ETV Bharat / state

সোনারপুরে পুলিশের সামনেই BJP-তৃণমূল হাতাহাতি - TMC

বৈকুণ্ঠপুর এলাকায় পুলিশের সামনেই BJP ও তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি ৷ পরে সোনারপুর থানার IC সঞ্জীব চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

TMC-BJP tension at Sonarpur in BJP Rally
BJP-র অভিনন্দন যাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা সোনারপুরে
author img

By

Published : Feb 11, 2020, 5:10 PM IST

Updated : Feb 11, 2020, 6:00 PM IST

সোনারপুর, 11 ফেব্রুয়ারি : সোনারপুরে BJP-র অভিনন্দন যাত্রাকে ঘিরে অশান্তি ৷ আজ সোনারপুর স্টেশন থেকে হরিনাভি মোড় পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়েছিল BJP-র পক্ষ থেকে ৷ পদযাত্রাকে ঘিরে পুলিশি নিরাপত্তাও জোরদার ছিল ৷ কিন্তু তারই মধ্যে বৈকুণ্ঠপুর এলাকায় পুলিশের সামনেই BJP ও তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয় ৷ পরে সোনারপুর থানার IC সঞ্জীব চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

আজকের এই যাত্রায় যোগ দিয়েছিলেন BJP নেতা মুকুল রায় ৷ দিল্লির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন "দিল্লির নির্বাচনে জয়ী APP ৷ আসলে গণতন্ত্র জয়লাভ করেছে ৷ আজকে প্রমাণিত যে EVM-এ কারচুপি হয় না ৷ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে ৷"

সোনারপুরে পুলিশের সামনেই BJP-তৃণমূল হাতাহাতি

পাশাপাশি সিঁথি থানার ঘটনা প্রসঙ্গে মুকুলবাবু বলেন, "বাংলায় গণতন্ত্র নেই ৷ গণতন্ত্র না থাকলে যা হয় ৷ রাজ্যসহ দেশের মানুষের এখন একটাই প্রশ্ন বাংলায় গণতন্ত্র থাকবে কি না ৷ "

সোনারপুর, 11 ফেব্রুয়ারি : সোনারপুরে BJP-র অভিনন্দন যাত্রাকে ঘিরে অশান্তি ৷ আজ সোনারপুর স্টেশন থেকে হরিনাভি মোড় পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়েছিল BJP-র পক্ষ থেকে ৷ পদযাত্রাকে ঘিরে পুলিশি নিরাপত্তাও জোরদার ছিল ৷ কিন্তু তারই মধ্যে বৈকুণ্ঠপুর এলাকায় পুলিশের সামনেই BJP ও তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয় ৷ পরে সোনারপুর থানার IC সঞ্জীব চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

আজকের এই যাত্রায় যোগ দিয়েছিলেন BJP নেতা মুকুল রায় ৷ দিল্লির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন "দিল্লির নির্বাচনে জয়ী APP ৷ আসলে গণতন্ত্র জয়লাভ করেছে ৷ আজকে প্রমাণিত যে EVM-এ কারচুপি হয় না ৷ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে ৷"

সোনারপুরে পুলিশের সামনেই BJP-তৃণমূল হাতাহাতি

পাশাপাশি সিঁথি থানার ঘটনা প্রসঙ্গে মুকুলবাবু বলেন, "বাংলায় গণতন্ত্র নেই ৷ গণতন্ত্র না থাকলে যা হয় ৷ রাজ্যসহ দেশের মানুষের এখন একটাই প্রশ্ন বাংলায় গণতন্ত্র থাকবে কি না ৷ "

Intro:আপের দিল্লী জয় প্রমাণ করল ইভিএমে কোনও কারচুপি নেই, দেশে গনতন্ত্র রয়েছে সোনারপুরে অভিনন্দন যাত্রায় যোগ দিয়ে এই মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। পাশাপাশি সিঁথি থানার ঘটনা নিয়ে তার মন্তব্য এই রাজ্যে কোনও গনতন্ত্র নেই। সোনারপুর ষ্টেশন থেকে হরিনাভী মোড় পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়। বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এই পদযাত্রাকে ঘিরে পুলিশি নিরাপত্তা ছিল জোরদার। এর মধ্যেই পুলিশের সামনে বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি হয় বৈকুন্ঠপুরএলাকায়।
বাইট - মুকুল রায়, বিজেপি নেতা

Body:আপের দিল্লী জয় প্রমাণ করল ইভিএমে কোনও কারচুপি নেই, দেশে গনতন্ত্র রয়েছে সোনারপুরে অভিনন্দন যাত্রায় যোগ দিয়ে এই মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। পাশাপাশি সিঁথি থানার ঘটনা নিয়ে তার মন্তব্য এই রাজ্যে কোনও গনতন্ত্র নেই। সোনারপুর ষ্টেশন থেকে হরিনাভী মোড় পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়। বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এই পদযাত্রাকে ঘিরে পুলিশি নিরাপত্তা ছিল জোরদার। এর মধ্যেই পুলিশের সামনে বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি হয় বৈকুন্ঠপুরএলাকায়।
বাইট - মুকুল রায়, বিজেপি নেতা

Conclusion:আপের দিল্লী জয় প্রমাণ করল ইভিএমে কোনও কারচুপি নেই, দেশে গনতন্ত্র রয়েছে সোনারপুরে অভিনন্দন যাত্রায় যোগ দিয়ে এই মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। পাশাপাশি সিঁথি থানার ঘটনা নিয়ে তার মন্তব্য এই রাজ্যে কোনও গনতন্ত্র নেই। সোনারপুর ষ্টেশন থেকে হরিনাভী মোড় পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়। বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এই পদযাত্রাকে ঘিরে পুলিশি নিরাপত্তা ছিল জোরদার। এর মধ্যেই পুলিশের সামনে বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি হয় বৈকুন্ঠপুরএলাকায়।
বাইট - মুকুল রায়, বিজেপি নেতা

Last Updated : Feb 11, 2020, 6:00 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.