ডায়মন্ড হারবার, 9 ডিসেম্বর: নাবালিকা পরিচারিকাকে দীর্ঘদিন ধরে গণধর্ষণ ও মারধরের অভিযোগ গৃহকর্তা এবং তাঁর পরিবারের অন্যান্যদের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ডহারবারে ৷ পুলিশ সূত্রে খবর, প্রায় আট মাসেরও বেশি সময় ধরে ওই নাবালিকার উপর শারীরিক নির্যাতন চালিয়েছে বাড়ির বৃদ্ধ গৃহকর্তা ৷ এমনকী ওই বাড়ির একমাত্র মহিলার বিরুদ্ধে এই জঘন্য কাজে ইন্ধন দেওয়ার অভিযোগ করেছে নির্যাতিতা নাবালিকার পরিবার ৷
পুলিশ সূত্রে খবর, শুক্রবার স্থানীয় ক্লাবে ওই নাবালিকার পরিবার বিষয়টি জানায় ৷ ক্লাবের সদস্যরাই পরিবারকে সঙ্গে নিয়ে ডায়মন্ডহারবার থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ৷ পুলিশ এই ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ-সহ পরিবারের 3 জনকে গ্রেফতার করেছে ৷ ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ ও পকসো আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নাবালিকা ওই বাড়িতে পরিচারিকার কাজ করত ৷ কিন্তু, আগে এমন কোনও অভিযোগ তাঁরা শোনেননি ৷
জানা গিয়েছে, আট মাস আগে প্রথমবার ওই বাড়ির বৃদ্ধ গৃহকর্তা নাবালিকার উপর নির্যাতন করে ৷ বিষয়টিতে প্রতিবাদ করার বদলে, তাঁর ছেলে এবং বৌমা লাগাতার মদত দিতে থাকেন বলে অভিযোগ ৷ প্রতিবাদ করলে নাবালিকাকে মারধর করা হত ৷ অভিযোগ পরবর্তী সময়ে বৃদ্ধের ছেলের লালসার শিকার হয় ওই নাবালিকা ৷ আর এই ঘটনায় সম্পূর্ণ মদত দিতেন তাঁর স্ত্রী ৷
সম্প্রতি নাবালিকার কাকা-কাকিমা সেখানে আসেন ৷ তাঁদের সঙ্গে সে বাড়ি ফিরে যায় ৷ বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় সে ৷ এর পরেই পরিবারের সদস্যরা অভিযুক্তদের এলাকায় আসেন এবং স্থানীয় ক্লাবকে বিষয়টি জানানো হয় ৷ ক্লাবের সদস্যরাই পরিবারকে ডায়মন্ডহারবার থানায় নিয়ে যায় ৷ সেখানে তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয় ৷ শুক্রবার রাতেই অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ শনিবার তাঁর ছেলে এবং বৌমাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় ৷
আরও পড়ুন: