ETV Bharat / state

Hilsa Fish : সমুদ্রে দেখা নেই ইলিশের, মাথায় হাত মৎস্যজীবীদের - ilish

গভীর সমুদ্রে ট্রলার নিয়ে গিয়েও লাভের মুখ দেখতে পাচ্ছেন না মৎস্যজীবী থেকে শুরু করে ট্রলার মালিকরা ৷ কারণ একটাই, রুপোলি শস্যের অভাব ৷ চাহিদা থাকলেও ইলিশ সমুদ্রে না মেলায় মাথায় হাত মৎস্যজীবীদের ৷

সমুদ্রে ইলিশের দেখা নেই ক্ষতির মুখে মৎস্যজীবীরা
সমুদ্রে ইলিশের দেখা নেই ক্ষতির মুখে মৎস্যজীবীরা
author img

By

Published : Sep 17, 2021, 4:59 PM IST

ডায়মন্ড হারবার, 17 সেপ্টেম্বর : গভীর সমুদ্রে পর্যাপ্ত পরিমাণে ইলিশ মিলছে না ৷ ফলে মৎসজীবীদের হতাশ হয়ে ফিরতে হচ্ছে বন্দরে । জীবন ও জীবিকা বাঁচিয়ে রাখতে তাঁদের ভরসা করতে হচ্ছে ছোট ইলিশের উপর । এদিকে 23 সেন্টিমিটারের চেয়ে ছোট ইলিশ ধরা আইনত অপরাধ । সমুদ্রে বড় ইলিশের দেখা নেই ৷ তবে যে সব ইলিশ জালে ধরা পড়ছে সেগুলি 23 সেন্টিমিটারের থেকে কিছুটা বড় ৷ কিন্তু তাতেও লাভের মুখ দেখতে পাচ্ছেন না মৎসজীবীরা ৷

ছোট ইলিশ বিক্রি করে ট্রলারের জ্বালানি তেলের খরচায় উঠছে না ৷ তারপর আবার শ্রমিকদের মজুরি ৷ রীতিমতো ক্ষতির মুখে ট্রলার মালিক থেকে শুরু করে মৎসজীবীরা । যে পরিমাণ ইলিশ সচরাচর এই ভাদ্র মাসে দেখা যায় সেই পরিমাণ ইলিশ সমুদ্রে দেখা যাচ্ছে না ৷ অন্তত এমনটাই দাবি করছে মৎস্যজীবীরা । কয়েকদিনের নিম্নচাপের কারণে গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দফতর ৷ ফলে বন্দরে আটকে রয়েছে বহু ট্রলার । বন্ধ রয়েছে মাছ ধরার কাজও ৷

ইলিশ না পাওয়ার কারণ হিসেবে মৎস্যজীবীরা মনে করছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে বড় সাইজের ইলিশ গতিপথ পরিবর্তন করে বাংলাদেশের জলপথে প্রবেশ করেছে । হলে হতাশ হতে হচ্ছে এদেশের মৎস্যজীবীদের ।

আরও পড়ুন : Whale Body : নামখানার সৈকতে ভেসে এল বিশালাকার তিমির মৃতদেহ

বিশ্বকর্মা পুজোর আগেই ইলিশের ব্যাপক চাহিদা থাকে । কিন্তু চাহিদা থাকা সত্ত্বেও জোগান দিতে পারছেন না মৎস্যজীবীরা ৷ তাই দক্ষিণ 24 পরগনার মাছের আড়তে দেখা মিলছে না বড় ইলিশের । গতবছর লকডাউনের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন মৎস্যজীবীরা ৷ পাশাপাশি এ বছরের প্রথম দিকে যে পরিমাণ মাছের দেখা মিলেছিল সমুদ্রে, এখন আর সেই পরিমাণ মাছ দেখা যাচ্ছে না বলেই জানান মৎস্যজীবীরা ৷

সমুদ্রে ইলিশের দেখা নেই, ক্ষতির মুখে মৎস্যজীবীরা

এই বিষয়ে মৎস্যজীবী অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান, প্রকৃতির খামখেয়ালিতে মৎস্যজীবীরা গভীর সমুদ্রে আশানুরূপ মাছ পাচ্ছেন না ৷ যে পরিমাণ পাচ্ছেন তার ওজন 200 থেকে 300 গ্রাম ৷ ফলে দামও পাচ্ছেন না মৎস্যজীবীরা । ঘনঘন নিম্নচাপের জেরে গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হওয়ায় মাছ ধরা বন্ধ রাখতে হচ্ছে । তবে ইতিমধ্যে পূবালি বাতাস বইতে শুরু করেছে এবং সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে ৷ যা ইলিশ মাছের জন্য আদর্শ ৷ তাই কয়েক সপ্তাহের মধ্যে বড় সাইজের ইলিশের দেখা মিলবে বলেই আশা করা যায় ৷

মৎস্য ব্যবসায়ী অলোক মাঝি বলেন, "অন্যান্য বছর এই সময় প্রচুর ইলিশ ধরা পড়ে মৎস্যজীবীদের জালে ৷ কিন্তু এ বছর কার্যত বড় ইলিশের দেখা নেই সমুদ্রে ৷ ফলে হতাশ হয়ে ফিরতে হচ্ছে মৎস্যজীবীদের । যদিও বা বড় ইলিশের দেখা মিলেছিল মরসুমের শুরুতে, এখন তার পরিমাণ অনেকটাই কমে গিয়েছে ৷ ইলিশের সাইজ খুবই ছোট হওয়ায় তেমনভাবে লাভের মুখ দেখতে পাচ্ছেন না মৎস্যজীবীরা ।’’

আরও পড়ুন : Kapil muni Temple: এগিয়ে আসছে সাগর, কপিলমুনি মন্দিরের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

ডায়মন্ড হারবার, 17 সেপ্টেম্বর : গভীর সমুদ্রে পর্যাপ্ত পরিমাণে ইলিশ মিলছে না ৷ ফলে মৎসজীবীদের হতাশ হয়ে ফিরতে হচ্ছে বন্দরে । জীবন ও জীবিকা বাঁচিয়ে রাখতে তাঁদের ভরসা করতে হচ্ছে ছোট ইলিশের উপর । এদিকে 23 সেন্টিমিটারের চেয়ে ছোট ইলিশ ধরা আইনত অপরাধ । সমুদ্রে বড় ইলিশের দেখা নেই ৷ তবে যে সব ইলিশ জালে ধরা পড়ছে সেগুলি 23 সেন্টিমিটারের থেকে কিছুটা বড় ৷ কিন্তু তাতেও লাভের মুখ দেখতে পাচ্ছেন না মৎসজীবীরা ৷

ছোট ইলিশ বিক্রি করে ট্রলারের জ্বালানি তেলের খরচায় উঠছে না ৷ তারপর আবার শ্রমিকদের মজুরি ৷ রীতিমতো ক্ষতির মুখে ট্রলার মালিক থেকে শুরু করে মৎসজীবীরা । যে পরিমাণ ইলিশ সচরাচর এই ভাদ্র মাসে দেখা যায় সেই পরিমাণ ইলিশ সমুদ্রে দেখা যাচ্ছে না ৷ অন্তত এমনটাই দাবি করছে মৎস্যজীবীরা । কয়েকদিনের নিম্নচাপের কারণে গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দফতর ৷ ফলে বন্দরে আটকে রয়েছে বহু ট্রলার । বন্ধ রয়েছে মাছ ধরার কাজও ৷

ইলিশ না পাওয়ার কারণ হিসেবে মৎস্যজীবীরা মনে করছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে বড় সাইজের ইলিশ গতিপথ পরিবর্তন করে বাংলাদেশের জলপথে প্রবেশ করেছে । হলে হতাশ হতে হচ্ছে এদেশের মৎস্যজীবীদের ।

আরও পড়ুন : Whale Body : নামখানার সৈকতে ভেসে এল বিশালাকার তিমির মৃতদেহ

বিশ্বকর্মা পুজোর আগেই ইলিশের ব্যাপক চাহিদা থাকে । কিন্তু চাহিদা থাকা সত্ত্বেও জোগান দিতে পারছেন না মৎস্যজীবীরা ৷ তাই দক্ষিণ 24 পরগনার মাছের আড়তে দেখা মিলছে না বড় ইলিশের । গতবছর লকডাউনের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন মৎস্যজীবীরা ৷ পাশাপাশি এ বছরের প্রথম দিকে যে পরিমাণ মাছের দেখা মিলেছিল সমুদ্রে, এখন আর সেই পরিমাণ মাছ দেখা যাচ্ছে না বলেই জানান মৎস্যজীবীরা ৷

সমুদ্রে ইলিশের দেখা নেই, ক্ষতির মুখে মৎস্যজীবীরা

এই বিষয়ে মৎস্যজীবী অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান, প্রকৃতির খামখেয়ালিতে মৎস্যজীবীরা গভীর সমুদ্রে আশানুরূপ মাছ পাচ্ছেন না ৷ যে পরিমাণ পাচ্ছেন তার ওজন 200 থেকে 300 গ্রাম ৷ ফলে দামও পাচ্ছেন না মৎস্যজীবীরা । ঘনঘন নিম্নচাপের জেরে গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হওয়ায় মাছ ধরা বন্ধ রাখতে হচ্ছে । তবে ইতিমধ্যে পূবালি বাতাস বইতে শুরু করেছে এবং সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে ৷ যা ইলিশ মাছের জন্য আদর্শ ৷ তাই কয়েক সপ্তাহের মধ্যে বড় সাইজের ইলিশের দেখা মিলবে বলেই আশা করা যায় ৷

মৎস্য ব্যবসায়ী অলোক মাঝি বলেন, "অন্যান্য বছর এই সময় প্রচুর ইলিশ ধরা পড়ে মৎস্যজীবীদের জালে ৷ কিন্তু এ বছর কার্যত বড় ইলিশের দেখা নেই সমুদ্রে ৷ ফলে হতাশ হয়ে ফিরতে হচ্ছে মৎস্যজীবীদের । যদিও বা বড় ইলিশের দেখা মিলেছিল মরসুমের শুরুতে, এখন তার পরিমাণ অনেকটাই কমে গিয়েছে ৷ ইলিশের সাইজ খুবই ছোট হওয়ায় তেমনভাবে লাভের মুখ দেখতে পাচ্ছেন না মৎস্যজীবীরা ।’’

আরও পড়ুন : Kapil muni Temple: এগিয়ে আসছে সাগর, কপিলমুনি মন্দিরের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.