ETV Bharat / state

বাঘের হানায় সুন্দরবনে মৃত্যু মৎস্যজীবীর

author img

By

Published : Oct 31, 2020, 9:32 PM IST

বাঘের হানায় মৃত্যু হল মৎস্যজীবীর ৷ সুন্দরবনের ঘটনা ৷

ছবি
ছবি

গোসাবা, 31 অক্টোবর : বাঘের হানায় মৃত্যু হল মৎস্যজীবীর ৷ মৃতের নাম শশাঙ্ক মণ্ডল (40) ৷ ঘটনাটি সুন্দরবনের ঝিলার জঙ্গলের ।

সুন্দরবন কোস্টাল থানার লাহিড়ীপুরের বাসিন্দা শশাঙ্ক ৷ দিন দুই আগে চার সঙ্গীর সঙ্গে সুন্দরবনের নদী খাঁড়িতে মাছ, কাঁকড়া ধরতে গিয়েছিলেন । এরপর, আজ দুপুর বারোটা নাগাদ যখন জঙ্গলের পাড়ে নেমে কাঁকড়া ধরছিলেন শশাঙ্ক, তখন একটি বাঘ পিছন থেকে তাঁকে আক্রমণ করে । শশাঙ্কের ঘাড়ে থাবা বসিয়ে জঙ্গলের দিকে যাওয়ার চেষ্টা করতেই তাঁর সঙ্গীরা লাঠি, লোহার শিক নিয়ে বাঘের উপর হামলা শুরু করে ।

বাঘের হানায় ফের সুন্দরবনে মৃত্যু মৎস্যজীবীর

অবশেষে শশাঙ্ককে ছেড়ে দিয়ে জঙ্গলে পালিয়ে যায় বাঘ । সঙ্গীরা তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় শশাঙ্ককে উদ্ধার করে বাড়ির উদ্দেশে রওনা দেয় । কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় মৎস্যজীবীর ।

গোসাবা, 31 অক্টোবর : বাঘের হানায় মৃত্যু হল মৎস্যজীবীর ৷ মৃতের নাম শশাঙ্ক মণ্ডল (40) ৷ ঘটনাটি সুন্দরবনের ঝিলার জঙ্গলের ।

সুন্দরবন কোস্টাল থানার লাহিড়ীপুরের বাসিন্দা শশাঙ্ক ৷ দিন দুই আগে চার সঙ্গীর সঙ্গে সুন্দরবনের নদী খাঁড়িতে মাছ, কাঁকড়া ধরতে গিয়েছিলেন । এরপর, আজ দুপুর বারোটা নাগাদ যখন জঙ্গলের পাড়ে নেমে কাঁকড়া ধরছিলেন শশাঙ্ক, তখন একটি বাঘ পিছন থেকে তাঁকে আক্রমণ করে । শশাঙ্কের ঘাড়ে থাবা বসিয়ে জঙ্গলের দিকে যাওয়ার চেষ্টা করতেই তাঁর সঙ্গীরা লাঠি, লোহার শিক নিয়ে বাঘের উপর হামলা শুরু করে ।

বাঘের হানায় ফের সুন্দরবনে মৃত্যু মৎস্যজীবীর

অবশেষে শশাঙ্ককে ছেড়ে দিয়ে জঙ্গলে পালিয়ে যায় বাঘ । সঙ্গীরা তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় শশাঙ্ককে উদ্ধার করে বাড়ির উদ্দেশে রওনা দেয় । কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় মৎস্যজীবীর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.