ETV Bharat / state

Sundarbans Tiger census : সুন্দরবনের দক্ষিণ 24 পরগনা বিভাগে শুরু বাঘ শুমারি, বসল ক্যামেরা - Tiger census in South 24 Parganas division of Sundarbans

সুন্দরবনের দক্ষিণ 24 পরগনা বিভাগে শুরু হল বাঘ শুমারি (Sundarbans Tiger census) ৷ আজ থেকে জঙ্গলে ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে ৷ প্রতিটি ক্যামেরা বসানোর 35 দিন পর সেগুলি খোলা হবে (Tiger census in South 24 Parganas division of Sundarbans) ৷

tiger-census-in-south-24-parganas-division-of-sundarbans
tiger-census-in-south-24-parganas-division-of-sundarbans
author img

By

Published : Jan 19, 2022, 4:56 PM IST

সুন্দরবন, 19 জানুয়ারি : 3 বছর পর ফের সুন্দরবনে শুরু হল বাঘ শুমারি (Sundarbans Tiger census) ৷ সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত জঙ্গলের পর এবার দক্ষিণ 24 পরগনা বন বিভাগের অন্তর্গত জঙ্গল এলাকায় শুরু হলো ক্যামেরা বসানোর কাজ ৷

উল্লেখ্য, 2019 সালের সুন্দরবনের দু’টি অঞ্চল মিলিয়ে মোট 97টি বাঘ ছিল ৷ এবছর ফের শুরু হল বাঘ শুমারির কাজ ৷ সম্প্রতি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধীনের বনাঞ্চলে শুরু হয়েছিল ট্র্যাপ ক্যামেরা বসানোর কাজ ৷ এবার দক্ষিণ 24 পরগনার বন বিভাগের আওতাধীন সুন্দরবনের জঙ্গলে শুরু হয়েছে ক্যামেরা বসানো (Tiger census in South 24 Parganas division of Sundarbans) ৷ রায়দিঘি রেঞ্জের চিতুরি বিট অফিসের অন্তর্গত হেড়োভাঙা-8নং জঙ্গলে আজ ক্যামেরা বসানো হয়েছে ৷ বন দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ 24 পরগনা 161 জোড়া ক্যামেরা বসানো হবে জঙ্গলের বিভিন্ন পয়েন্টে ৷

আগামী চার দিন ধরে মাতলা, রায়দিঘি, রামগঙ্গা রেঞ্জে চলবে এই কাজ ৷ আপাতত 100 জন বনকর্মী 8টি দলে ভাগ হয়ে এই কাজ করছেন ৷ ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে ছবি ওঠার পাশাপাশি জানা যাবে বাঘের অবস্থানও ৷ এই প্রক্রিয়া চলবে টানা 35 দিন ধরে ৷ 35 দিন পর জঙ্গল থেকে ক্যামেরাগুলি খুলে ফেলা হবে ৷ প্রতিটি ছবি মিলিয়ে বাঘের গায়ের ডোরাকাটা দাগের ধরন দেখে প্রত্যেকটি বাঘকে আলাদাভাবে শনাক্ত করা হবে ৷ সেই মতো জানা যাবে বাঘের প্রকৃত সংখ্যা ৷ নিরাপত্তার কারণে ক্যামেরা বসানোর আগে জঙ্গলের গভীরে নির্বাচিত স্থানগুলিতে জাল লাগানো হলেও পরে তা খুলে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Tiger Census at Sundarbans : বাঘ শুমারির জন্য সুন্দরবনে বসানো হল ক্যামেরা

মঙ্গলবার ক্যামেরা বসানোর সময় বিট অফিসে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনার বিভাগীয় বনাধিকারিক মিলন মণ্ডল, অতিরিক্ত বিভাগীয় বনাধিকারিক অনুরাগ চৌধুরী । মিলন মণ্ডল জানান, প্রাথমিক ভাবে রায়দিঘি রেঞ্জের কুলতলি বিটের হেড়োভাঙা জঙ্গলে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে ৷ আগামী 4 দিনের মধ্যে বাকি জায়গাগুলিতেও ক্যামেরা বসানো হয়ে যাবে । 2019 সালের বাঘ সুমারিতে দক্ষিণ 24 পরগনা বন বিভাগের জঙ্গলে মোট 27টি বাঘের সন্ধান মিলেছিল ৷ এর মধ্যে বাঘিনীর সংখ্যা ছিল 20টি । এ বারের সুমারির পর সেই সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন আধিকারিকরা ৷

সুন্দরবন, 19 জানুয়ারি : 3 বছর পর ফের সুন্দরবনে শুরু হল বাঘ শুমারি (Sundarbans Tiger census) ৷ সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত জঙ্গলের পর এবার দক্ষিণ 24 পরগনা বন বিভাগের অন্তর্গত জঙ্গল এলাকায় শুরু হলো ক্যামেরা বসানোর কাজ ৷

উল্লেখ্য, 2019 সালের সুন্দরবনের দু’টি অঞ্চল মিলিয়ে মোট 97টি বাঘ ছিল ৷ এবছর ফের শুরু হল বাঘ শুমারির কাজ ৷ সম্প্রতি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধীনের বনাঞ্চলে শুরু হয়েছিল ট্র্যাপ ক্যামেরা বসানোর কাজ ৷ এবার দক্ষিণ 24 পরগনার বন বিভাগের আওতাধীন সুন্দরবনের জঙ্গলে শুরু হয়েছে ক্যামেরা বসানো (Tiger census in South 24 Parganas division of Sundarbans) ৷ রায়দিঘি রেঞ্জের চিতুরি বিট অফিসের অন্তর্গত হেড়োভাঙা-8নং জঙ্গলে আজ ক্যামেরা বসানো হয়েছে ৷ বন দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ 24 পরগনা 161 জোড়া ক্যামেরা বসানো হবে জঙ্গলের বিভিন্ন পয়েন্টে ৷

আগামী চার দিন ধরে মাতলা, রায়দিঘি, রামগঙ্গা রেঞ্জে চলবে এই কাজ ৷ আপাতত 100 জন বনকর্মী 8টি দলে ভাগ হয়ে এই কাজ করছেন ৷ ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে ছবি ওঠার পাশাপাশি জানা যাবে বাঘের অবস্থানও ৷ এই প্রক্রিয়া চলবে টানা 35 দিন ধরে ৷ 35 দিন পর জঙ্গল থেকে ক্যামেরাগুলি খুলে ফেলা হবে ৷ প্রতিটি ছবি মিলিয়ে বাঘের গায়ের ডোরাকাটা দাগের ধরন দেখে প্রত্যেকটি বাঘকে আলাদাভাবে শনাক্ত করা হবে ৷ সেই মতো জানা যাবে বাঘের প্রকৃত সংখ্যা ৷ নিরাপত্তার কারণে ক্যামেরা বসানোর আগে জঙ্গলের গভীরে নির্বাচিত স্থানগুলিতে জাল লাগানো হলেও পরে তা খুলে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Tiger Census at Sundarbans : বাঘ শুমারির জন্য সুন্দরবনে বসানো হল ক্যামেরা

মঙ্গলবার ক্যামেরা বসানোর সময় বিট অফিসে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনার বিভাগীয় বনাধিকারিক মিলন মণ্ডল, অতিরিক্ত বিভাগীয় বনাধিকারিক অনুরাগ চৌধুরী । মিলন মণ্ডল জানান, প্রাথমিক ভাবে রায়দিঘি রেঞ্জের কুলতলি বিটের হেড়োভাঙা জঙ্গলে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে ৷ আগামী 4 দিনের মধ্যে বাকি জায়গাগুলিতেও ক্যামেরা বসানো হয়ে যাবে । 2019 সালের বাঘ সুমারিতে দক্ষিণ 24 পরগনা বন বিভাগের জঙ্গলে মোট 27টি বাঘের সন্ধান মিলেছিল ৷ এর মধ্যে বাঘিনীর সংখ্যা ছিল 20টি । এ বারের সুমারির পর সেই সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন আধিকারিকরা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.