ETV Bharat / state

Post Poll Violence: ভাঙড়ে তৃণমূল নেতাকে গুলির ঘটনায় আইএসএফ-বিজেপিকে দায়ী করলেন সওকত-আরাবুলরা - তৃণমূল বিধায়ক সওকত মোল্লা

মঙ্গলবার ভাঙড়ে দুষ্কৃতীদের গুলিতে আহতন হন এক তৃণমূল কর্মী ৷ তাঁকে হাসপাতালে দেখতে যান তৃণমূল বিধায়ক সওকত মোল্লা ৷ ঘটনায় আইএসএফ এবং বিজেপিকে দায়ী করছে সওকত-আরাবুলরা ৷

ETV Bharat
হাসপাতালে সওকত মোল্লা
author img

By

Published : Jul 19, 2023, 2:55 PM IST

উত্তপ্ত ভাঙড়ে গুলিবিদ্ধ কর্মীর সঙ্গে দেখা করতে যান তৃণমূল বিধায়ক সওকত মোল্লা

ভাঙড়, 19 জুলাই: ভাঙড়ে তৃণমূল নেতাকে গুলির ঘটনায় দায়ী আইএসএফ-বিজেপি । ভাঙড়ে এসে অভিযোগ তৃণমূল বিধায়ক সওকত মোল্লা সহ আরাবুল ইসলামের । বুধবার সকালে ভাঙড়ে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে দেখতে যান তৃণমূল বিধায়ক সওকত মোল্লা ৷ তিনি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলেন ৷ এছাড়া বিজেপিরও মদত আছে বলে অভিযোগ করেন ৷ পঞ্চায়েত ভোটের আগে থেকেই অশান্ত ভাঙড় ৷ এখনও সেখানে বোমা, গুলি চলছে ৷

ভোট পর্ব মিটলেও ভাঙড়ে জারি 144 ধারা ৷ এরই মধ্যে তৃণমূল নেতা হাতেম মোল্লার উপর চলল গুলি । আহত মোল্লা এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই ঘটনার পর স্বভাবতই আতঙ্কে রয়েছেন তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যরা ৷ আইএসএফের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছেন সওকল মোল্লা ও আরাবুল ইসলাম ৷ যদিও আইএসএফ সেই অভিযোগ অস্বীকার করেছে ৷

ঘটনার পর এলাকায় রুটমার্চ করছে পুলিশ ৷ বুধবার সকালে ভাঙড়ে ওই জখম তৃণমূল কর্মীকে হাসপাতালে গিয়ে দেখেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা ৷ হাতেম মোল্লার পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি ৷

আরও পড়ুন: নাম পরিবর্তন হলেই মনোভাব বদলায় না, বিরোধী জোটকে কটাক্ষ সুকান্তর

এদিন সওকত সাংবাদিকদের বলেন, "ভাঙড়ে কেউ নিরাপদ নন ৷ আরাবুল, হাকিমুল সবাই আতঙ্কে রয়েছেন ৷ 144 ধারা জারি থাকা সত্ত্বেও বোমা-গুলির বৃষ্টি চলছে, তাতে বলার কিছু নেই ৷ মানুষ ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে ৷" তিনি প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের অনুরোধ জানিয়েছেন ৷ তিনি আরও জানান, 144 ধারা উঠলেও তৃণমূল এলাকায় গণতান্ত্রিক আন্দোলন জারি রাখবে ৷ তিন জন তৃণমূল কর্মী খুন হয়েছেন ৷ আর পুলিশের এনকাউন্টারে আইএসএফের তিন জন কর্মীর মৃত্যু হয়েছে ৷ সওকত মোল্লার দাবি, এই অবস্থায় বিডিও ভয়ে অফিসে আসছেন না ৷

পুলিশের ভূমিকা নিয়ে সওকতের অভিযোগ, পুলিশের একটা অংশ তো নিষ্ক্রিয় ৷ তাঁর প্রশ্ন, 144 ধারার মধ্যে কীভাবে গুলি চলল ? তৃণমূল নেতার আরও অভিযোগ, এই হিংসার ঘটনার পিছনে বিজেপির মদত রয়েছে ৷ বিজেপির নাম না করে তিনি বলেন, "ওরা রাজনৈতিকভাবে হেরে গিয়েছে ৷ তাই বাংলাতে 355 ধারা জারি করতে এই ধরনের রাজনৈতিক খেলা ৷"

আরও পড়ুন: পুলিশি হেনস্থার অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের জয়ী বিজেপি প্রার্থীরা

সওকত মোল্লার পাশাপাশি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন আরাবুল ইসলাম, কাইজার আহমেদ, হাকিমুল ইসলাম, আহসান মোল্লারা ৷ হাতেমের প্রাণনাশের আশঙ্কা করছেন আরাবুল ইসলামও ৷ তিনি বলেন, "আমায় এবং আমার ছেলেকে খুনের চক্রান্ত করছে আইএসএফ ৷"

উত্তপ্ত ভাঙড়ে গুলিবিদ্ধ কর্মীর সঙ্গে দেখা করতে যান তৃণমূল বিধায়ক সওকত মোল্লা

ভাঙড়, 19 জুলাই: ভাঙড়ে তৃণমূল নেতাকে গুলির ঘটনায় দায়ী আইএসএফ-বিজেপি । ভাঙড়ে এসে অভিযোগ তৃণমূল বিধায়ক সওকত মোল্লা সহ আরাবুল ইসলামের । বুধবার সকালে ভাঙড়ে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে দেখতে যান তৃণমূল বিধায়ক সওকত মোল্লা ৷ তিনি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলেন ৷ এছাড়া বিজেপিরও মদত আছে বলে অভিযোগ করেন ৷ পঞ্চায়েত ভোটের আগে থেকেই অশান্ত ভাঙড় ৷ এখনও সেখানে বোমা, গুলি চলছে ৷

ভোট পর্ব মিটলেও ভাঙড়ে জারি 144 ধারা ৷ এরই মধ্যে তৃণমূল নেতা হাতেম মোল্লার উপর চলল গুলি । আহত মোল্লা এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই ঘটনার পর স্বভাবতই আতঙ্কে রয়েছেন তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যরা ৷ আইএসএফের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছেন সওকল মোল্লা ও আরাবুল ইসলাম ৷ যদিও আইএসএফ সেই অভিযোগ অস্বীকার করেছে ৷

ঘটনার পর এলাকায় রুটমার্চ করছে পুলিশ ৷ বুধবার সকালে ভাঙড়ে ওই জখম তৃণমূল কর্মীকে হাসপাতালে গিয়ে দেখেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা ৷ হাতেম মোল্লার পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি ৷

আরও পড়ুন: নাম পরিবর্তন হলেই মনোভাব বদলায় না, বিরোধী জোটকে কটাক্ষ সুকান্তর

এদিন সওকত সাংবাদিকদের বলেন, "ভাঙড়ে কেউ নিরাপদ নন ৷ আরাবুল, হাকিমুল সবাই আতঙ্কে রয়েছেন ৷ 144 ধারা জারি থাকা সত্ত্বেও বোমা-গুলির বৃষ্টি চলছে, তাতে বলার কিছু নেই ৷ মানুষ ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে ৷" তিনি প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের অনুরোধ জানিয়েছেন ৷ তিনি আরও জানান, 144 ধারা উঠলেও তৃণমূল এলাকায় গণতান্ত্রিক আন্দোলন জারি রাখবে ৷ তিন জন তৃণমূল কর্মী খুন হয়েছেন ৷ আর পুলিশের এনকাউন্টারে আইএসএফের তিন জন কর্মীর মৃত্যু হয়েছে ৷ সওকত মোল্লার দাবি, এই অবস্থায় বিডিও ভয়ে অফিসে আসছেন না ৷

পুলিশের ভূমিকা নিয়ে সওকতের অভিযোগ, পুলিশের একটা অংশ তো নিষ্ক্রিয় ৷ তাঁর প্রশ্ন, 144 ধারার মধ্যে কীভাবে গুলি চলল ? তৃণমূল নেতার আরও অভিযোগ, এই হিংসার ঘটনার পিছনে বিজেপির মদত রয়েছে ৷ বিজেপির নাম না করে তিনি বলেন, "ওরা রাজনৈতিকভাবে হেরে গিয়েছে ৷ তাই বাংলাতে 355 ধারা জারি করতে এই ধরনের রাজনৈতিক খেলা ৷"

আরও পড়ুন: পুলিশি হেনস্থার অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের জয়ী বিজেপি প্রার্থীরা

সওকত মোল্লার পাশাপাশি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন আরাবুল ইসলাম, কাইজার আহমেদ, হাকিমুল ইসলাম, আহসান মোল্লারা ৷ হাতেমের প্রাণনাশের আশঙ্কা করছেন আরাবুল ইসলামও ৷ তিনি বলেন, "আমায় এবং আমার ছেলেকে খুনের চক্রান্ত করছে আইএসএফ ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.