ETV Bharat / state

TMC-ISF Clash in Bhangar: ভাঙড়ে তৃণমূল-আইএসএফের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা - TMC leader arrested after clash with ISF

ভাঙড়ে তৃণমূল এবং আইএসএফের সংঘর্ষের ঘটনায় (TMC-ISF Clash in Bhangar) জড়িত থাকার জন্য এবার গ্রেফতার করা হল এক তৃণমূল নেতাকে ৷ তাঁকে নিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত মোট 57 জনকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর ৷

TMC leader arrested
তৃণমূল আইএসএফের সংঘর্ষ
author img

By

Published : Feb 6, 2023, 4:46 PM IST

ভাঙড়, 6 ফেব্রুয়ারি: এবার ভাঙড়ে তৃণমূল (TMC) এবং আইএসএফের (ISF) সংঘর্ষের ঘটনায় শাসকদলের নেতাকে (TMC Leader) গ্রেফতার করল পুলিশ । ধৃতের নাম জহিরুল মোল্লা। তিনি দক্ষিণ 24 পরগনার চালতাবেড়িয়ার তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি । পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত থাকার বেশ কিছু তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে । প্রসঙ্গত, গত 21 জানুয়ারির তৃণমূল এবং আইএসএফের সংঘর্ষের ঘটনায় এই প্রথম কোনও শাসক দলের নেতা গ্রেফতার হলেন (TMC leader arrested after clash with ISF in Bhangar) । সোমবারই তাঁকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

উল্লেখ্য, গত 21 জানুয়ারি ছিল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফের প্রতিষ্ঠা দিবস । ওই দিন কলকাতার ধর্মতলায় একটি সভা ছিল আব্বাস সিদ্দিকীর দলের । কিন্তু সকাল সকাল উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় । ভাঙড়ের হাতিশালায় তৃণমূল এবং আইএসএফের মধ্যে বচসা হয় । দু'পক্ষ একে অন্যকে আক্রমণের অভিযোগ করে । ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের অভিযোগ, আইএসএফের লোকেরা তাঁদের একাধিক দলীয় কার্যালয় ভাঙচুর করেছে । অশান্তির জন্য স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকীকে দায়ী করেন তিনি । পরে সেই ভাঙচুর হওয়া দলীয় কার্যালয় পরিদর্শনে যায় ফরেন্সিক দলও ।

আরও পড়ুন: পুলিশ-আইএসএফ খণ্ডযুদ্ধে রণক্ষেত্র ধর্মতলা, গ্রেফতার নওশাদ সিদ্দিকী

অন্যদিকে, ওই 21 জানুয়ারিই ধর্মতলায় আইএসএফের সভায় ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ এবং আইএসএফের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হন আইএসএফ বিধায়ক নওশাদ-সহ তাঁর দলের 18 জন। নওশাদ এখনও পুলিশি হেফাজতে রয়েছেন। পরে হাতিশালার অশান্তির ঘটনার বেশ কয়েক জন রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ । তবে তাঁরা সকলেই আইএসএফের। সেদিনের ঘটনার ভিডিয়ো এবং সিসিটিভি ফুটেজ দেখার পর তৃণমূল নেতা জহিরুলকেও গ্রেফতার করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। কাশীপুর থানার পুলিশের সাহায্য নিয়ে পানাপুকুর এলাকা থেকে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয় । পুলিশ সূত্রে খবর, এই নিয়ে হাতিশালাতে অশান্তির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মোট 57 জনকে গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন: ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূল-আইএসএফ সংঘর্ষে জখম 4

ভাঙড়, 6 ফেব্রুয়ারি: এবার ভাঙড়ে তৃণমূল (TMC) এবং আইএসএফের (ISF) সংঘর্ষের ঘটনায় শাসকদলের নেতাকে (TMC Leader) গ্রেফতার করল পুলিশ । ধৃতের নাম জহিরুল মোল্লা। তিনি দক্ষিণ 24 পরগনার চালতাবেড়িয়ার তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি । পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত থাকার বেশ কিছু তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে । প্রসঙ্গত, গত 21 জানুয়ারির তৃণমূল এবং আইএসএফের সংঘর্ষের ঘটনায় এই প্রথম কোনও শাসক দলের নেতা গ্রেফতার হলেন (TMC leader arrested after clash with ISF in Bhangar) । সোমবারই তাঁকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

উল্লেখ্য, গত 21 জানুয়ারি ছিল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফের প্রতিষ্ঠা দিবস । ওই দিন কলকাতার ধর্মতলায় একটি সভা ছিল আব্বাস সিদ্দিকীর দলের । কিন্তু সকাল সকাল উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় । ভাঙড়ের হাতিশালায় তৃণমূল এবং আইএসএফের মধ্যে বচসা হয় । দু'পক্ষ একে অন্যকে আক্রমণের অভিযোগ করে । ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের অভিযোগ, আইএসএফের লোকেরা তাঁদের একাধিক দলীয় কার্যালয় ভাঙচুর করেছে । অশান্তির জন্য স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকীকে দায়ী করেন তিনি । পরে সেই ভাঙচুর হওয়া দলীয় কার্যালয় পরিদর্শনে যায় ফরেন্সিক দলও ।

আরও পড়ুন: পুলিশ-আইএসএফ খণ্ডযুদ্ধে রণক্ষেত্র ধর্মতলা, গ্রেফতার নওশাদ সিদ্দিকী

অন্যদিকে, ওই 21 জানুয়ারিই ধর্মতলায় আইএসএফের সভায় ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ এবং আইএসএফের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হন আইএসএফ বিধায়ক নওশাদ-সহ তাঁর দলের 18 জন। নওশাদ এখনও পুলিশি হেফাজতে রয়েছেন। পরে হাতিশালার অশান্তির ঘটনার বেশ কয়েক জন রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ । তবে তাঁরা সকলেই আইএসএফের। সেদিনের ঘটনার ভিডিয়ো এবং সিসিটিভি ফুটেজ দেখার পর তৃণমূল নেতা জহিরুলকেও গ্রেফতার করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। কাশীপুর থানার পুলিশের সাহায্য নিয়ে পানাপুকুর এলাকা থেকে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয় । পুলিশ সূত্রে খবর, এই নিয়ে হাতিশালাতে অশান্তির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মোট 57 জনকে গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন: ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূল-আইএসএফ সংঘর্ষে জখম 4

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.