বানতলা, 6 নভেম্বর: রবিবার দক্ষিণ 24 পরগনার বানতলায় সিপিআইএমের মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে (TMC Allegedly Attack on CPIM Rally) ৷ ঘটনায় জখম হয়েছেন অন্তত 7 সিপিআইএম কর্মী ৷ মিছিলের হামলার ঘটনায় এলাকায় চঞ্চল্য ছড়াল ৷ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ জানা গিয়েছে, সিপিআইএম-এর জাঠার সমর্থনে মিছিলের আগে জমায়েত করেছিল কর্মী-সমর্থকরা ৷ অভিযোগ, সিপিআইএম কর্মীরা জমায়েত করার কিছুক্ষণের মধ্যেই এই হামলা চালানো হয় ৷
সিপিআইএম এর তরফে অভিযোগ করা হয়েছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের 7-8 জন কর্মীকে মারধর করেছে ৷ আচমকা হামলার ঘটনায় অনেকে সেখান থেকে পালিয়ে যায় ৷ জখমদের প্রাথমিক চিকিৎসার পর সিপিআইএম এর তরফে মিছিল করা হয় জাঠার সমর্থনে ৷ তবে, ঘটনার জেরে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় ৷ বিষয়টি নিয়ে তৃণমূলের একাধিক নেতাকে প্রশ্ন করা হলেও, কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ ফলে সিপিআইএম-এর মিছিলে হামলার নেপথ্য়ে কারা ছিল ? কেনই বা সিপিআইএম মিছিলে আক্রমণ চলল ? তার কোনও উত্তর পাওয়া যায়নি ৷
আরও পড়ুন: বাংলায় দুর্নীতির অভিযোগ নিয়ে বিকাশের নিশানায় মমতা
সিপিআইএম সমর্থক শংকর মণ্ডল বলেন, ‘‘জাঠার প্রস্তুতির জন্য কর্মী-সমর্থকরা সকাল থেকেই বানতলায় ভিড় করেছিলেন ৷ নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী জাঠা শুরু হয়ে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু, হঠাৎ করে কয়েকদল হামলাকারী মিছিলের উপর হামলা চালায় ৷ এই হামলার ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন ৷ মারধর করে সিপিআইএমকে রোখা যাবে না ৷’’