ETV Bharat / state

TMC-BJP সংঘর্ষে উত্তপ্ত গোসাবা, জখম 4 - clash between bjp-tmc in gosaba

TMC-BJP সংঘর্ষে জখম চারজন৷ গোসাবা থানার অন্তর্গত বালি গ্রাম পঞ্চায়েতের সত্যনারায়ণপুর গ্রামের ঘটনা৷ ঘটনায় দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে গোসাবা থানার পুলিশ৷

tmc bjp clash in gosaba
TMC-BJP সংঘর্ষে উত্তপ্ত গোসাবা
author img

By

Published : Feb 9, 2020, 10:41 PM IST

গোসাবা, 9 ফেব্রুয়ারি : TMC-BJP সংঘর্ষে উত্তপ্ত গোসাবা থানা এলাকার অন্তর্গত বালি গ্রাম পঞ্চায়েতের সত্যনারায়ণপুর গ্রাম ৷ ঘটনায় দু'পক্ষের মোট চারজন গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে ৷ আহতদের ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয়েছে ৷

ঘটনায় দু'পক্ষই গোসাবা থানায় অভিযোগ দায়ের করেছে ৷ আক্রান্ত TMC কর্মীদের অভিযোগ, এলাকায় BJP কর্মী বলে পরিচিত নেপাল মণ্ডল ও অমূল্য গায়েনের নেতৃত্বে একদল দুষ্কৃতী শুক্রবার রাতে স্থানীয় তৃণমূল কর্মী সদানন্দ মণ্ডলের বাড়িতে চড়াও হয় ৷ সেখানে টাকা পয়সা লুটের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা ৷ এমনকী সেই সময় সদানন্দের স্ত্রী কল্পনা মণ্ডল বাড়িতে একাই ছিলেন৷ তাঁর কাছে আলমারির চাবি চাওয়া হয় বলেও জানান তাঁরা৷ চাবি দিতে অস্বীকার করলে কল্পনা মণ্ডলকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে৷ এমনকী তাঁর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা৷ এখানেই শেষ নয়, এরপর তাঁর গলায় ফাঁস লাগিয়ে বাড়ির বারান্দায় গ্রিলের সঙ্গে বেঁধে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা৷ পরে, প্রতিবেশীদের বিষয়টি নজরে আসতেই তাঁকে উদ্ধার করে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়৷

TMC-BJP সংঘর্ষে উত্তপ্ত গোসাবা

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে BJP৷ সত্যনারায়ণপুরের BJP-এর বুথ সভাপতি নেপাল মণ্ডলের পালটা দাবি, পরিকল্পনামাফিক তাঁকে ফাসানোর চেষ্টা চালাচ্ছে TMC কর্মীরা৷ তাঁর অভিযোগ, আজ সকালে বাড়িতে কাজ করার সময় স্থানীয় TMC কর্মী সদানন্দ মণ্ডল, রাজেন্দ্র মণ্ডল, গজেন্দ্র সর্দারের নেতৃত্বে নেপাল মণ্ডল ও অমূল্য গায়েনের বাড়িতে হামলা চালায়৷ এমনকী তাঁদের বেধড়ক মারধর করারও অভিযোগ ওঠে৷ স্বামীকে বাঁচাতে গেলে নেপালের স্ত্রী গীতা মণ্ডলকেও বেধড়ক মারধর করা হয়৷

ঘটনার তদন্তশুরু করেছে গোসাবা থানার পুলিশ৷ ঘটনায় দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷

গোসাবা, 9 ফেব্রুয়ারি : TMC-BJP সংঘর্ষে উত্তপ্ত গোসাবা থানা এলাকার অন্তর্গত বালি গ্রাম পঞ্চায়েতের সত্যনারায়ণপুর গ্রাম ৷ ঘটনায় দু'পক্ষের মোট চারজন গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে ৷ আহতদের ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয়েছে ৷

ঘটনায় দু'পক্ষই গোসাবা থানায় অভিযোগ দায়ের করেছে ৷ আক্রান্ত TMC কর্মীদের অভিযোগ, এলাকায় BJP কর্মী বলে পরিচিত নেপাল মণ্ডল ও অমূল্য গায়েনের নেতৃত্বে একদল দুষ্কৃতী শুক্রবার রাতে স্থানীয় তৃণমূল কর্মী সদানন্দ মণ্ডলের বাড়িতে চড়াও হয় ৷ সেখানে টাকা পয়সা লুটের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা ৷ এমনকী সেই সময় সদানন্দের স্ত্রী কল্পনা মণ্ডল বাড়িতে একাই ছিলেন৷ তাঁর কাছে আলমারির চাবি চাওয়া হয় বলেও জানান তাঁরা৷ চাবি দিতে অস্বীকার করলে কল্পনা মণ্ডলকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে৷ এমনকী তাঁর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা৷ এখানেই শেষ নয়, এরপর তাঁর গলায় ফাঁস লাগিয়ে বাড়ির বারান্দায় গ্রিলের সঙ্গে বেঁধে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা৷ পরে, প্রতিবেশীদের বিষয়টি নজরে আসতেই তাঁকে উদ্ধার করে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়৷

TMC-BJP সংঘর্ষে উত্তপ্ত গোসাবা

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে BJP৷ সত্যনারায়ণপুরের BJP-এর বুথ সভাপতি নেপাল মণ্ডলের পালটা দাবি, পরিকল্পনামাফিক তাঁকে ফাসানোর চেষ্টা চালাচ্ছে TMC কর্মীরা৷ তাঁর অভিযোগ, আজ সকালে বাড়িতে কাজ করার সময় স্থানীয় TMC কর্মী সদানন্দ মণ্ডল, রাজেন্দ্র মণ্ডল, গজেন্দ্র সর্দারের নেতৃত্বে নেপাল মণ্ডল ও অমূল্য গায়েনের বাড়িতে হামলা চালায়৷ এমনকী তাঁদের বেধড়ক মারধর করারও অভিযোগ ওঠে৷ স্বামীকে বাঁচাতে গেলে নেপালের স্ত্রী গীতা মণ্ডলকেও বেধড়ক মারধর করা হয়৷

ঘটনার তদন্তশুরু করেছে গোসাবা থানার পুলিশ৷ ঘটনায় দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷

Intro:তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে মারামারির ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে গোসাবা থানার অন্তর্গত বালি ১ গ্রাম পঞ্চায়েতের সত্যনারায়ণপুর গ্রামে। এই ঘটনায় দু পক্ষের মোট চারজন গুরুতর জখম হয়েছেন। আহতদের গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ বিষয়ে দু পক্ষই একে অপরের বিরুদ্ধে গোসাবা থানায় অভিযোগ দায়ের করেছেন।Body:আক্রান্ত তৃণমূল কর্মীদের অভিযোগ, এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত নেপাল মণ্ডল ও অমুল্য গায়েনের নেতৃত্বে একদল দুষ্কৃতী শুক্রবার রাতে স্থানীয় তৃণমূল কর্মী সদানন্দ মণ্ডলের বাড়িতে চড়াও হয়। সেখানে টাকা পয়সা লুটের চেষ্টা করে তারা। সেই সময় সদানন্দের স্ত্রী কল্পনা মণ্ডল একাই বাড়িতে ছিলেন। তার কাছে আলমারির চাবি চায় অভিযুক্তরা। কিন্তু সেই চাবি দিতে অস্বীকার করলে তাকে বেধড়ক মারধোর করে তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এরপর তাকে গলায় ফাঁস দিয়ে বাড়ির বারান্দায় গ্রিলের সাথে বেঁধে রেখে পালিয়ে যায় দুষ্কৃতিরা। রাতে অন্যান্য প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। Conclusion:যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির পাল্টা দাবী সত্যনারায়নপুর বিজেপির বুথ সভাপতি নেপাল মণ্ডল। এলাকায় বিজেপি দল করার কারণেই তৃণমূল কর্মীরা পরিকল্পিত ভাবে তাকে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে। এদিন সকালে বাড়িতে কাজ করার সময় স্থানীয় তৃণমূল কর্মী সদানন্দ মণ্ডল, রাজেন্দ্র মণ্ডল, গজেন্দ্র সর্দারের নেতৃত্বে হামলা চালানো হয় নেপাল ও অমূল্যের বাড়িতে। নেপাল ও অমুল্যকে বেধড়ক মারধোর করা হয় বলে ও অভিযোগ। স্বামীকে মার খেতে দেখে নেপালের স্ত্রী গীতা মণ্ডল বাঁচাতে গেলে তাকে ও বেধড়ক মারধোর করা হয়। মারধোর করা হয় তাদের মেয়ে মাধ্যমিক পরীক্ষার্থী প্রমিলা গায়েনকে ও। এই ঘটনার তদন্ত শুরু করেছে গোসাবা থানার পুলিশ। এই ঘটনায় আপাতত দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে গোসাবা থানার পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.