দক্ষিণ 24 পরগনা, 22 মার্চ : আবারও বাঘের আতঙ্ক সুন্দরবনের দক্ষিণ কাশিয়াবাদে ৷ গ্রামের কয়েকজন মহিলা মঙ্গলবার সকালে নদীতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘ দেখতে পান বলে জানা গিয়েছে ৷ গোবদিয়া নদীর তীরে বাতাকাটি জঙ্গল থেকে বাঘটি বেরিয়েছে বলে মনে করা হচ্ছে (Tiger Comes Out in South Kashiabad of Sundarbans) ৷ এই খবর চাউর হতেই বাঘের আতঙ্ক ছড়ায় দক্ষিণ কাশিয়াবাদ গ্রামে ৷ খবর দেওয়া হয় ঢোলাহাট থানা ও বন দফতরকে ৷ পুলিশ মাইকিং করে দক্ষিণ কাশিয়াবাদ ও আশেপাশের গ্রামের বাসিন্দাদের সতর্ক করছে ৷ বাঘের খোঁজে বনকর্মীরা তল্লাশি শুরু করেছেন ৷
স্থানীয় সূত্রে খবর, স্থানীয় কয়েকজন মহিলা সকালে নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন ৷ তাঁদের মধ্যে কবিতা বর নামে এক মহিলা নদী থেকে উঠে আসার সময় জঙ্গলের ভিতরে একটি বিশালাকৃতির প্রাণী দেখতে পান ৷ কবিতা বরের কথায় সেটি বাঘ ছিল ৷ তিনি সেখানে চিৎকার করে ওঠেন এবং নদীর পাড়ে জ্ঞান হারিয়ে পড়ে যান ৷ তাঁর চিৎকার শুনে বাকিরা সেখানে যান ৷ তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ জ্ঞান ফিরলে তিনি জানান, জঙ্গলের ভিতরে বাঘ দেখতে পেয়েছিলেন ৷
আরও পড়ুন : Tiger Attack on Sunderbans : আচমকা ঘাড়ে কামড়ে ধরল বাঘ, স্ত্রীর সামনেই মৃত্যু মৎস্যজীবীর
বাঘ দেখতে পাওয়ার বিষয়টি জানাজানি হতেই, গ্রামবাসীরা লাঠি-বল্লম নিয়ে নদীর পাড়ে চলে যায় ৷ খবর দেওয়া হয় বন দফতর ও পুলিশকে ৷ গ্রামে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ৷ বন দফতরের কর্মীরা জঙ্গলে ঢুকে তল্লাশি শুরু করেছে ৷ বাঘ আছে কিনা বুঝতে বাজি ফাটানো হয়েছে ৷ তবে, জঙ্গলের ভিতরে বাঘের পায়ের ছাপ ও অন্য কোনও প্রমাণ পাওয়া যায়নি ৷