ETV Bharat / state

বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বোমাবাজি - south 24 pargana

তৃণমূলের এক পক্ষের অভিযোগ, নির্দেশখালি বাজারে তাদের কর্মীরা গেলে অন্য পক্ষের লোকজন তাদের লক্ষ্য করে বোমা ছোড়ে ৷ যদিও অপর পক্ষ অভিযোগ অস্বীকার করেছে ৷

বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ
author img

By

Published : Aug 2, 2019, 5:13 PM IST

বাসন্তী, 2 অগাস্ট : তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী । আজ সকালে বাসন্তীর নির্দেশখালিতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাধে ৷ সেই বচসার জেরে দু'পক্ষই একে অপরকে লক্ষ্য করে বোমাবাজি শুরু করে ৷ খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷ কিন্তু, পুলিশ সহজে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি ৷ পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় ৷ চালককেও মারধর করা হয় ৷

তৃণমূলের এক পক্ষের অভিযোগ, নির্দেশখালি বাজারে তাদের কর্মীরা গেলে অন্য পক্ষের লোকজন তাদের লক্ষ্য করে বোমা ছোড়ে ৷ যদিও অপর পক্ষ অভিযোগ অস্বীকার করেছে ৷ আক্রান্ত গাড়িচালক আজ়ারুল মোল্লার বক্তব্য, পুলিশকর্মীরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে নামলে গাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও ভাঙচুরের চেষ্টা করা হয় ৷ তাই তিনি গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যান ৷ পরে বাজার চত্বরে প্রায় 30জন মিলে গাড়ি দাঁড় করায় ৷ তাঁকে মারধর করে ৷ খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

এদিকে বোমাবাজির জেরে থমথমে এলাকা ৷ পুলিশ পিকেট বসানো হয়েছে ৷ পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷

বাসন্তী, 2 অগাস্ট : তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী । আজ সকালে বাসন্তীর নির্দেশখালিতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাধে ৷ সেই বচসার জেরে দু'পক্ষই একে অপরকে লক্ষ্য করে বোমাবাজি শুরু করে ৷ খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷ কিন্তু, পুলিশ সহজে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি ৷ পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় ৷ চালককেও মারধর করা হয় ৷

তৃণমূলের এক পক্ষের অভিযোগ, নির্দেশখালি বাজারে তাদের কর্মীরা গেলে অন্য পক্ষের লোকজন তাদের লক্ষ্য করে বোমা ছোড়ে ৷ যদিও অপর পক্ষ অভিযোগ অস্বীকার করেছে ৷ আক্রান্ত গাড়িচালক আজ়ারুল মোল্লার বক্তব্য, পুলিশকর্মীরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে নামলে গাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও ভাঙচুরের চেষ্টা করা হয় ৷ তাই তিনি গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যান ৷ পরে বাজার চত্বরে প্রায় 30জন মিলে গাড়ি দাঁড় করায় ৷ তাঁকে মারধর করে ৷ খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

এদিকে বোমাবাজির জেরে থমথমে এলাকা ৷ পুলিশ পিকেট বসানো হয়েছে ৷ পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷

Intro:তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে ফের উত্তপ্ত হল দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী। শুক্রবার বাসন্তীর নির্দেশখালীতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি হয়। ঘটনার জেরে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছরায় খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ এলাকায় এসে পরিস্থিতি সামাল দিতে গেলে, পুলিশের গাড়ি লক্ষ্য করে ও বোমা ছোড়া হয় বলে অভিযোগ। গাড়ি নিয়ে পালানোর সময় পুলিশ গাড়ির চালককে মারধোর করার অভিযোগ উঠেছে যুব তৃণমূল কর্মীর বিরুদ্ধে। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহলদারির পাশাপাশি এলাকায় পুলিশ পিকেটিং করা হয়েছে।Body:যুব তৃণমূল কর্মীদের দাবি তাদের অনুগামীরা যখন নির্দেশখালী বাজারে যায় তখন তাদের লক্ষ্য করে বোমা ছোড়ে মূল তৃণমূল কর্মীরা। সেই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বাসন্তী থানার নির্দেশ খালি ক্যাম্পের পুলিশ এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। সেই সময় পুলিশের গাড়ি ভাঙচুর হতে পারে এই আশঙ্কায় ওখান থেকে চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে মারধর করাহয় বলে দাবি। গাড়ি লক্ষ্য করে বোমা মারতে যাচ্ছিল বলে ও দাবি করে পুলিশের গাড়ির চালক।Conclusion:এলাকায় উত্তেজনা বাড়ছে দেখে তড়িঘড়ি বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে পৌঁছে উভয় পক্ষকে আলাদা করে দিয়ে এলাকায় রুটমার্চ করে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.