তেজনা ছড়ায় ৷ তিনজন নিহত হয় ৷ এই ঘটনায় পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট তৃণমূলের সওকত মোল্লা ৷ এই নিয়ে সিবিআই তদন্তের দাবি তুলেছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷

Bhangar Post Poll Violence
Bhangar Post Poll Violence
author img

By

Published : Jul 13, 2023, 2:46 PM IST

Updated : Jul 13, 2023, 3:40 PM IST

সিবিআই তদন্তের দাবি ভাঙড়ের বিধায়ক আইএসএফ-এর নওশাদ সিদ্দিকীর

ভাঙড়, 13 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকেই বারবার উত্তপ্ত হয়েছে দক্ষিণ 24 পরগনার ভাঙড় ৷ বোমাবাজি, গুলির লড়াইয়ে প্রাণহানিও হয়েছে ৷ সেই মৃত্যুর মিছিল অব্যাহত রয়ে যায় ভোটের গণনার পরও ৷ মঙ্গলবার গভীর রাতে ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষে প্রাণ যায় তিনজনের ৷ এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ একদিকে তৃণমূল কংগ্রেসের নেতা সওকত মোল্লা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ অন্যদিকে ভাঙড়ের বিধায়ক আইএসএফ-এর নওশাদ সিদ্দিকী এই ঘটনায় সিবিআই তদন্ত করেছেন ৷

তৃণমূল কংগ্রেসের নেতা সওকত মোল্লা বলেন, ‘‘আমরা পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নই । স্বাধীনতার পর এই ধরনের তাণ্ডব, সন্ত্রাস হল । ভাঙড়ের মানুষ এরকম হিংসা দেখেনি ।” যদিও বিরোধীরা বারবার ভাঙড়ের অশান্তি নিয়ে কাঠগড়ায় তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে ৷ তাই এই ঘটনাতেও তৃণমূল জড়িত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ তাঁর বক্তব্য, তদন্ত হলে সবটাই সামনে আসবে । তিনি এই নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন ৷ প্রয়োজনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি ৷

ভাঙড়ের বিভিন্ন এলাকার বাসিন্দারা আতঙ্কিত ৷ তার মধ্যেই মঙ্গলবার রাতের ঘটনার তদন্ত চলছে ৷ এলাকায় গিয়েছে ফরেনসিক দলও ৷ এরই মধ্যে গণনা কেন্দ্রে গিয়ে তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন নওশাদ সিদ্দিকী ৷ তিনি বলেন, “আমরা কাল রাত 8টায় জানতে পারি দুই জেলা পরিষদ প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে । অথচ রাত 12টা বেজে গেলেও শংসাপত্র দেওয়া হয়নি ।’’

তিনি আরও বলেন, ‘‘পরে একজনকে শংসাপত্র দিলেও আরেক প্রার্থী জাহানারা বিবিকে দেওয়া হয়নি । উনি আরাবুল-ঘনিষ্ঠের বিরুদ্ধে লড়েছিলেন । আরাবুল দুষ্কৃতী নিয়ে গণনাকেন্দ্রে গিয়ে হামলা করেন, মারধরও করেন । আরাবুল গণনাকেন্দ্র দখল নিলেন, সরকারি আধিকারিকরা কী করছিলেন ? আমরা এই ঘটনার তদন্তে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি । আমরা আদালতে যাব ।”

আরও পড়ুন: গণনা ঘিরে একাধিক খুন দক্ষিণ 24 পরগনায়, উত্তপ্ত ভাঙড়-রায়দিঘি

সিবিআই তদন্তের দাবি ভাঙড়ের বিধায়ক আইএসএফ-এর নওশাদ সিদ্দিকীর

ভাঙড়, 13 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকেই বারবার উত্তপ্ত হয়েছে দক্ষিণ 24 পরগনার ভাঙড় ৷ বোমাবাজি, গুলির লড়াইয়ে প্রাণহানিও হয়েছে ৷ সেই মৃত্যুর মিছিল অব্যাহত রয়ে যায় ভোটের গণনার পরও ৷ মঙ্গলবার গভীর রাতে ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষে প্রাণ যায় তিনজনের ৷ এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ একদিকে তৃণমূল কংগ্রেসের নেতা সওকত মোল্লা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ অন্যদিকে ভাঙড়ের বিধায়ক আইএসএফ-এর নওশাদ সিদ্দিকী এই ঘটনায় সিবিআই তদন্ত করেছেন ৷

তৃণমূল কংগ্রেসের নেতা সওকত মোল্লা বলেন, ‘‘আমরা পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নই । স্বাধীনতার পর এই ধরনের তাণ্ডব, সন্ত্রাস হল । ভাঙড়ের মানুষ এরকম হিংসা দেখেনি ।” যদিও বিরোধীরা বারবার ভাঙড়ের অশান্তি নিয়ে কাঠগড়ায় তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে ৷ তাই এই ঘটনাতেও তৃণমূল জড়িত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ তাঁর বক্তব্য, তদন্ত হলে সবটাই সামনে আসবে । তিনি এই নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন ৷ প্রয়োজনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি ৷

ভাঙড়ের বিভিন্ন এলাকার বাসিন্দারা আতঙ্কিত ৷ তার মধ্যেই মঙ্গলবার রাতের ঘটনার তদন্ত চলছে ৷ এলাকায় গিয়েছে ফরেনসিক দলও ৷ এরই মধ্যে গণনা কেন্দ্রে গিয়ে তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন নওশাদ সিদ্দিকী ৷ তিনি বলেন, “আমরা কাল রাত 8টায় জানতে পারি দুই জেলা পরিষদ প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে । অথচ রাত 12টা বেজে গেলেও শংসাপত্র দেওয়া হয়নি ।’’

তিনি আরও বলেন, ‘‘পরে একজনকে শংসাপত্র দিলেও আরেক প্রার্থী জাহানারা বিবিকে দেওয়া হয়নি । উনি আরাবুল-ঘনিষ্ঠের বিরুদ্ধে লড়েছিলেন । আরাবুল দুষ্কৃতী নিয়ে গণনাকেন্দ্রে গিয়ে হামলা করেন, মারধরও করেন । আরাবুল গণনাকেন্দ্র দখল নিলেন, সরকারি আধিকারিকরা কী করছিলেন ? আমরা এই ঘটনার তদন্তে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি । আমরা আদালতে যাব ।”

আরও পড়ুন: গণনা ঘিরে একাধিক খুন দক্ষিণ 24 পরগনায়, উত্তপ্ত ভাঙড়-রায়দিঘি

Last Updated : Jul 13, 2023, 3:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.