ETV Bharat / state

Basanti Bomb Blast: বাসন্তী বিস্ফোরণ কাণ্ডে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধৃতদের

author img

By

Published : Feb 5, 2023, 5:55 PM IST

বাসন্তীর বোমা বিস্ফোরণের (Basanti Bomb Blast) ঘটনায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের অভিযোগ ৷ তৃণমূল ও তৃণমূল যুবর মধ্যে দীর্ঘদিনের ঝামেলার কারণেই এই ঘটনা বলে অভিযোগ উঠেছে ৷

Basanti Bomb Blast ETV BHARAT
Basanti Bomb Blast
তৃণমূল যুবর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধৃত মাজিদের

বাসন্তী (দক্ষিণ 24 পরগনা), 5 ফেব্রুয়ারি: বাসন্তীর ভারতীর মোড়ে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয় শনিবার সকালে ৷ যে ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাবিবুল্লার বিরুদ্ধেই ষড়যন্ত্রের অভিযোগ করলেন বোমা বিস্ফোরণে ধৃত মণিরুল খাঁ এবং মাজিদ খান (TMC Factional Main Reason Behind Basanti Bomb Blast) ৷ তাঁকে ফাঁসাতেই নাকি আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য হাবিবুল্লা এই বিস্ফোরণ ঘটিয়েছে মণিরুলের বাড়িতে ৷ এমনকি তিনি ঘটনার সময় বাড়িতে ছিলেন না বলে আলিপুর আদালতের বাইরে জানালেন মণিরুল ৷

উল্লেখ্য, শনিবার বাসন্তীতে মণিরুল খাঁ-র বাড়িতে বোমা বিস্ফোরণ হয় ৷ 1 জনের মৃত্যু হয়েছে এবং 2 জন গুরুতর আহত ৷ ওই ঘটনায় মণিরুলকে পরে গ্রেফতার করেছে পুলিশ ৷ কিন্তু, মণিরুল পালটা বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের 8 নম্বর তিতকুমারে সদস্য হাবিবুল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন ৷ মণিরুলের অভিযোগ, ‘‘হাবিবুল্লা খানরা এসব করছেন ৷ প্রধান আমাদের সঙ্গে রয়েছেন ৷ প্রধানের নির্দেশে কিছুই হয়নি ৷ মোকিব খান, হাবিবুল্লা খানরা এসব করেছে ৷ আমি বাড়িতে ছিলাম না ঘটনার সময় ৷ ওরা চক্রান্ত করে এসব করেছে ৷’’

তবে হাবিবুল্লার দাবি, ‘‘মণিরুলরা সবসময় অশান্তি করে ৷ আমরা মানুষের পাশে থাকতে চাই। কিন্তু, মনিরুলরা তোলাবাজি করে ৷’’ এই ঘটনার তদন্তে নেমে পুলিশ শনিবার বেশ কিছু তথ্য জানতে পেরেছে ৷ পুলিশ সূত্রে খবর, হাবিবুল্লার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় বাসন্তী থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ তবে, সেইসময় মণিরুলকে গ্রেফতার করা হয়নি ৷ সেই মণিরুলের বাড়িতেই শনিবার বোমা বিস্ফোরণ হয় ৷

আরও পড়ুন: বাসন্তীতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত 1, আহত 2

তবে, বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, ‘‘বাসন্তীতে বোমা বাঁধতে গিয়ে যা ঘটেছে, তার সঙ্গে রাজনীতি জড়ালে হবে না ৷ দুষ্কৃতীরা তাদের কাজ করছে ৷ আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি যারা আইনকে বুড় আঙুল দেখিয়ে হাতে বোমা তুলে নিচ্ছে, বোমা বাঁধছে, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে ৷ এলাকায় শান্তি বজায় রাখাই লক্ষ্য ৷’’ কিন্তু, রবিবার আলিপুর আদালতের বাইরে মণিরুলের বক্তব্য সত্যি হলে, বিধায়কের দাবিকেই খারিজ করে দিচ্ছে ৷ আজ গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে ৷ বিস্ফোরণ স্থল ঘিরে রেখেছে পুলিশ ৷ সেখানে ফরেন্সিক দল যাওয়ার কথা ৷

তৃণমূল যুবর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধৃত মাজিদের

বাসন্তী (দক্ষিণ 24 পরগনা), 5 ফেব্রুয়ারি: বাসন্তীর ভারতীর মোড়ে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয় শনিবার সকালে ৷ যে ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাবিবুল্লার বিরুদ্ধেই ষড়যন্ত্রের অভিযোগ করলেন বোমা বিস্ফোরণে ধৃত মণিরুল খাঁ এবং মাজিদ খান (TMC Factional Main Reason Behind Basanti Bomb Blast) ৷ তাঁকে ফাঁসাতেই নাকি আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য হাবিবুল্লা এই বিস্ফোরণ ঘটিয়েছে মণিরুলের বাড়িতে ৷ এমনকি তিনি ঘটনার সময় বাড়িতে ছিলেন না বলে আলিপুর আদালতের বাইরে জানালেন মণিরুল ৷

উল্লেখ্য, শনিবার বাসন্তীতে মণিরুল খাঁ-র বাড়িতে বোমা বিস্ফোরণ হয় ৷ 1 জনের মৃত্যু হয়েছে এবং 2 জন গুরুতর আহত ৷ ওই ঘটনায় মণিরুলকে পরে গ্রেফতার করেছে পুলিশ ৷ কিন্তু, মণিরুল পালটা বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের 8 নম্বর তিতকুমারে সদস্য হাবিবুল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন ৷ মণিরুলের অভিযোগ, ‘‘হাবিবুল্লা খানরা এসব করছেন ৷ প্রধান আমাদের সঙ্গে রয়েছেন ৷ প্রধানের নির্দেশে কিছুই হয়নি ৷ মোকিব খান, হাবিবুল্লা খানরা এসব করেছে ৷ আমি বাড়িতে ছিলাম না ঘটনার সময় ৷ ওরা চক্রান্ত করে এসব করেছে ৷’’

তবে হাবিবুল্লার দাবি, ‘‘মণিরুলরা সবসময় অশান্তি করে ৷ আমরা মানুষের পাশে থাকতে চাই। কিন্তু, মনিরুলরা তোলাবাজি করে ৷’’ এই ঘটনার তদন্তে নেমে পুলিশ শনিবার বেশ কিছু তথ্য জানতে পেরেছে ৷ পুলিশ সূত্রে খবর, হাবিবুল্লার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় বাসন্তী থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ তবে, সেইসময় মণিরুলকে গ্রেফতার করা হয়নি ৷ সেই মণিরুলের বাড়িতেই শনিবার বোমা বিস্ফোরণ হয় ৷

আরও পড়ুন: বাসন্তীতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত 1, আহত 2

তবে, বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, ‘‘বাসন্তীতে বোমা বাঁধতে গিয়ে যা ঘটেছে, তার সঙ্গে রাজনীতি জড়ালে হবে না ৷ দুষ্কৃতীরা তাদের কাজ করছে ৷ আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি যারা আইনকে বুড় আঙুল দেখিয়ে হাতে বোমা তুলে নিচ্ছে, বোমা বাঁধছে, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে ৷ এলাকায় শান্তি বজায় রাখাই লক্ষ্য ৷’’ কিন্তু, রবিবার আলিপুর আদালতের বাইরে মণিরুলের বক্তব্য সত্যি হলে, বিধায়কের দাবিকেই খারিজ করে দিচ্ছে ৷ আজ গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে ৷ বিস্ফোরণ স্থল ঘিরে রেখেছে পুলিশ ৷ সেখানে ফরেন্সিক দল যাওয়ার কথা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.