ETV Bharat / state

ট্রান্সফরমার সারানো নিয়ে TMC-BJP সংঘর্ষ, জখম ১৫

TMC-BJP সংঘর্ষে উত্তপ্ত বিষ্ণুপুরের বগাখালি, আহত দুই পক্ষের 15, এলাকায় নামানো হয় র‍্যাফ

electricity problem
author img

By

Published : May 12, 2019, 11:21 PM IST

বিষ্ণুপুর, ১২ মে : বিষ্ণুপুরে বগাখালিতে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে সংঘর্ষ হল BJP কর্মীদের। যার জেরে বিষ্ণুপুর থানার বিবিরহাট থেকে মহেশতলা যাওয়ার রাস্তা প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকে। খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। তারপর নামানো হয় RAF। বিকেলে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এলাকা এখনও থমথমে।

ট্রান্সফরমার খারাপ হওয়ায় গত ৩ দিন ধরে বিদ্যুৎ বিভ্রাটে জেরবার ছিলেন বিষ্ণুপুরের বগাখালির বাসিন্দারা। রবিবার সকালে বিদ্যুৎকর্মীরা ট্রান্সফরমার ঠিক করতে আসেন। সেই সময় তৃণমূলের নেতারা তাঁদের বাধা দেন বলে অভিযোগ। এই সময় কিছু BJP সমর্থক এর প্রতিবাদ করেন। এরপরই দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে ১০ BJP সমর্থক ও ৫ তৃণমূলকর্মী জখম হয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তাদের কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

BJP সমর্থকদের অভিযোগ, নহাজারি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মাবিয়া বিবির স্বামী আজানসা মোল্লার নেতৃতে BJP সমর্থকদের ৬ টি বাড়ি ও ৪ টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

ভিডিয়োয় দেখুন

ডায়মন্ড হারবারের BJP প্রার্থী নীলাঞ্জন রায় জানিয়েছেন, নির্বাচন যত এগিয়ে আসছে ততই ভয় পাচ্ছে তৃণমূল। তাই এভাবে এলাকায় এলাকায় সন্ত্রাস তৈরি করছে তারা। অন্যদিকে স্থানীয় ব্লক তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, বিদ্যুৎ সমস্যা নিয়ে দুই এলাকার বাসিন্দাদের মধ্যে গন্ডগোল হয়েছে, কিন্তু তাতে রাজনৈতিক রঙ লাগাতে চাইছে BJP।

এই ঘটনায় দুইপক্ষই বিষ্ণুপুর থানার একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করেছে। ১৯ মে ডায়মন্ডহারবার কেন্দ্রে নির্বাচন। তার আগে ক্রমশ উত্তপ্ত হচ্ছে ডায়মন্ডহারবার কেন্দ্রের সাতগাছিয়া বিধানসভা অঞ্চল।

বিষ্ণুপুর, ১২ মে : বিষ্ণুপুরে বগাখালিতে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে সংঘর্ষ হল BJP কর্মীদের। যার জেরে বিষ্ণুপুর থানার বিবিরহাট থেকে মহেশতলা যাওয়ার রাস্তা প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকে। খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। তারপর নামানো হয় RAF। বিকেলে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এলাকা এখনও থমথমে।

ট্রান্সফরমার খারাপ হওয়ায় গত ৩ দিন ধরে বিদ্যুৎ বিভ্রাটে জেরবার ছিলেন বিষ্ণুপুরের বগাখালির বাসিন্দারা। রবিবার সকালে বিদ্যুৎকর্মীরা ট্রান্সফরমার ঠিক করতে আসেন। সেই সময় তৃণমূলের নেতারা তাঁদের বাধা দেন বলে অভিযোগ। এই সময় কিছু BJP সমর্থক এর প্রতিবাদ করেন। এরপরই দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে ১০ BJP সমর্থক ও ৫ তৃণমূলকর্মী জখম হয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তাদের কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

BJP সমর্থকদের অভিযোগ, নহাজারি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মাবিয়া বিবির স্বামী আজানসা মোল্লার নেতৃতে BJP সমর্থকদের ৬ টি বাড়ি ও ৪ টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

ভিডিয়োয় দেখুন

ডায়মন্ড হারবারের BJP প্রার্থী নীলাঞ্জন রায় জানিয়েছেন, নির্বাচন যত এগিয়ে আসছে ততই ভয় পাচ্ছে তৃণমূল। তাই এভাবে এলাকায় এলাকায় সন্ত্রাস তৈরি করছে তারা। অন্যদিকে স্থানীয় ব্লক তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, বিদ্যুৎ সমস্যা নিয়ে দুই এলাকার বাসিন্দাদের মধ্যে গন্ডগোল হয়েছে, কিন্তু তাতে রাজনৈতিক রঙ লাগাতে চাইছে BJP।

এই ঘটনায় দুইপক্ষই বিষ্ণুপুর থানার একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করেছে। ১৯ মে ডায়মন্ডহারবার কেন্দ্রে নির্বাচন। তার আগে ক্রমশ উত্তপ্ত হচ্ছে ডায়মন্ডহারবার কেন্দ্রের সাতগাছিয়া বিধানসভা অঞ্চল।


Bengaluru (Karnataka), May 12 (ANI): While speaking to ANI on coalition issue and Congress MLAs trying to resign and join hands with Bharatiya Janata Party (BJP), Karnataka Irrigation Minister DK Shivakumar said, "They (Bharatiya Janata Party) are trying to destabilise this government since day one. How can they change this government? There is anti-defection law. No Member of the Legislative Assembly (MLA) has been identified with them. There was only one identified, who has resigned."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.