জয়নগর, 20 জুন: কয়েকদিন আগেই সাদা থান আর ফুল পাঠানো হয়েছিল নির্দল প্রার্থীর বাড়িতে ৷ সিপিআইএমের দেখানো এই সংস্কৃ্তির পথেই যে শাসকদল চলছে তা বলার অপেক্ষা রাখে না ৷ এবার ভোটারদের দেখিয়ে 'ভোট দেওয়ার নিদান' দিলেন তৃণমূল প্রার্থী পারমিতা মণ্ডল ৷ গাববেড়িয়া গ্রামের 240 নম্বর বুথের (গ্রাম সংসদের) তৃণমূল প্রার্থী ৷ চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে ৷
সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানেই পঞ্চায়েত নির্বাচনের তৃণমূল প্রার্থী পারমিতাকে মণ্ডলকে বলতে শোনা গিয়েছে, "নেত্রীর হাত শক্তিশালী করার জন্য ভোট যেন একটাও বাইরে না পড়ে । সব দিদির ব্যালট বাক্সে যেন পড়ে । সেই জন্য বলছি ভোট দেখিয়ে দিতে হবে । আর এ বছর ব্যালট বাক্স মাঠে নিয়ে চলে আসব ।"
সেই ভাইরাল ভিডিয়ো নিয়ে ময়দানে নেমে পড়েছে বিরোধী দলগুলি। যদিও যাকে ঘিরে এই বিতর্ক তৃণমূল প্রার্থী পারমিতা মণ্ডলের সাফাই, এখন ফেক ভিডিয়ো সহজেই তৈরি করা যায় । তাঁর ভিডিয়ো ভাইরালের পিছনে তৃণমূলের একাংশ কাজ করছে বলেও মনে করেন তিনি । আর তা নিয়েই বিজেপি, সিপিএমের মধ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। বিরোধীদের আশংকা পঞ্চায়েত ভোটে অশান্তি ছড়ানোর পাশাপাশি ভোট লুঠ সবই করতে চায় তৃণমূল । যদিও ওই তৃণমূল প্রার্থী পারমিতা মণ্ডলের পাশেই রয়েছে দলের নেতৃত্বরা ।
আরও পড়ুন: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রার্থীর স্বামী, অভিযোগ তির বিজেপির দিকে
প্রসঙ্গত, কয়েকদিন আগে চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার এক বাম সমর্থিত নির্দল প্রার্থী সুব্রত গায়েনের বাড়িতে মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য বৃদ্ধা মায়ের হাতে সাদা থান (কাপড়), রজনীগন্ধা ফুলের মালা ও মিষ্টি দিয়ে আসার অভিযোগ উঠেছিল এলাকার তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । তার জের কাটতে না-কাটতেই ওই একই গ্রাম পঞ্চায়েত এলাকার গাববেড়িয়া গ্রামের 240 নম্বর বুথের তৃণমূল প্রার্থী পারমিতা মণ্ডলের ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে ।