গোসাবা, 9 ফেব্রুয়ারি : TMC-BJP সংঘর্ষে উত্তপ্ত গোসাবা থানা এলাকার অন্তর্গত বালি গ্রাম পঞ্চায়েতের সত্যনারায়ণপুর গ্রাম ৷ ঘটনায় দু'পক্ষের মোট চারজন গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে ৷ আহতদের ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয়েছে ৷
ঘটনায় দু'পক্ষই গোসাবা থানায় অভিযোগ দায়ের করেছে ৷ আক্রান্ত TMC কর্মীদের অভিযোগ, এলাকায় BJP কর্মী বলে পরিচিত নেপাল মণ্ডল ও অমূল্য গায়েনের নেতৃত্বে একদল দুষ্কৃতী শুক্রবার রাতে স্থানীয় তৃণমূল কর্মী সদানন্দ মণ্ডলের বাড়িতে চড়াও হয় ৷ সেখানে টাকা পয়সা লুটের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা ৷ এমনকী সেই সময় সদানন্দের স্ত্রী কল্পনা মণ্ডল বাড়িতে একাই ছিলেন৷ তাঁর কাছে আলমারির চাবি চাওয়া হয় বলেও জানান তাঁরা৷ চাবি দিতে অস্বীকার করলে কল্পনা মণ্ডলকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে৷ এমনকী তাঁর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা৷ এখানেই শেষ নয়, এরপর তাঁর গলায় ফাঁস লাগিয়ে বাড়ির বারান্দায় গ্রিলের সঙ্গে বেঁধে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা৷ পরে, প্রতিবেশীদের বিষয়টি নজরে আসতেই তাঁকে উদ্ধার করে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়৷
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে BJP৷ সত্যনারায়ণপুরের BJP-এর বুথ সভাপতি নেপাল মণ্ডলের পালটা দাবি, পরিকল্পনামাফিক তাঁকে ফাসানোর চেষ্টা চালাচ্ছে TMC কর্মীরা৷ তাঁর অভিযোগ, আজ সকালে বাড়িতে কাজ করার সময় স্থানীয় TMC কর্মী সদানন্দ মণ্ডল, রাজেন্দ্র মণ্ডল, গজেন্দ্র সর্দারের নেতৃত্বে নেপাল মণ্ডল ও অমূল্য গায়েনের বাড়িতে হামলা চালায়৷ এমনকী তাঁদের বেধড়ক মারধর করারও অভিযোগ ওঠে৷ স্বামীকে বাঁচাতে গেলে নেপালের স্ত্রী গীতা মণ্ডলকেও বেধড়ক মারধর করা হয়৷
ঘটনার তদন্তশুরু করেছে গোসাবা থানার পুলিশ৷ ঘটনায় দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷